Posts in Volunteering
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২১ উদযাপন
২০০৯ সালে আমাদের প্রতিষ্ঠা হবার পর থেকে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) অনুরাগী দ্বারা গঠিত ও পরিচালিত। আজ অবধি এমনি রয়েছে: OTW অনুরাগীদের জন্য, অনুরাগীদের দ্বারা তৈরি একটি সংগঠন, অভিন্ন সেই অনুরাগীরাই OTWকে প্রত্যেকটি স্থরে সমর্থন দেন। আমাদের প্রত্যেকটি সমিতিতে, স্বেচ্ছাসেবকরা অত্যাবশ্যক কর্মগুলি সম্পন্ন করে নিশ্চিত করেন যে আমাদের সমস্ত প্রকল্পগুলি কার্যকর আছে ও অগ্রসর হচ্ছে। তাদেরকে ছাড়া OTW থাকবে না, আর আমরা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মের জন্যে একান্ত কৃতজ্ঞ।