Posts by Retired Personnel
অক্টোবর ২০২১ সদস্যসংগ্রহ অভিযান: আপনার সাহায্যের জন্য ধন্যবাদ
OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্যসংগ্রহ অভিযান শেষ হলো। আমরা অতিশয় আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের লক্ষ্য মার্কিন $৪০,০০০ এর থেকে অনেক বেশি, মার্কিন$১,৯৫,০০৯.৬৫ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সদস্য সংখ্যাও বাড়িয়ে ৪,৭৮৬ করেছি। বিশ্বজুড়ে ৭৭টা দেশের ৬,৭০০জন দাতার ঔদার্যে এটা সম্ভবপর হয়েছে। আমরা প্রতিসময়ের মতোই এবারও আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভীষণ কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ! আপনাদের সাহায্য আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দেবে: আমরা যে অনুরাগীদের প্রতিনিধিত্ব করি, তাদের কাছে সব রকমের অনুরাগীকর্ম এবং অনুরাগী সংস্কৃতির ইতিহাস সংরক্ষণ করে সহজে পৌঁছে দেওয়া যাবে। তাদের সুবিধা আরো সুরক্ষিত হবে।
অক্টোবর ২০২১ অভিযান: অনুরাগীদের দ্বারা, অনুরাগীদের জন্য
OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা) অনেকের ভালোবাসার ফসল। এটি অনুরাগীদের দ্বারা, অনুরাগীদের জন্য তৈরি। আমরা এক অলাভজনক সংস্থা, আর আমরা ১০০% দানের ওপর নির্ভরশীল: আমাদের স্বেচ্ছাসেবকদের সময় দান, আর যে সমাজের সেবা আমরা করি, তাদের অর্থ দান। আজ আমাদের দ্বিবার্ষিক সদস্যসংগ্রহ অভিযান-এর শুরু, যে সময় আমরা আপনাদের মধ্যে যারা তা করতে সক্ষম, তাদের, আমাদের কাজ সমর্থন করতে কিছু আর্থিক দান করার কথা ভেবে দেখতে বলি। আমরা আপনাদের অর্থ কিভাবে খরচ করি তা আপনি আমাদের বাজেটে পড়ে দেখতে পারেন।
OTW-র আর্থিক সংস্থান: ২০২১ বাজেট আপডেট
২০২১ সালে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র অর্থ বিষয়ক সমিতি তাদের কাজ অব্যাহত রেখে নিশ্চিত করেছে যে সংস্থার সমস্ত টাকার হিসাবপত্র (বিল) পরিশোধ করা হয়েছে, কর জমা দেওয়া হয়েছে, এবং সাধারণ হিসাবরক্ষণ (অ্যাকাউন্টিং) প্রক্রিয়াগুলি পূরণ হয়েছে। ২০২০ সালের আর্থিক বিবৃতি নিরীক্ষার প্রস্তুতি চলছে! ইতিমধ্যে, অর্থ বিষয়ক সমিতি ২০২১ বাজেট্ আপডেটের উপর নিরলসভাবে কাজ করেছে এবং এটি এখানে উপস্থাপন করতে পেরে আনন্দিত (আরো তথ্যের জন্য বাজেট স্প্রেডশীট দেখুন):
অফ এল্ভস এন্ড মেন AO3 তে আসছে!
অফ এল্ভস এন্ড মেন, একটি মাল্টিফান্ডম অনুরাগীসাহিত্যের সংগ্রহশালা যেটি লর্ড অফ দা রিংস এবং লর্ড অফ দা রিংস আর পি এফ এ বিশেষ গুরুত্ব দেয়, সেটিকে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনটাতে: একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা অফ এল্ভস এন্ড মেন-এ যে স্রষ্টাদের কর্ম আছে বা ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে এর পরেও আপনার মনে প্রশ্ন থাকলে কি করবেন
উইভার অফ ড্রিম্স (Weaver of Dreams) এবং ল্যান্ড অফ ড্রিম্স (Land of Dreams) AO3তে আসছে!
Weaver of Dreams এবং Land of Dreams, Oded Fehr ফ্যানফিকশন আর্কাইভ, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনে: অল্প প্রেক্ষাপট ব্যাখ্যা উইভার অফ ড্রিম্স এবং ল্যান্ড অফ ড্রিম্সে যাদের শিল্পকর্ম আছে তাদের জন্য এর মানে কী দাঁড়ায় এর পরে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কী করবেন