OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) বিভিন্ন সমিতিতে বিভক্ত, এবং সমিতিগুলি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত। প্রত্যেকটি সমিতির একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যদিও বেশিরভাগ সমিতিই OTW-র প্রকল্পগুলিতে একসঙ্গে কাজ করে এবং সংস্থাটির সাফল্যে সাহায্য করে। আপনি যদি আপনার সময়ব্যয় করে OTW-কে সাহায্য করতে ইচ্ছুক হন, তাহলে স্বেচ্ছাসেবক কর্মের তালিকা গিয়ে দেখুন যে আপনার দক্ষতা এবং আগ্রহের সঙ্গে মেলে, এমন কোন স্বেচ্ছাসেবক পদ এখন শূন্য আছে কি না। OTW-র সমিতিগুলি হলঃ
সহজলভ্যতা, নকশা (ডিজাইন), ও প্রযুক্তি সমিতি
যুগ্ম-সভাপতিঃ মাম্ব্যল এবং সারকেন
OTW-র জন্যে সফটওয়্যার নকশা এবং উন্নয়নের মধ্যে সমন্বয় করে। বর্তমানে এই সমিতির প্রধান প্রকল্পটি হল Archive of Our Own-AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) অগ্রগতি করা ও কার্যকরিতা বজায় রাখার জন্যে OTW-সংগ্রহশালা নামে একটি ওপেন সোর্স সফটওয়্যার প্যাকেজ তৈরি করা।
AO3 নথিবদ্ধকরন সমিতি
যুগ্ম-সভাপতিঃ ক্লেয়ার পি. বেকার, মিশেল শ্রোডার, এবং স্যামি লুইস
AO3 নথিবদ্ধকরন সমিতি AO3-র জন্য পুরোদস্তুর এবং আপ-টু-ডেট করা ব্যবহারকারী ইন্টারফেস এবং অভ্যন্তরীণ নথিপত্র তৈরি করে ও রক্ষণাবেক্ষণ করে। এর মধ্যে আছে প্র-জি-প্র, বিভিন্ন বিষয়ে পাঠ, স্ক্রীনকাস্ট, এবিঙ অন্যন্য AO3-সংক্রান্ত নথিপত্র।
যোগাযোগ সমিতি
যুগ্ম-সভাপতিঃ যেস হীনদেস এবং কিরস্টেন করোনা
সংবাদ বিজ্ঞপ্তি ও প্রকাশনা, ব্লগ পোস্ট, সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ, এবং অন্যন্য প্রকল্পর প্রচার সম্বন্ধীয় বিভিন্ন কাজ দেখাশুনা করে। এছাড়াও, এই সমিতিটি OTW-র মধ্যেকার যোগাযোগ বজায় রাখে, এবং বিভিন্ন সমিতির কাছে একে অপরের খবরাখবর পৌছে দেয়।
উন্নয়ন ও সদস্যপদ সংক্রান্ত সমিতি
যুগ্ম-সভাপতিঃ এমি লোয়েল এবং এনর্যান্ডম
অর্থসংগ্রহ আভিযান (ফান্ডরাইসিং) এবং সদস্যপদ সংগ্রহ সংক্রান্ত বিষয়গুলি পর্যবেক্ষণ কুরে। এছারাও, এই সমিতি আমাদের সদস্য এবং দাতা বিষয়ক তথ্যের ডেটাবেসের সুরক্ষা বজায় রাখে, এবং প্রত্যেক সদস্য যাতে নির্বাচনে ভোটদান করতে পারেন, তা নিশ্চিত করে।
নির্বাচন সমিতি
যুগ্ম-সভাপতিঃ ব্রায়ার_পাইপ, ডিসজয়েন্টেদ, এমা লয়েড, জেনি ম্যাকডেভিট এবং ম্যারিয়ন ম্যাকগোয়ান
নির্বাচন সমিতি OTW-র পরিচালক মণ্ডলীর সদস্যপদের জন্যে বাৎসরিক নির্বাচন পরিচালনা করে। এই নির্বাচনটি প্রত্যেক বছর অগাস্ট মাসে হয়, এবং OTW-র অর্থপ্রদানকারী সদস্যরা এতে ভোট দেন। নির্বাচন সমিতি শুরু থেকে শেষ অবধি এই কার্যধারাটির দায়িত্বভার নেয়। এই কাজের মধ্যে পরে প্রার্থীদের প্রস্তুতি, নির্বাচনের প্রযুক্তিগত দিকের ব্যবস্থাপনা, নির্বাচনের প্রক্রিয়াটি আমাদের সংস্থার আইন মেনে চলে তা নিশ্চিত করা, এবং সম্পূর্ণ প্রার্থীতার সময়কাল (যেসময় প্রার্থীরা সদস্যদের সঙ্গে পরিচয় করেন এবং প্রার্থীদের প্রশ্ন করা হয়) পরিচালনা করা।
ফ্যানলোর
সভাপতিঃ রেবেকা সেন্টান্স ফ্যানলোর উইকির খেয়াল রাখেন। ফ্যানলোরের কাজের মধ্যে পরে ফ্যানলোর উইকি সম্পাদকদের সাহায্য করা, এবং উইকির তথ্য ও বিষয়বস্তু সংগঠন আর সংজ্ঞায়িত করার জন্য একটি সহজে ব্যবহারযোগ্য পরিকাঠামো তৈরি করা।
অর্থ বিষয়ক সমিতি
সভাপতিঃ ইউচেং লোঔ
অর্থ বিষয়ক সমিতির দায়িত্ব OTW-র অর্থের হিসাব রাখা, পেমেন্ট করা ও তার খেয়াল রাখা, পরিচালক মণ্ডলীর সঙ্গে সহযোগিতা করে আয়ব্যায়ের হিসাব (বাজেট) তৈরি ও আপডেট করা, নির্ভুল ও তথ্যপূর্ণ আর্থিক বিবৃতি তৈরি ও মুক্তি করা, এবং OTW তার সমস্ত কর জমা দিয়েছে তা নিশ্চিত করা।
আইনি সমিতি
সভাপতিঃ বেটসি রোসেনব্লাট
OTW-র Legal Advocacy (আইনি সহায়তা) বিষয়ক কার্যক্রম করে, পরিচালক মণ্ডলী এবং বিভিন্ন সমিতিকে আইনি বিষয়ে পরামর্শ দেয়, এবং অন্যন্য ওকালতি গোষ্ঠী এবং বহি:স্থ আইন উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে। এই সমিতিটি মূলত পেশাদার আইনজীবীদের দ্বারা গঠিত।
খোলা দরজা
যুগ্ম-সভাপতিঃ অ্যালিসন ওয়াটসন এবং এস্কিচি
Open Doors (খোলা দরজা) বিপদের ঝুঁকিতে থাকা সব ধরনের অনুরাগীকর্মকে সংরক্ষন করে।
নিয়ম ও অপব্যবহার সমিতি
যুগ্ম-সভাপতিঃ এনা, মাই ডেয়, এবং রানোয়া
AO3-র অপব্যবহার বিষয়ক ক্রিয়াকাণ্ড যথা পরিষেবা প্রাপ্তির নিয়ম ভঙ্গের অভিযোগ ইত্যাদি তত্ত্বাবধান করে।
কৌশল পরিকল্পনা সমিতি
যুগ্ম-সভাপতিঃ আরলি গুয়েভারা এবং কেট স্যান্ডারস
OTW-র কৌশলগত পরিকল্পনা প্রতি ১ – ৩ বছরে পর্যালোচনা এবং সংশোধন করে।
সহায়তা সমিতি
সভাপতিঃ ন্যারি
AO3-র সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন সমিতি এবং ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ সংস্থাপন করে। সহায়তা সমিতি ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যা সমাধান করতে সাহায্য করে এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়া সংগ্রহ করে।
কম্পিউটার/সার্ভার রক্ষণাবেক্ষণ সমিতি
সভাপতিঃ ফ্রস্ট দ্যা ফক্স
OTW ও তার প্রকল্পগুলির সার্ভারগুলি এবং প্রযুক্তিগত পরিকাঠামো নিয়ন্ত্রণ করে।
সংযোজন রক্ষণাবেক্ষণ সমিতি
যুগ্ম-সভাপতিঃ ভ্রি, ড্রে, এবং ক্যুয়েম
AO3-র সংযোজন রক্ষণাবেক্ষণ নিয়মাবলি হিসাবে AO3-তে সংযোজন (ট্যাগস) সঙ্ঘবদ্ধভাবে সংগঠিত করে করে, সম্পর্কিত সংযোজনগুলিকে আরো ভালোভাবে খোঁজা ও ফিল্টার করার জন্য তাদেরকে যুক্ত করে, কিন্তু ব্যবহারকারীরা যাতে নিজস্ব অনুরাগীকর্মে তাদের ইচ্ছানুযায়ী সংযোজন ব্যবহার করতে পারেন সেটাও নিশ্চিত করে।
অনুবাদ সমিতি
যুগ্ম-সভাপতিঃ হেলিন, ইওনা, নাটালি গ্রুবের এবং প্রিসিলা
স্বেচ্ছাসেবক আনুবাদকদের তত্ত্বাবধান করে এবং বিভিন্ন প্রকল্প এবং ডকুমেন্টগুলি যাতে যতগুলি ভাষায় সম্ভব অনুবাদ করা যায় সেজন্য অন্যন্য সমিতির সঙ্গে যোগাযোগ করে।
রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি সমিতি
সভাপতিঃ কারেন হেলেকসন
Transformative Works and Cultures-TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি) একটি আন্তর্জাতিক, সমকক্ষ-পর্যালোচনা (পিয়ার রিভিউ) করা, তাত্ত্বিক, অনলাইনে প্রকাশিত, মিডিয়া স্টাডিস বিষয়ক পত্রিকা যেটি বছরে দুবার প্রকাশিত হয়। রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি সমিতি এই পত্রিকার পরিচালনা করে। এই সমিতির দায়িত্বের মধ্যে পরে TWC-র ওপেন-সোর্স জার্নাল সফটওয়্যার (ওজিএস) দেখাশোনা করা, জমা পরা কর্মগুলি বিচার করা, এবং প্রয়োজন অনুযায়ী লেখক এবং তথ্যের সঙ্গে কাজ করা। এই সমিতি ডকুমেন্টগুলি সমকক্ষ-পর্যালোচনা, পুনর্বিবেচনা, সম্পাদনা, এবং বিন্যাস পরিকল্পনার জন্যে ওজিএস-এর মধ্যে দিয়ে যাওয়ার সময়, পথপ্রদর্শক হিসাবে কাজ করে।
স্বেচ্ছাসেবক ও কর্মী নিয়োগ সমিতি
যুগ্ম-সভাপতিঃ অ্যালিসন ওয়াটসন এবং সিয়ন
সংস্থার সমস্ত সমিতি ও প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবকদের নিয়োগ ও তত্ত্বাবধান করে, স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দরকারি সরঞ্জাম দেয়, এবং তাদের পরিষেবার দেখাশোনা করে। স্বেচ্ছাসেবক ও কর্মী নিয়োগ সমিতি একটি বৃহৎ স্বেচ্ছাসেবক বিষয়ক তথ্যভান্ডার (database) নিয়ন্ত্রন করে, কর্মী নিয়োগ অভিযান পরিচালনা করে, এবং OTW-র বিভিন্ন প্রকল্প আর সমিতির জন্য অভ্যন্তরীণ সম্পর্কস্থাপন উপকরণ (রেফারেন্স মেটিরিয়াল) ও তথ্য তৈরি করে। এই প্রক্রিয়াটি একটি বলিষ্ঠ তথ্য ভান্ডার নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করে, যা অভ্যন্তরীণ স্বচ্ছতা এবং ধারাবাহিকতা বজায় রাখে।
ওয়েবসাইট সমিতি
সভাপতিঃ অ্যালেক্স টিসচার
ওয়েবসাইট সমিতি OTW-র ওয়েবসাইটগুলির নকশা এবং রক্ষণাবেক্ষণ করে। আমাদের পছন্দের CMS হল ওয়ার্ডপ্রেস , এবং আমাদের সবসময়ই যোগ্য ডেভেলপারদের সাহায্য প্রয়োজন।
বর্তমানে, আমাদের দায়িত্বে আছেঃ
- OTW-র এই ওয়েবসাইটটিঃ transformativeworks.org
- নির্বাচনের ওয়েবসাইটঃ elections.transformativeworks.org
- খোলা দরজার ওয়েবসাইটঃ opendoors.transformativeworks.org
আপনি যদি স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত হতে চান, বা যদি ওপরের কোন ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যার অভিযোগ জানাতে চান, তবে ওয়েবসাইট সমিতির সঙ্গে যোগাযোগ করুন।