
সারা বছর ধরে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অর্থ বিষয়ক সমিতি তাদের কাজ অব্যাহত রেখে নিশ্চিত করেছে যে সংস্থার সমস্ত টাকার রসিদ (বিল) পরিশোধ করা হয়েছে, কর জমা দেওয়া হয়েছে, এবং হিসাব-রক্ষণ (অ্যাকাউন্টিং) প্রক্রিয়াগুলি পূরণ হয়েছে। অর্থ বিষয়ক সমিতি হিসাব-রক্ষণের প্রক্রিয়াতে কিছু পরিবর্তন এনেছে যাতে OTW -র আর্থিক ক্রিয়াকর্ম আরো ভালোভাবে প্রদর্শন করা যায়। ২০২১ সালের আর্থিক বিবৃতি নিরীক্ষার প্রস্তুতি চলছে!
এছাড়াও, অর্থ বিষয়ক সমিতি ২০২২ বাজেট আপডেটের উপর নিরলসভাবে কাজ করেছে এবং এটি এখানে উপস্থাপন করতে পেরে আনন্দিত হয়েছে (আরো তথ্যের জন্য ২০২২ সালের বাজেট স্প্রেডশীট দেখুন):
২০২২ সালের খরচ
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)
- ৩১শে জুলাই, ২০২২ অবধি মোট মার্কিন$৩,৭৬,১৮৬.৪৪ এর মধ্যে মার্কিন$২,৯০,৬৮৮.২৫ খরচ হয়েছে।
- OTW-র ৬৬.৭% খরচ হয় AO3 রক্ষণাবেক্ষণের জন্য। এর মধ্যে আছে আমাদের সার্ভারের জন্যে বেশিরভাগ খরচ—নতুন কেনা আর চলতে থাকা দুই-ই এবং তাদের রক্ষণাবেক্ষণ—ওয়েব্সাইটের কর্মক্ষমতা পর্যবেক্ষণের সরঞ্জাম, নানাবিধ সিস্টেম-সম্বন্ধীয় লাইসেন্স, এবং নিম্নলিখিত খরচগুলি (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
- এবছরের AO3-র পরিকল্পিত খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে সার্ভার ক্ষমতার পরিমিত বৃদ্ধির জন্যে মার্কিন$ ৪২,০০০.০০, যাতে সারা বছরের প্রত্যাশিত সাইট ট্রাফিক বৃদ্ধি সামলানো যায়, এবং বর্তমানে ব্যবহৃত সরঞ্জাম পরিবর্তন অনুযায়ী পাল্টানো যায়।
ফ্যান্লোর
- ৩১শে জুলাই,২০২২ অবধি মোট মার্কিন$ ১৯,২৭৬.৯০-এর মধ্যে মার্কিন$ ১৪,৫৬৪.৪০ খরচ হয়েছে।
- ফ্যান্লোর-এর খরচের মধ্যে আছে উইকিতে উদ্ধৃতি (সিটেশন) করার জন্যে একটি নতুন উপায়, বরাদ্দ সার্ভার হার্ডওয়্যার, রক্ষণাবেক্ষণ ও বিন্যাসের খরচ (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি)
- ৩১শে জুলাই,২০২১ অবধি মোট মার্কিন$ ২,৩৪৯.০০ এর মধ্যে মার্কিন$ ২৭৫.০০ খরচ হয়েছে।
- TWC-এর খরচগুলো হল তার পত্রিকার (জার্নাল) ওয়েবসাইট হোস্টিং, পত্রিকা প্রকাশনা ও সংরক্ষণের খরচ (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Open Doors (খোলা দরজা)
- ৩১শে জুলাই,২০২১ অবধি মোট মার্কিন$ ৩,৪৫৯.৯৮ এর মধ্যে মার্কিন$ ১,২৩৪.৪২ খরচ হয়েছে।
- খোলা দরজা-র খরচগুলোর মধ্যে আছে ইমপোর্ট করা অনুরাগীকর্ম সংরক্ষণাগারগুলির হোস্টিং, সংরক্ষণ (ব্যাকআপ) ও ডোম্যেন-এর খরচ, সংরক্ষণ করা অনুরাগীকর্মের জন্যে ডাকের খরচ, এবং টিকেটিং সফটওয়্যার (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Legal Advocacy (আইনি সাহায্য)
- ৩১শে জুলাই,২০২২ অবধি মোট মার্কিন$ ৪,০০০.০০ এর মধ্যে মার্কিন$ ০০.০০ খরচ হয়েছে।
- আইনি সাহায্যের খরচের মধ্যে আছে বিভিন্ন কনফারেন্স এবং শুনানির \ জন্যে অর্থব্যয়(ফি) (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Con Outreach (কনভেনশনে অংশগ্রহণ)
- ৩১শে জুলাই,২০২২ অবধি মোট মার্কিন$ ৭৮০.০০ এর মধ্যে মার্কিন$ ০০.০০ খরচ হয়েছে।
- বাজেটে অন্তর্ভুক্ত আছে ওয়ার্ল্ডকন সদস্যপদের খরচ যাতে স্বেচ্ছাসেবকরা চি-কন-এ OTW-কে তুলে ধরতে পারে (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
এফ. কোপ্পার ‘হিস্ট্রি অফ ফ্যানভিডিং (অনুরাগীভিডিওর ইতিহাস) এর জন্য অনুদান
- ৩১শে জুলাই,২০২২ অবধি মোট মার্কিন$ ৬৬০.০০-র মধ্যে মার্কিন$ ৬৬০.০০ খরচ হয়েছে।
- এই অনুদানের অর্থ এসেছে OTW-তে ২০২০ সালে করা একটি দান থেকে, যেটি বিশেষভাবে অভিপ্রেত ছিল ফ্রান্সেস্কা কোপ্পার অনুরাগীভিডিওর ইতিহাসের উপর বই রচনার জন্য অর্থ প্রদান। মিশিগান বিশ্ববিদ্যালয় এই বইটি প্রকাশ করেছে এবং এটি এখন অনলাইনে বিনামূল্যে ও অবাধে পাওয়া যাচ্ছে যেহেতু অনুদানটি সম্পূর্ণভাবে ব্যবহৃত হয়ে গেছে এবং এটির অভীষ্ট উদ্দেশ্য পূরণ হয়েছে, অনুদানটি এখন বন্ধ করা হয়েছে।
- বাকি অর্থ চূড়ান্ত প্রুফ-রিডিং ও বইটির একটি সূচিপত্র তৈরির জন্যে ব্যবহার করা হয়েছে (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Fundraising (অর্থসংগ্রহ)
- ৩১শে জুলাই,২০২২ অবধি মোট মার্কিন$ ৮০,৯৬২.১৫-র মধ্যে মার্কিন$ ৪৮,৭৯৬.১৫ খরচ হয়েছে।
- আমাদের অর্থসংগ্রহের খরচে ধরা আছে প্রতিটি দানের জন্য তৃতীয়-পক্ষ প্রদত্ত অর্থ প্রসেসরের (পেমেন্ট প্রসেসর) নেওয়া লেনদেন-করানোর মূল্য (ট্রানসাকশান ফি), ধন্যবাদজ্ঞাপক উপহার কেনা ও পাঠানো, আর OTW-র সদস্যপদের ডাটাবেস্ ধরে রাখতে ও দাতা এবং সম্ভাব্য দাতাদের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহৃত যন্ত্রের জন্যে (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Administration (প্রশাসন)
- ৩১শে জুলাই,২০২২ অবধি মোট মার্কিন$ ৭৬,১৪৭.৩২-র মধ্যে মার্কিন$ ২৭,৯৮৫.০৪ খরচ হয়েছে।
- OTW-র প্রশাসনিক খরচের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের ওয়েবসাইটে হোস্ট করা, ট্রেডমার্ক, ডোমেন, বিমা, কর দাখিল, বার্ষিক আর্থিক বিবৃতি নিরীক্ষণ, যোগাযোগ, পরিচালন, এনক্রিপ্টেড ডকুমেন্ট স্টোরেজ, এবং হিসেবরক্ষণের সরঞ্জাম (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
২০২২ সালের আয় (রেভেনিউ)
- OTW সম্পূর্ণভাবে আপনার দানের উপর নির্ভরশীল, আপনার ঔদার্যের জন্য ধন্যবাদ!
- প্রতি বছর আমরা এপ্রিল ও অক্টোবরের অর্থসংগ্রহ অভিযান থেকে আমাদের বেশিরভাগ দান গ্রহণ করি, যা একসাথে ২০২২ সালে আমাদের মোট আয়ের ৫৫%র মত হবে। আমরা নিয়োগকর্তাদের সম-মূল্যদান প্রকল্প, রয়্যালটি, অ্যামাজন স্মাইল, এবং পেপ্যাল গিভিং ফান্ড, যা হাম্বেল বান্ডেল এবং ইবে ফর চ্যারিটি-র মতো প্রকল্পের থেকে দান বিতরণ করে, এগুলোর থেকেও দান গ্রহণ করি। আপনি ওই ওয়েবসাইটগুলি থেকে কেনাকাটা করার সময় আমাদের সাহায্য করতে চাইলে, দয়া করে আপনার পছন্দের দাতব্য সংস্থা হিসেবে “Organization for Transformative Works”-কে বাছুন!
- এখন পর্যন্ত মোট মার্কিন$ ৫১২,৩৫৮.৯০ (৩১ জুলাই,২০২২ অবধি) আর বছর শেষ হওয়ার সময়ের মধ্যে মার্কিন$ ৬০০,১১৮.৫১ প্রাপ্ত হবে অনুমান করা হয়েছে।
প্রশ্ন আছে?
আপনার যদি বাজেট্ বা OTW-র আর্থিক বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে অর্থ বিষয়ক সমিতির সঙ্গে যোগাযোগ করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমরা একটি প্রকাশ্য চ্যাটের ব্যবস্থাও করব। এই চ্যাটটা অবশ্য সম্পূর্ণভাবে ইংরাজিতে হবে। এই সংবাদ প্রকাশনাটির ইংরেজি সংস্করণে চ্যাটটা কখন হবে এবং কিভাবে তাতে যোগদান করা যাবে, সেই সম্বন্ধে আরো তথ্য আছে।
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।