২০১৬ OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অর্থ বিভাগের জন্যে বেশ ব্যস্ত একটি সাল ছিল, এবং আমরা সংস্থার হিসাবরক্ষণ ও আর্থিক নীতি আরও উন্নত করতে পরিশ্রম করছি। বাজেটিং আরেকটা দিক যেটায় আমরা গত কয়েক মাসে বেশ উন্নতি করেছি- বিশেষত আমাদের বিভিন্ন বিভাগগুলোর মধ্যে সহযোগিতা করে তাদের সম্ভাব্য খরচ হিসাব করা আর তাতে অপ্রত্যাশিত পরিবর্তন হলে তার কারণ দেখানোর ক্ষেত্রে।
আর দেরি না করে, এখানে আমাদের ২০১৭ সালের বাজেট্ দেওয়া হল (আরো খুঁটিনাটি তথ্যের জন্যে বাজেট্ স্প্রেড্শীট্ ডাউন্লোড্ করুন):