
প্রার্থী ঘোষণা
OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে নিম্নলিখিত প্রার্থীরা ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করবেন। (নামগুলো বর্ণানুক্রমিক ভাবে লেখা):
- অ্যাস্ট্রিড ওলিন*
- কারস্টেন রাইট
- মরগ্যান স্রোডার
- রেবেকা সেন্টান্স
*১লা জুলাইয়ের ঘোষণা: অ্যাস্ট্রিড ওলিন প্রার্থীপদ প্রত্যাহার করেছেন।
যেহেতু আমাদের দু’টি আসন আছে, আর প্রার্থী হয়েছেন চার জন , ২০১৯ সালের নির্বাচনে লড়াই হবে- অর্থাৎ, কোন প্রার্থীরা পদাধিকারী হবেন, সেটা নির্ধারণ করার জন্যে OTW এর সদস্যরা ভোট দেবেন।
নির্বাচন সমিতি এবারের প্রার্থীদের OTW এর সব সদস্যের সাথে মোলাকাত করাতে পেরে অত্যন্ত আনন্দিত! এই প্রকাশনাটার সঙ্গে প্রার্থীদের লেখা ‘পরিলেখ(বায়ো)’ ও প্ল্যাটফর্ম’ এর পাতার সংযোগ দেওয়া আছে।
এর সঙ্গেই এখানে আপনি নির্বাচনের টাইমলাইন পাবেন , যা প্রয়োজনে দেখতে পারেন। আমাদের প্রার্থীদের সম্বন্ধে আরো জানার জন্যে এবং কি করে আপনি তাঁদের জন্যে প্রশ্ন জমা দিতে পারেন তা জানতে পড়তে থাকুন!
প্ল্যাটফর্ম ও পরিলেখ
প্রতিটি প্রার্থীকে বলা হয়েছিল আমাদের কাছে তাঁদের পেশাদারী এবং ফ্যানিশ অভিজ্ঞতা পূর্ণরূপে তুলে ধরে একটি পরিলেখ জমা দিতে, এবং তার সাথে একটা প্ল্যাটফর্ম লিখতে, যেখানে তাঁরা পরিচালন সমিতিতে তাঁদের মেয়াদ-কালে তাদের লক্ষ্য নিয়ে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেবে :
- আপনি পরিচালন সমিতির নির্বাচনে কেন দাঁড়াবেন বলে ঠিক করলেন?
- পরিচালন সমিতিতে আপনি কি কি বিষয়ে দক্ষতা এবং/বা অভিজ্ঞতা নিয়ে আসবেন?
- OTW এ কাজ করার জন্য একটি বা দুটি লক্ষ্য বাছুন যেগুলো আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং যেটা নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক। আপনি এই লক্ষ্যগুলো কেনো গুরুত্বূর্ণ বলে মনে করেন? আপনি কি করে অন্যদের সাথে কাজ করে এই লক্ষ্যগুলো সম্পূর্ণ করতে পারবেন?
- OTW’র বিভিন্ন প্রকল্প সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি? আপনি কিভাবে প্রাসঙ্গিক সমিতিগুলোর পাশে দাঁড়াবেন এবং তাদের আরো শক্তিশালী করে তোলার চেষ্টা করবেন? আপনার উত্তরে বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন; যদি কোনো প্রকল্পে আপনার বিশেষ অভিজ্ঞতা থাকলে তাতে আপনি জোর দিতে পারেন।
- OTWতে আপনার অন্যান্য ভূমিকা এবং পরিচালন সমিতির কাজের মধ্যে আপনি কিভাবে ভারসাম্য বজায় রাখবেন, অথবা শুধু পরিচালনা সমিতির কাজেই মনোনিবেশ করার জন্য OTWতে আপনার বর্তমান ভূমিকাগুলো আপনি কিভাবে হস্তান্তর করার পরিকল্পনা করেছেন?
আপনি এই প্রশ্নের জবাবে প্রার্থীদের উত্তর এবং তাদের পরিলেখ নিম্নলিখিত সংযোগে গিয়ে পড়তে পারেন।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।