
পুরো ২০১৯ ধরে OTW’র (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) অর্থ বিষয়ক সমিতি পরিশ্রম করেছে যাতে সংস্থার সমস্ত বিল পরিশোধ করা হয়ে, খাজনা জমা দেওয়া হয়ে, এবং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং পদ্ধতি পূরণ করা হয়ে। এখন ২০১৯ সালের আর্থিক বিবৃতি এবং নিরীক্ষণের প্রস্তুতি চলছে!
ইতিমধ্যে সমিতি ২০২০তে OTW’র দরকারী চাহিদা পূরণ করার জন্য নিরলসভাবে কাজ করছে এবং এই বছরের বাজেটটি আপনার কাছে উপস্থাপন করতে পেরে গর্বিত:(আরো খুঁটিনাটি তথ্যের জন্যে বাজেট্ স্প্রেড্শীট্ ডাউন্লোড্ করুন)
২০২০-র খরচ
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)
- এ বছর, ২৯শে ফেব্রুয়ারি,২০২০ অবধি মোট মার্কিন$৫,০৩,৪১৪.১৫ এর মধ্যে মার্কিন$ ১১,৩২৬.৯১ খরচ হয়েছে।
- OTW’র ৭৯.৭% খরচ AO3 রক্ষণাবেক্ষণে হয়। এর মধ্যে ধরা আছে আমাদের সার্ভারের জন্যে খরচের বেশিরভাগটা- নতুন কেনা আর চলতে থাকা বিন্যাস ও রক্ষণাবেক্ষণ দুই-ই – ওয়েব্সাইটের কর্মক্ষমতা পর্যবেক্ষণের সরঞ্জাম আর নানাবিধ সিস্টেম-সম্বন্ধীয় লাইসেন্স, এবং নিম্নলিখিত খরচে (প্রকল্পের সব খরচ দেখুন)।
- এই বছর AO3’র খরচের মধ্যে অন্তর্ভুক্ত ঠিকাদারের জন্য মার্কিন$১,০০,০০০.০০, যাতে AO3’র অনুসন্ধান সিস্টেম ইল্যস্টিকসর্চে সরানো যায়, আর রেলস ৬-তে আপগ্রেড করা যায়।
- উপরন্তু, AO3’র খরচে সম্ভবত অন্তর্ভুক্ত পরিকল্পিত একটি গুরুত্বপূর্ণ সার্ভার আপগ্রেড আর সম্প্রসারণ, যার খরচ আনুমানিক মার্কিন$২,৫৫,০০০। নতুন ডাটাবেস সার্ভারগুলি সংযোগের সমস্যাগুলি কমিয়ে AO3’র ক্ষমতা বাড়াবে ব্যবহারকারীদের পৃষ্ঠা এবং অনুসন্ধানের ফলাফল দেখাতে। পুরানো সার্ভারগুলি নতুন সার্ভারগুলির স্টোরেজ হিসাবে পুনঃব্যবহার করা হবে। বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে এই ক্রিয়াকলাপটি পরবর্তী বছর পর্যন্ত স্থগিত হতে পারে, বছর শেষের দিকে আপডেটেড নতুন বাজেট প্রকাশ হওয়ার সময় আরো তথ্য পাবেন।
- অন্যান্য ভেবে রাখা খরচের মধ্যে AO3’র এবং OTWর অন্যান্য প্রকল্পে কিছু কাজ করার জন্য একটি সিস্টেমস্ ঠিকাদারকে দেওয়ার মার্কিন$৩৩,০০০.০০ অন্তর্ভুক্ত।
ফ্যান্লোর
- ২৯শে ফেব্রুয়ারি, ২০২০ অবধি, এ বছর মোট মার্কিন$৭,০১৮.২৮ এর মধ্যে মার্কিন$৫৩৩.৮৩ খরচ হয়েছে।
- ফ্যান্লোর-এর খরচের বেশিরভাগটাই বরাদ্দ সার্ভার কেনা, রক্ষণাবেক্ষণ ও বিন্যাসে, যার সাথেই যুক্ত ফ্যান্লোরের ওয়েব ডোমেন নবীকরণ(প্রকল্পের সব খরচ দেখুন)।
Transformative Works and Cultures – TWC (রুপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি)
- এ বছর , ২৯শে ফেব্রুয়ারি, ২০২০ অবধি, মোট মার্কিন$১,৮৩১.০০-র মধ্যে মার্কিন$৩৩১.০০ খরচ হয়েছে।
- TWC এর খরচগুলো হল ওটার সার্ভারের জন্য বরাদ্দ খরচ এবং পত্রিকা প্রকাশ ও সংরক্ষণের খরচ (প্রকল্পের সব খরচ দেখুন)।
Open Doors (খোলা দরজা)
- এ বছর, ২৯শে ফেব্রুয়ারি, ২০২০ অবধি, মোট মার্কিন$৮৭১.৮৩’র মধ্যে মার্কিন$১৩৯.৬৬ খরচ হয়েছে।
- খোলা দরজা’র এ বছরের খরচগুলো হল আমদানি করা সংরক্ষণাগারগুলোর আধার হওয়ার(হোস্টিং), সংরক্ষণ করার (ব্যাকআপ) ও ডোম্যেন-এর খরচ (প্রকল্পের সব খরচ দেখুন)।
Legal Advocacy (আইনি সাহায্য)
- এ বছর, ২৯শে ফেব্রুয়ারি, ২০২০ অবধি, মোট মার্কিন$৫০০০’র মধ্যে মার্কিন$০ খরচ হয়েছে।
- আইনি সাহায্যের খরচ হয়েছে সম্মেলনে এবং শুনানিতে যাওয়ার জন্য যাত্রা করতে এবং মামলা চালাতে (প্রকল্পের সব খরচ দেখুন)।
সম্মেলনে প্রচার
- এ বছর, ২৯শে ফেব্রুয়ারি, ২০২০ অবধি, মোট মার্কিন$৫০০’র মধ্যে মার্কিন$০ খরচ হয়েছে।
- বাজেটে রাখা খরচের মধ্যে বিজ্ঞাপনের হ্যান্ডবিল ছাপার জন্য মার্কিন$১০০.০০ এবং OTW’র তরফে সম্মেলনে প্রচারের অন্যন্য কাজকর্মের জন্য মার্কিন$৪০০.০০ অন্তর্ভুক্ত (সম্মেলনে প্রচারের সব খরচ দেখুন)।
অর্থসংগ্রহ
- এ বছর, ২৯শে ফেব্রুয়ারি, ২০২০ অবধি, মোট মার্কিন$৫৯,১৮৭.১৮’র মধ্যে মার্কিন$২,৮৯১.২৮ খরচ হয়েছে।
- আমাদের অর্থসংগ্রহের খরচে ধরা আছে প্রতিটি দানের জন্য তৃতীয়-পক্ষ প্রদত্ত-অর্থ প্রসেসর্ দ্বারা নেওয়া লেনদেনের মূল্য; ধন্যবাদজ্ঞাপক উপহার কেনা ও পাঠানো; আর OTW’র সদস্যপদের ডাটাবেস্ ধরে রাখতে ও দাতা এবং সম্ভাব্য দাতাদের সাথে যোগাযোগ অনুসরণ করতে ব্যবহৃত যন্ত্র (অর্থসংগ্রহ-এর সব খরচ দেখুন)।
প্রশাসন
- এ বছর, ২৯শে ফেব্রুয়ারি, ২০২০ অবধি, মোট মার্কিন$৫৩,৬৫৭.২৫’র মধ্যে মার্কিন$৬,৭৭৭.৮৭ খরচ হয়েছে।
- OTW’র প্রশাসনিক খরচের মধ্যে ধরা আছে আমাদের ওয়েবসাইটের আধার হওয়া, ট্রেডমার্ক, ডোমেন, বিমা, কর দাখিল, বার্ষিক আর্থিক বিবরণী নিরীক্ষণ, ও তার সঙ্গেই যোগাযোগ, প্রকল্প সামলানো এবং হিসেবরক্ষণের যন্ত্র (সব প্রশাসনিক খরচ দেখুন)।
২০২০’র আয়
- OTW সম্পূর্ণভাবে আপনার দানের উপর নির্ভরশীল—আপনার ঔদার্যের জন্য আপনাকে ধন্যবাদ!
- প্রতি বছর আমরা এপ্রিল ও অক্টোবারের অর্থসংগ্রহ অভিযান থেকে আমাদের বেশিরভাগ দান গ্রহণ করি, যা একসাথে আমাদের ২০২০’র মোট আয়ের ৫৮%র মত হওয়া উচিত। আমরা কর্মদাতাদের সম-মূল্যদান প্রকল্প, অ্যামাজন স্মাইল এবং পেপ্যাল গিভিং ফান্ড, যা হাম্বেল বান্ডেল এবং ইবে ফর চ্যারিটি-এর মতো প্রকল্পের থেকে দান বিতরণ করে, এগুলোর থেকেও দান গ্রহণ করি। আপনি ওই ওয়েবসাইটগুলি থেকে কেনাকাটা করার সময় আমাদের সহায়তা করতে চাইলে, দয়া করে আপনার পছন্দের দাতব্য হিসেবে “Organization for Transformative Works”কে বাছুন!
- আপনাদের বিগত কয়েক বছরের দাক্ষিণ্যের জন্য আমাদের কাছে বেশ ভালো একটা মূল্য ভবিষ্যতের কোনো অসময়ের জন্য জমিয়ে রাখা আছে। এটার কল্যাণে আমরা আপনাদের দানের পরিপূরক হওয়ার জন্য বিকল্প আয়ের উৎসসন্ধান করতেই পারি। অর্থ বিভাগ OTW’র মতো একটা ছোট অলাভজনক সংস্থার জন্য একটা সঠিক বিনিয়োগের উপায় খোঁজার কাজে এগোতে পেরেছে। ২০২০ সালের শেষের মধ্যে একটা কম ঝুঁকির, রক্ষণশীল বিনিয়োগ পোর্টফলিও তৈরি করে ফেলা আমাদের লক্ষ্য।
- যে বছর আমরা সাধারণের থেকে বড় ক্রয়ের পরিকল্পনা করছি, এই সংরক্ষিত অর্থ আমাদের অবলম্বন। পূর্বে উল্লিখিত, আমাদের AO3র সার্ভারগুলির আপগ্রেড করার পরিকল্পনা রয়েছে, যা এই বছরের জন্য আমাদের ব্যয়কে অনেকটাই বৃদ্ধি করবে। এই বাজেটের কিছু পূর্বাভাসিত ব্যয় বিভিন্ন বাধার কারণে বছরের শেষের আগে নাও হতে পারে। এর জন্য, যদিও প্রত্যাশিত সমস্ত ব্যয় বাজেটের স্প্রেডশীটে বর্ণিত হয়েছে, তবুও কম সম্ভাব্য ব্যয়ের জন্য আমাদের জমানো টাকা থেকে মার্কিন$১,১১,০০০.০০ প্রত্যাহার করতে হবে অনুমান করছি। এই অধিক পরিমাণ অর্থ দরকারের সময় রিসার্ভ থেকে তোলা যেতে পারে। ২০২০ সালে কোন কোন ব্যয় হবে তা সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য থাকবে অক্টোবরে প্রকাশিত বাজেট আপডেটে।
- এখনো অবধি (২৯শে ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত) মার্কিন$৪৯,০৭৯.৭১ এবং মার্কিন$৫,২০,৯০০.০০ অভিক্ষিপ্ত এই বছরের শেষ পর্যন্ত।
প্রশ্ন আছে?
যদি আপনার বাজেট্ বা OTW’র আর্থিক অবস্থা নিয়ে কোনো প্রশ্ন থাকে, দয়া করে অর্থ সমিতির সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনার কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য একটা প্রকাশ্য চ্যাটেরও ব্যবস্থা করব। এই চ্যাটটা অবশ্য সম্পূর্ণটাই ইংরাজিতে হবে। এই সংবাদ প্রকাশনাটার ইংরাজী সংস্করণে ওটা কখন হবে এবং কিভাবে চ্যাটটায় অংশগ্রহণ করা যাবে সে সম্বন্ধে আরো তথ্য আছে।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।