২০২০ সালে OTW’র (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) অর্থ বিষয়ক সমিতি সঠিকতা ও পরিপুরনতার জন্য সংস্থার হিসেবপত্র খতিয়ে দেখা চালিয়ে যাচ্ছে। বিল পরিশোধ করা, ২০১৯ এর হিসেবনিকেশের অডিট শেষ করা, এবং নিশ্চিতভাবে স্ট্যান্ডারড একাউন্টিং প্রক্রিয়া পূরণ করা ছিল অতিরিক্ত কাজ।
ইতিমধ্যে সমিতি ২০২০ সালের বাজেটের আপডেটের ওপর নিরলসভাবে কাজ করেছে এবং এই আপনার কাছে, এখানে উপস্থাপন করতে পেরে গর্বিত:(আরো খুঁটিনাটি তথ্যের জন্যে বাজেট্ স্প্রেড্শীট্ ডাউন্লোড্ করুন)
২০২০-র খরচ
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)
- এ বছর, ২৯শে ফেব্রুয়ারি,২০২০ অবধি মোট মার্কিন$৩৮৩,৩২৭.০০এর মধ্যে মার্কিন$ ৭৬,৭০৩.৪৬ খরচ হয়েছে।
- OTW’র ৬৮.২% খরচ AO3 রক্ষণাবেক্ষণে হয়। এর মধ্যে ধরা আছে আমাদের সার্ভারের জন্যে খরচের বেশিরভাগটা- নতুন কেনা আর চলতে থাকা বিন্যাস ও রক্ষণাবেক্ষণ দুই-ই – ওয়েব্সাইটের কর্মক্ষমতা পর্যবেক্ষণের সরঞ্জাম আর নানাবিধ সিস্টেম-সম্বন্ধীয় লাইসেন্স, এবং নিম্নলিখিত খরচে (প্রকল্পের সব খরচ দেখুন)।
- এই বছর নৈপথ্যে AO3‘র স্বেচ্ছাসেবকদের কাজ আরো কার্যকারী করার জন্য প্রশাসনিক দ্বায়িত্ব আলাদা করতে ঠিকাদারের উপর মার্কিন$১৮,০০০ খরচ হয়েছে। বাজেটে রাখা AO3’র অন্যান্য খরচের মধ্যে অন্তর্ভুক্ত ঠিকাদারের জন্য আরো মার্কিন$১,০০,০০০.০০, যাতে AO3’র অনুসন্ধান সিস্টেম ইল্যস্টিকসর্চে সরানো যায়, আর রেলস ৬-তে আপগ্রেড করা যায়।
- বছরের পরের দিকে তৃতীয় সার্ভার র্যাক লাগানোর পরিকল্পনাও করা আছে। এটা AO3 (এবং OTW‘র অন্যন্য ওয়েবসাইট) এর ক্ষমতা আরো বাড়াবে এবং সার্ভার ফেল করায় ক্ষতি কমাবে। এই র্যাকটা লাগাতে মোটামোটি মার্কিন$৮,০০০.০০ খরচ হবে, এবং এটা আমাদের সার্ভার রক্ষণাবেক্ষণের মাসিক খরচা মার্কিন$২,২০০.০০ বাড়াবে।
- অন্যান্য ভেবে রাখা খরচের মধ্যে AO3’র এবং OTWর অন্যান্য প্রকল্পে কিছু কাজ করার জন্য একটি সিস্টেমস্ ঠিকাদারকে দেওয়ার মার্কিন$৩৩,০০০.০০ অন্তর্ভুক্ত।
এরই সাথে, AO3’র খরচের মধ্যে সামনের দিকের কাজের জন্য সার্ভার, ডেটাবেসের জন্য সার্ভার, আর ভারচুয়াল মেশিন সার্ভারের জন্য আরো মোটামোটি মার্কিন$১৪৭,০০০.০০ ধরা আছে। নতুন ডেটাবেস সার্ভারগুলো আমাদের পরিকাঠামোর AO3’র জন্য কর্ম ধরে রাখার ক্ষমতা বাড়াবে। ব্যবহারকারীদের কাছে পৌঁছনো পাতার সংখ্যাও এতে বাড়বে। পুরনো সার্ভারগুলোকে অ্যাপ্লিকেশন সার্ভার, যেটা ওয়েবসাইটের পাতা তৈরি করে, হিসেবে পুনঃব্যবহার করা হবে।
ফ্যান্লোর
- ৩১শে জুলাই, ২০২০ অবধি, এ বছর মোট মার্কিন$১৩,৬৫৯.৫৭ এর মধ্যে মার্কিন$২,৫২৭.৯৭ খরচ হয়েছে।
- ফ্যান্লোর-এর খরচের বেশিরভাগটাই বরাদ্দ সার্ভার কেনা, রক্ষণাবেক্ষণ ও বিন্যাসে, যার সাথেই যুক্ত ফ্যান্লোরের ওয়েব ডোমেন নবীকরণ(প্রকল্পের সব খরচ দেখুন)।
Transformative Works and Cultures – TWC (রুপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি)
- এ বছর , ৩১শে জুলাই, ২০২০ অবধি, মোট মার্কিন$১,৮৩১.০০-র মধ্যে মার্কিন$৩৩১.০০ খরচ হয়েছে।
- TWC এর খরচগুলো হল ওটার সার্ভারের জন্য বরাদ্দ খরচ এবং পত্রিকা প্রকাশ ও সংরক্ষণের খরচ (প্রকল্পের সব খরচ দেখুন)।
Open Doors (খোলা দরজা)
- এ বছর, ৩১শে জুলাই, ২০২০ অবধি, মোট মার্কিন$৯২৭.৭৮’র মধ্যে মার্কিন$৩৬৪.০১ খরচ হয়েছে।
- খোলা দরজা’র এ বছরের খরচগুলো হল আমদানি করা সংরক্ষণাগারগুলোর আধার হওয়ার(হোস্টিং), সংরক্ষণ করার (ব্যাকআপ) ও ডোম্যেন-এর খরচ (প্রকল্পের সব খরচ দেখুন)।
Legal Advocacy (আইনি সাহায্য)
- এ বছর, ৩১শে জুলাই, ২০২০ অবধি, মোট মার্কিন$২,৫০০’র মধ্যে মার্কিন$০ খরচ হয়েছে।
- আইনি সাহায্যের খরচ হয়েছে মামলা দাখিল করার সম্মানী(ফি) (প্রকল্পের সব খরচ দেখুন)।
সম্মেলনে প্রচার
- এ বছর, ৩১শে জুলাই, ২০২০ অবধি, মোট মার্কিন$৫০০’র মধ্যে মার্কিন$০ খরচ হয়েছে।
- বাজেটে রাখা খরচের মধ্যে বিজ্ঞাপনের হ্যান্ডবিল ছাপার জন্য মার্কিন$১০০.০০ এবং OTW’র তরফে সম্মেলনে প্রচারের অন্যন্য কাজকর্মের জন্য মার্কিন$৪০০.০০ অন্তর্ভুক্ত (সম্মেলনে প্রচারের সব খরচ দেখুন)।
অর্থসংগ্রহ
- এ বছর, ৩১শে জুলাই, ২০২০ অবধি, মোট মার্কিন$১,০৭,২৪৮.২০’র মধ্যে মার্কিন$৪৪,৭৭১.৯২ খরচ হয়েছে।
- আমাদের অর্থসংগ্রহের খরচে ধরা আছে প্রতিটি দানের জন্য তৃতীয়-পক্ষ প্রদত্ত-অর্থ প্রসেসর্ দ্বারা নেওয়া লেনদেনের মূল্য; ধন্যবাদজ্ঞাপক উপহার কেনা ও পাঠানো; আর OTW’র সদস্যপদের ডাটাবেস্ ধরে রাখতে ও দাতা এবং বর্তমান এবং সম্ভাব্য দাতাদের সাথে যোগাযোগ অনুসরণ করতে ব্যবহৃত যন্ত্র (অর্থসংগ্রহ-এর সব খরচ দেখুন)।
প্রশাসন
- এ বছর, ২৯শে ফেব্রুয়ারি, ২০২০ অবধি, মোট মার্কিন$৫২,৪০৪.১৪’র মধ্যে মার্কিন$১০,৪৭৫.৩৬ খরচ হয়েছে।
- OTW’র প্রশাসনিক খরচের মধ্যে ধরা আছে আমাদের ওয়েবসাইটের আধার হওয়া, ট্রেডমার্ক, ডোমেন, বিমা, কর দাখিল, বার্ষিক আর্থিক বিবরণী নিরীক্ষণ, ও তার সঙ্গেই যোগাযোগ, প্রকল্প সামলানো এবং হিসেবরক্ষণের যন্ত্র (সব প্রশাসনিক খরচ দেখুন)।
২০২০’র আয়
- OTW সম্পূর্ণভাবে আপনার দানের উপর নির্ভরশীল—আপনার ঔদার্যের জন্য আপনাকে ধন্যবাদ!
- প্রতি বছর আমরা এপ্রিল ও অক্টোবারের অর্থসংগ্রহ অভিযান থেকে আমাদের বেশিরভাগ দান গ্রহণ করি, যা একসাথে আমাদের ২০২০’র মোট আয়ের ৭১%র মত হওয়া উচিত। আমরা কর্মদাতাদের সম-মূল্যদান প্রকল্প, রয়্যালটি, অ্যামাজন স্মাইল, এবং পেপ্যাল গিভিং ফান্ড, যা হাম্বেল বান্ডেল এবং ইবে ফর চ্যারিটি-এর মতো প্রকল্পের থেকে দান বিতরণ করে, থেকেও দান গ্রহণ করি। আপনি ওই ওয়েবসাইটগুলি থেকে কেনাকাটা করার সময় আমাদের সহায়তা করতে চাইলে, দয়া করে আপনার পছন্দের দাতব্য হিসেবে “Organization for Transformative Works”কে বাছুন!
- বিগত বেশ কয়েকটা অভিযানে আপনাদের দাক্ষিণ্যের জন্য, আমরা আরো অতিরিক্ত মার্কিন$১,৫০,০০০ আমাদের ভবিষ্যত সঞ্চয়ে কোনো অসময়ের জন্য জমিয়ে রাখছি। এটার কল্যাণে আমরা আপনাদের দানের পরিপূরক হওয়ার জন্য বিকল্প আয়ের উৎসসন্ধান করছি। আমরা OTW’র মতো একটা ছোট অলাভজনক সংস্থার জন্য একটা সঠিক বিনিয়োগের উপায় এবং বিনিয়োগ বিশেষজ্ঞ খোঁজার কাজে এগোতে পেরেছে। ২০২১ সালের শেষের মধ্যে একটা কম ঝুঁকির, রক্ষণশীল বিনিয়োগ পোর্টফলিও তৈরি করে ফেলা আমাদের লক্ষ্য।
- বিশেষত এপ্রিল ২০২০’র অভিযানে আপনাদের বদান্যতা কে বড় মাপের প্রকল্পের আর্থিক সম্ভাবনা নিয়ে ভাবার মত অবস্থায় এনে দিয়েছে। আইনি এবং ব্যবহারিক রসদ জোগাড় করার পর এগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি।
- আমরা আমাদের মার্কিন$৫,১৬১.৬২ মূল্যের প্রথম উদ্দিষ্ট দান HP Education Fanon, Inc(এইচ পি এডুকেশন ফ্যানন, আইএনসি).থেকে পেয়েছি। এটা অন্য একটা অলাভজনক সংস্থা যেটা পড়ার লাভ সম্বন্ধে প্রচারে ব্রতী ছিল, কিন্তু দুঃখজনকভাবে ২০১৮ সালে বন্ধ হয়ে যায়। এই দানটা ভক্ত চলচিত্র তৈরির ইতিহাসের ওপর ফ্র্যান্সেসকা কপ্পা’র বইটার উদ্দেশ্যে খরচ হবে। বইটা বর্তমানে ইউনিভারসিটা অফ মিশিগ্যান প্রেসের জন্য তৈরি হচ্ছে। টাকাটা ইউনিভারসিটি অফ মিশিগ্যানকে বইটাতে নাম নেওয়া ভক্ত চলচিত্রগুলোকে হোস্ট করার জন্য দেওয়া হবে। তার সাথেই বইটাকে বিনামূল্যে সকলকে পড়তে ও ব্যবহার করতে দিতেও সাহায্য করবে।
- এখনো অবধি (৩১শে জুলাই, ২০২০ পর্যন্ত) মার্কিন$৬৬৫,৯৭৫.০৯ এবং মার্কিন$৭,৫৪,৩৬২.৬২ মোট অভিক্ষিপ্ত এই বছরের শেষ পর্যন্ত।
প্রশ্ন আছে?
যদি আপনার বাজেট্ বা OTW’র আর্থিক অবস্থা নিয়ে কোনো প্রশ্ন থাকে, দয়া করে অর্থ সমিতির সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনার কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য একটা প্রকাশ্য চ্যাটেরও ব্যবস্থা করব। এই চ্যাটটা অবশ্য সম্পূর্ণটাই ইংরাজিতে হবে। এই সংবাদ প্রকাশনাটার ইংরাজী সংস্করণে ওটা কখন হবে এবং কিভাবে চ্যাটটায় অংশগ্রহণ করা যাবে সে সম্বন্ধে আরো তথ্য আছে।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।