OTW-র কয়েকজন পরিচালকদের পদত্যাগ

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে অ্যান্টোনিয়াস মেলিস এবং নাটালিয়া গ্রুবের পরিচালক মণ্ডলী থেকে পদত্যাগ করেছেন। অ্যান্টোনিয়াসের পদ-মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হত, এবং তাঁর পদটি এই নির্বাচনের শেষেই পূরণ হবার জন্যে তৈরি আছে। কিন্তু নাটালিয়ার পদের মেয়াদে এখনো দুবছর বাকি ছিল। তাঁর পদটি এই নির্বাচনে অন্যান্য শূন্য পদের সঙ্গে পূরণ হবার জন্য যুক্ত হয়েছে।

এখন পরিচালক মণ্ডলীর শূন্য পদের সংখ্যা ও প্রার্থীদের সংখ্যা সমান হবার কারণে, এবছরের OTW-র পরিচালক মণ্ডলীর নির্বাচন অপ্রতিদ্বন্দ্বীত হবে। তবে, ১১ – ১৪ অগাস্ট নির্বাচন অবশ্যই হবে, এবং OTW-র সদস্যরা ৩জন প্রার্থীকে নির্বাচিত করবেন পূর্ণ – মেয়াদী (৩ বছর) পরিচালক ও ২জন প্রার্থীকে আংশিক – মেয়াদী পরিচালক হিসাবে।

আমরা অ্যান্টোনিয়াস ও নাটালিয়াকে পরিচালক হিসাবে তাদের কর্মের জন্যে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সর্ব ক্ষেত্রে সাফল্যের জন্যে কামনা করি।

সম্পাদনা করে যোগ করা হল: পরিচালক আলেক্স টিসার OTW-র পরিচালক মণ্ডলী থেকে পদত্যাগ করেছেন—২৭ জুলাই থেকে কার্যকর।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Announcement

Comments are closed.