অনুবাদ সমিতি

আমরা কারা

অনুবাদ সমিতি একটি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত দল যার সদস্যরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। আমাদের প্রধান দায়িত্ব হল OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা) ও তার প্রকল্পগুলির বিষয়বস্তু ইংরাজী বলতে না পারা অনুরাগীসমূহের কাছে পৌছে দেওয়া। আমরা অন্যান্য OTW সমিতি ও স্বেচ্ছাসেবকবৃন্দ-দেরও ইংরাজি বলতে না পারা অনুরাগীসমূহ ও ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে সাহায্য করি।

অন্তরালে, এই সমিতিটি অনুবাদক ও স্বেচ্ছাসেবক পরিচালক (ভলান্টিয়ার ম্যানেজার)-এই দুই ভাগে বিভক্ত। অনুবাদকরা বিভিন্ন ভাষাগত দলে কাজ করে; তারা বিষয়বস্তু অনুবাদ ও তার ভ্রমসংশোধন করে। স্বেচ্ছাসেবক পরিচালকরা ভাষাগত দলগুলির মাঝে সমন্বয়-সাধন করে এবং অনুবাদ সংক্রান্ত নানা প্রশাসনিক কাজের দেখভাল করে—যেমন নথিপত্র তৈরি করা ও আপ্‌লোড করা, নির্দিষ্ট সময়সীমার (ডেডলাইন) হিসাব রাখা, সম্ভাব্য অনুবাদকদের সাক্ষাৎকার নেওয়া, এবং নতুন স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া।

আমাদের নানান মাপের মোট ৪৭টি ভাষাগত দল আছেঃ
আফ্রিকান্স, আরবী, বাংলা, বুল্গেরীয়, ব্রাজিলীয় পর্তুগীজ, কাটালান, সরলীকৃত চীনা, প্রথাগত চীনা, ক্রোয়েশীয়, চেক, ড্যানীশ, ডাচ, এস্টোনীয়, ইউরোপীয় পর্তুগীজ, ফিলিপিনো, ফিনিশ, ফরাসি, জার্মান, গ্রীক, হিব্রু, হিন্দী, হাঙ্গেরীয়, ইন্দোনেশীয়, ইটালীয়, জাপানি, কোরীয়, কুরগিস্তানীয়, লিথুয়ানিয়ান, ম্যাসেডোনীয়, মালয়, মারাঠি, নরওয়েগীয়,পারসিক, পোলিশ, রোমানীয়, রুশ, সার্বীয়, সিংহলভাষা, স্লোভাক, স্লোভেনীয়, স্প্যানীশ, সুইডিশ, থাই, তুর্কী, ইউক্রেনীয়, ভিয়েতনামী, এবং ওয়েলশ। আমরা সর্বদাই নতুন ভাষার দল শুরু করার সুযোগের জন্য উদ্‌গ্রীব থাকি!

আমাদের কাজ

অনুবাদ সমিতি OTW এবং তার নানা প্রকল্পের বিষয়বস্তু অনুবাদ করে, যার মধ্যে সংস্থার প্রধান ওয়েবসাইট এবং Archive of Our Own-AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা)-প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন অন্তর্ভুক্ত। তার সঙ্গে আমরা প্রকল্পের খবর ও বিজ্ঞপ্তির উপরেও কাজ করি, যেমন Open Doors (মুক্ত দ্বার) আমদানী (ইমপোর্ট) সংক্রান্ত ঘোষণা, AO3-র খবর প্রকাশনা, OTW সদস্যসংগ্রহ অভিযান

এসবের সঙ্গেই, আমরা ব্যবহারকারীদের বার্তা ও অনুরোধ অনুবাদ করতে, আর জনসাধারনের সমক্ষে প্রকাশিত বিষয়ের উপর ইংরাজী ভিন্ন অন্য ভাষায় করা মন্তব্যের উত্তর দিতে AO3 নীতি ও অপব্যবহার নিবারণ সমিতি এবং সাহায্য সমিতির দলগুলোর সাথে সহযোগিতা করি।

বাংলা দলের সম্বন্ধে

  • বাংলা দলটি ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ সালে গঠিত হয়।
  • বর্তমানে এটিতে ৪ জন অনুবাদক রয়েছেন।
  • তারা OTW ওয়েবসাইটে ও AO3-তে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উপরে কাজ করেছে।
  • এর সঙ্গে তারা কিছু বিশেষ প্রকল্প, যেমন OTW-র সদস্যপদ সংগ্রহ অভিযান এবং নির্বাচন সমিতির জন্য অনুবাদ করেছে।
  • দলের কয়েকজন সদস্য AO3-র সহায়তা সমিতি এবং নীতি ও অপব্যবহার নিবারণ সমিতির দলদের AO3 ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে।

আমাদের সঙ্গে যোগাযোগ করুন

অনুবাদ সমিতি, আমাদের দলগুলি, বা আমাদের সাথে স্বেচ্ছাসেবা করার সম্বন্ধে আরো তথ্যের জন্যে, বা আপনার কোনো প্রশ্ন থাকলে, দয়া করে যোগাযোগ করুন—আপনার বক্তব্য জানতে পারলে আমরা আনন্দিত হব।

আমরা কোথায় আছি

OTW অনুবাদ সমিতির সদস্যদের ডিসেম্বার ২০২২ সালের হিসাব অনুযায়ী ঘনত্ব দেখানো পৃথিবীর মানচিত্র। বেশি সদস্যসম্বলিত দেশ অপেক্ষাকৃত ঘনভাবে রঞ্জিত। (যে সদস্যরা মানচিত্রের অংশ হতে আগ্রহী, শুধুমাত্র তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে।) মানচিত্রটি সদস্যদের নাগরিকত্ব বা অবস্থিতি, যেটি তারা ব্যবহার করবেন ঠিক করেছেন, তা-ই দেখায়।