Posts in Finance Committee
OTW-র আর্থিক সংস্থান: ২০২৩-এর বাজেট
বিগত এক বছর ধরে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অর্থ বিষয়ক সমিতি তাদের কাজ অব্যাহত রেখে নিশ্চিত করেছে যে সংস্থার সমস্ত টাকার রসিদ (বিল) পরিশোধ করা হয়েছে, কর জমা দেওয়া হয়েছে, এবং হিসাব-রক্ষণ (অ্যাকাউন্টিং) প্রক্রিয়াগুলি পূরণ হয়েছে। অর্থ বিষয়ক সমিতি হিসাব-রক্ষণের প্রক্রিয়াতে কিছু পরিবর্তন এনেছে যাতে OTW -র আর্থিক ক্রিয়াকর্ম আরো ভালোভাবে প্রদর্শন করা যায়। ২০২৩ সালের আর্থিক বিবৃতি বর্তমানে তৈরি হচ্ছে! এছাড়াও, অর্থ বিষয়ক সমিতি ২০২৩ সালের প্রয়োজন মেটানোর কাজটা মন দিয়ে করে চলেছে এবং এই বছরের বাজেট আপনার কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত হয়েছে (আরো তথ্যের জন্য ২০২২ সালের বাজেট স্প্রেডশীট দেখুন): ২০২৩ সালের খরচ Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)… Read more
OTW-র আর্থিক সংস্থান: ২০২১ বাজেট আপডেট
২০২১ সালে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র অর্থ বিষয়ক সমিতি তাদের কাজ অব্যাহত রেখে নিশ্চিত করেছে যে সংস্থার সমস্ত টাকার হিসাবপত্র (বিল) পরিশোধ করা হয়েছে, কর জমা দেওয়া হয়েছে, এবং সাধারণ হিসাবরক্ষণ (অ্যাকাউন্টিং) প্রক্রিয়াগুলি পূরণ হয়েছে। ২০২০ সালের আর্থিক বিবৃতি নিরীক্ষার প্রস্তুতি চলছে! ইতিমধ্যে, অর্থ বিষয়ক সমিতি ২০২১ বাজেট্ আপডেটের উপর নিরলসভাবে কাজ করেছে এবং এটি এখানে উপস্থাপন করতে পেরে আনন্দিত (আরো তথ্যের জন্য বাজেট স্প্রেডশীট দেখুন):
OTW অর্থ: ২০২০ বাজেট্ আপডেট
২০২০ সালে OTW’র (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) অর্থ বিষয়ক সমিতি সঠিকতা ও পরিপুরনতার জন্য সংস্থার হিসেবপত্র খতিয়ে দেখা চালিয়ে যাচ্ছে। বিল পরিশোধ করা, ২০১৯ এর হিসেবনিকেশের অডিট শেষ করা, এবং নিশ্চিতভাবে স্ট্যান্ডারড একাউন্টিং প্রক্রিয়া পূরণ করা ছিল অতিরিক্ত কাজ। ইতিমধ্যে সমিতি ২০২০ সালের বাজেটের আপডেটের ওপর নিরলসভাবে কাজ করেছে এবং এই আপনার কাছে, এখানে উপস্থাপন করতে পেরে গর্বিত:(আরো খুঁটিনাটি তথ্যের জন্যে বাজেট্ স্প্রেড্শীট্ ডাউন্লোড্ করুন)
OTW অর্থ: ২০১৯ বাজেট্
এই বছরের শুরুতে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) তার ২০১৯ বাজেট্ প্রকাশ করে। এই বছরের শেষ যেহেতু এগিয়ে আসছে, আমরা আপনাকে বাকি বছরটার জন্য আমাদের অর্থনৈতিক চেহারা, এবং কয়েক মাস আগের থেকে আমাদের পরিকল্পনা কিভাবে এগিয়েছে বা বদলেছে সে সম্বন্ধে একটি আপডেট দিতে চাই। আমাদের অর্থ বিভাগ OTW’র আর্থিক কর্মকাণ্ডের ওপর নজর রাখা, আর্থিক হিসেবপত্র এবং রিপোর্ট তৈরি করা, এবং অ্যাকাউন্টিং এর মান আর নিয়মাবলি মানা সুনিশ্চিত করে চলেছে। আমরা আমাদের পদ্ধতি উন্নত করার আর তা লিখে রাখার ব্যবস্থা করেছি, OTW কে তার আর্থিক ভবিষ্যৎ পরিকল্পনা করায় সাহায্য করেছি, আর আমাদের ২০১৮ সালের আর্থিক হিসেবপত্রের বার্ষিক অডিট প্রায় শেষ করে ফেলেছি।
OTW অর্থ বিভাগ: ২০১৮’র বাজেট
(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)র জন্য ২০১৮ আরেকটা কর্মব্যস্ত এবংফলদায়ক বছর ছিল। আমরা সংস্থাটির আর্থিক নীতি এবং মেনে চলায় দক্ষতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের আর্থিক হিসেবপত্রের একেবারে প্রথম অডিট শুরু করেছি, যা ২০১৮’র শুরুর দিকে শেষ হয়েছে। আপনি আমাদের ২০১৫ এবং ২০১৬’র অডিট করা হিসেবপত্র the OTW Finance pageতে দেখতে পারেন। আমরা এখন আমাদের ২০১৭’র হিসেবপত্রের অডিটের জন্য তৈরি হচ্ছি, যেটা আর কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হওয়া উচিত। আর দেরি না করে, এখানে আমাদের ২০১৮’র সালের বাজেট দেওয়া হল(আরো বিস্তারিত তথ্যাদির জন্য বাজেট স্প্রেডশীট ডাউনলোড করুন):