Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)
AO3 একটি অবাণিজ্যিক এবং অলাভজনক ভক্তসাহিত্য ও অন্যান্য রূপান্তরকামী ভক্তকর্মের প্রধান আধার, বিনামূল্যে ব্যবহারযোগ্য (ওপেন সোর্স) সংরক্ষণ-করার সফ্টওয়্যার ব্যবহার করে।
ফ্যানহ্যাকাররা
OTW(রূপান্তরিত কর্মের সংস্থা) ভক্ত স্ব-সম্পর্কিত বিষয়ের উপর এবং ভক্ত ও সংবাদমাধ্যম সংক্রান্ত পড়াশোনা সম্বন্ধে ভক্ত পরিপ্রেক্ষিতের উপর আলোচনা করার জন্য একটি ব্লগ(ই-দিনলিপি) প্রকাশ করে।
ফ্যানলোর
ফ্যানলোর, যা একটি ভক্তদুনিয়ার উইকি, রূপান্তরিত ভক্তকর্মের ও তা যে যে ভক্তদুনিয়া থেকে উৎপত্তি, তার ইতিহাস সংরক্ষণে নিয়োজিত।
ভক্ত চলচিত্র ও মালটিমিডিয়া
আমাদের মাল্টিমিডিয়া প্রকল্পগুলোর মধ্যে বর্তমানে অন্তর্গত Fan Video Roadmap (ভক্ত চলচিত্র পথনির্দেশিকা), the Vidding History project (চলচিত্রের ইতিহাস প্রকল্প)- যার মধ্যে রয়েছে Test Suite of Fair Use Vids (ন্যায়ত ব্যবহার্য্য চলচিত্রের উদাহরণ), এবং ভক্ত চলচিত্র- নির্মাতাদের জন্য অনেকগুলো ব্যবহারযোগ্য পাতা- যার মধ্যে আপনার চলচিত্র প্রদর্শনের স্থান এবং AO3-তে ভক্ত চলচিত্র বসানোর উপায়-সংক্রান্ত নির্দেশিকা রয়েছে।
Legal Advocacy (আইনি সহায়তা)
OTW ভক্তকর্মগুলোকে বাণিজ্যিক শোষণ ও আইনি জটিলতা থেকে রক্ষা করতে ও প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Open Doors (খোলা দরজা)
খোলা দরজা বিপদে পড়া ভক্ত প্রকল্পগুলোকে আশ্রয় দেয়। উপ-প্রকল্পগুলো্র মধ্যে আছে Fan Culture Preservation Project (ভক্ত সংস্কৃতি সংরক্ষণ প্রকল্প), যেটা ভক্ত-পত্রিকা এবং অন্যান্য অ-ডিজিট্যাল ভক্ত সংস্কৃতির রূপ সংরক্ষণ করে, এবং GeoCities Rescue Project (জিওসিটিস্ উদ্ধার প্রকল্প)।
Transformative Works and Cultures – TWC (রুপান্তরিত কর্ম ও সংস্কৃতি)
TWC একটি সমকক্ষ ব্যক্তি দ্বারা পরীক্ষিত কেতাবি গবেষণাপত্র যার উদ্দেশ্য হল ভক্তকর্ম ও অভ্যাস সম্বন্ধে পান্ডিত্য বর্ধিত করা।