OTW অর্থ বিভাগ: ২০১৭’র বাজেট আপডেট

এই বছরের শুরুতে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) তার ২০১৭’র বাজেট প্রকাশ করে। ডিসেম্বর যেহেতু এগিয়ে আসছে, আমরা আপনাকে বাকি বছরটার জন্য আমাদের অর্থনৈতিক চেহারা, এবং কয়েক মাস আগের থেকে আমাদের পরিকল্পনা কিভাবে এগিয়েছে বা বদলেছে সে সম্বন্ধে একটি আপডেট দিতে চাই।

আমাদের অর্থ বিভাগ এই মুহূর্তে OTW’র ফাইনান্সিয়াল স্টেট্মেন্টের প্রথম অডিটের জন্য তৈরী হচ্ছে, যেটা, আমরা আশা করি, আরো এগিয়ে একটা নিয়মিত বার্ষিক প্রক্রিয়া হয়ে যাবে। আমাদের সংস্থার আয়তন এবং আমাদের দাতাদের দাক্ষিণ্যের জন্য, আমাদের হিসেবরক্ষণ এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যতটা সম্ভব কার্যকর এবং পুঙ্খানুপুঙ্খ এটা নিশ্চিত করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব নেওয়ার জন্য দরকারি স্থিতি এবং আয় থাকার জন্য আমরা কৃতজ্ঞ। এটা সম্ভবপর করে তোলার জন্য আমাদের দাতাদের ধন্যবাদ!

২০১৭-র খরচ

প্রকল্প অনুযায়ী খরচ: AO3: ৭২.২%। খোলা দরজা:০.৫%। TWC(রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি): ১.১%। ফ্যান্‌লোর: ১.৮%। আইনি সাহায্য: ০.৫%।  সম্মেলনে প্রচার:০.৭%। প্রশাসন: ১৪.৫%। অর্থসংগ্রহ: ৮.৭%।

AO3

মার্কিন$৮৯,২০৭.৪৪ খরচ হয়েছে; মার্কিন$১,৩৪,৮৩৮.৩৫ হাতে রয়েছে

  • এ বছর, ৩১শে আগস্ট, ২০১৭ অবধি মোট মার্কিন $২,২৪,০৪৫.৭৯ এর মধ্যে মার্কিন $৮৯,২০৭.৪৪ খরচ হয়েছে।
  • স্বাভাবিক ভাবেই, OTW’র খরচের সিংহভাগটাই—অভিক্ষিপ্ত এই বছরের মোটের ৭২%—Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) রক্ষণাবেক্ষণ করতে খরচ হয়। এতে আমাদের সার্ভারের খরচের বেশিরভাগটাই অন্তর্ভুক্ত—নতুন কেনা এবং চলতে থাকা সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ দুটোই—তার সঙ্গেই ঠিকাদারি কাজ, ওয়েবসাইটের কর্মক্ষমতা পর্যবেক্ষণ যন্ত্রসমূহ, নানাবিধ সিস্টেম-সম্পর্কিত লাইসেন্স এবং প্রশিক্ষণ (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।
  • আমরা AO3‘র পরিকাঠামোগত উন্নতির জন্য কোডিং ঠিকাদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, আর এই গোটা বছরটায় সেখানে প্রচুর অগ্রগতি হয়েছে, যেমন আমাদের অতি-প্রয়োজনীয় রেলস্‌ আপগ্রেড! আমাদের সবচেয়ে সাম্প্রতিক স্থাপনের উপর তথ্যের জন্য AO3’র সাম্প্রতিক মুক্তি মন্তব্য দেখুন।

ফ্যান্‌লোর

মার্কিন$১,৩৮৯.০৩ খরচ হয়েছে; মার্কিন$৪,২৯৯.৮৩ হাতে রয়েছে

  • ৩১শে আগস্ট, ২০১৭ অবধি, এ বছর মোট মার্কিন $৫,৬৮৮.৮৫-এর মধ্যে মার্কিন $১,৩৮৯.০৩ খরচ হয়েছে।
  • ফ্যান্‌লোর-এর খরচের বেশিরভাগটাই বরাদ্দ সার্ভার কেনা, রক্ষণাবেক্ষণ ও সংস্থাপনে, যার সাথেই যুক্ত সম্বন্ধিত লাইসেন্স আর ফ্যান্‌লোর ওয়েব ডোমেন (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।

Transformative Works and Cultures– TWC (রুপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি)

মার্কিন$৮১৯.৮১ খরচ হয়েছে; মার্কিন$২,৫৭৯.৯৩ হাতে রয়েছে

  • এ বছর, ৩১শে আগস্ট, ২০১৭ অবধি, মোট মার্কিন$৩,৩৯৯.৭৪ -র মধ্যে মার্কিন$৮১৯.৮১ খরচ হয়েছে।
  • TWC’র খরচগুলো হল ওটার সার্ভারের জন্য বরাদ্দ খরচ এবং পত্রিকা প্রকাশ ও সংরক্ষণের খরচ (প্রকল্পের সব খরচ দেখুন।.

Open Doors (খোলা দরজা)

মার্কিন$৪০২.২৫ খরচ হয়েছে; মার্কিন$১,২৮৩.৫২ হাতে রয়েছে

  • এ বছর, ৩১শে আগস্ট, ২০১৭ অবধি, মোট US$১,৬৮৫.৭৮’র মধ্যে মার্কিন$৪০২.২৫ খরচ হয়েছে।
  • খোলা দরজা’র এ বছরের খরচগুলো হল আমদানি করা সংরক্ষণাগারগুলোর আধার হওয়ার(হোস্টিং), সংরক্ষণ করার (ব্যাকআপ) ও ডোম্যেন-এর খরচ (প্রকল্পের সব খরচ দেখুন)।

Legal Advocacy (আইনি সাহায্য)

মার্কিন$০ খরচ হয়েছে; মার্কিন$১,৫০০.০০ হাতে রয়েছে

সম্মেলনে প্রচার

মার্কিন$৭১৩.৫০ খরচ হয়েছে; মার্কিন$১৩০০.০০ হাতে রয়েছে

অর্থসংগ্রহ

মার্কিন$১২,৬৬৯.৯৪ খরচ হয়েছে; মার্কিন$১৪,৪২০.০০ হাতে রয়েছে

  • এ বছর, ৩১শে আগস্ট, ২০১৭ অবধি, মোট US$২৭,০৮৯.৯৪’র মধ্যে মার্কিন$১২,৬৬৯.৯৪ খরচ হয়েছে।
  • আমাদের অর্থসংগ্রহের খরচে ধরা আছে প্রতিটি দানের জন্য তৃতীয়-পক্ষ প্রদত্ত অর্থ প্রসেসর্‌ দ্বারা নেওয়া লেনদেনের মূল্য; ধন্যবাদজ্ঞাপক উপহার কেনা ও পাঠানো; আর OTW’র সদস্যপদের ডাটাবেস্‌ ধরে রাখতে ও দাতা এবং সম্ভাব্য দাতাদের সাথে যোগাযোগ অনুসরণ করতে ব্যবহৃত যন্ত্র (অর্থসংগ্রহ-এর সব খরচ দেখুন)।

প্রশাসন

মার্কিন$১০,৮৯৩.৯৮ খরচ হয়েছে; মার্কিন$৩৩,৯৮১.০০ হাতে রয়েছে

  • এ বছর, ৩১শে আগস্ট, ২০১৭ অবধি, মোট US$৪৪,৮৭৪.৯৮’র মধ্যে মার্কিন$১০,৮৯৩.৯৮ খরচ হয়েছে।
  • OTW’র প্রশাসনিক খরচের মধ্যে ধরা আছে আমাদের ওয়েবসাইটের আধার হওয়া , ট্রেডমার্কগুলো, ডোমেনগুলো, বিমা, কর দাখিল, ও তার সঙ্গেই প্রকল্প সামলানো, যোগাযোগ এবং হিসেবরক্ষণের যন্ত্র (সব প্রশাসনিক খরচ দেখুন)।

২০১৭’র আয়

OTW’র আয়: এপ্রিলের অভিযান থেকে দান: ৪৫.৬%। অক্টোবারের অভিযান থেকে দান: ৩৫.৮%। অভিযান-ব্যাতীত দান: ১৭.১%। সম-মূল্যদান প্রকল্প থেকে দান: ১.৫%।

  • OTW সম্পূর্ণভাবে আপনার দানেরউপর নির্ভরশীল—আপনার ঔদার্যের জন্য আপনাকে ধন্যবাদ!
  • প্রতি বছর আমরা এপ্রিল ও অক্টোবারের অর্থসংগ্রহ অভিযান থেকে আমাদের বেশিরভাগ দান গ্রহণ করি, যা একসাথে আমাদের ২০১৭’র মোট আয়ের ৮১%-র মত হওয়া উচিত। আমরা কর্মদাতাদের সম-মূল্যদান প্রকল্প ও অ্যামাজন স্মাইল প্রকল্প থেকেও দান গ্রহণ করি।
  • OTW’র অর্থ বিভাগ OTW’র বর্তমান মজুদ বিনিয়োগ করার জন্য কোনো টেকসই প্রকল্প খুঁজছে; আমাদের পুর্বাভাসিত আয় এ বছরের ব্যয়ের জন্য যথেষ্ট হওয়া উচিত মজুদ অর্থ থেকে কোনো জরুরিকালীন প্রত্যাহারের প্রয়োজন ছাড়াই।
  • এখনো অবধি(৩১শে আগস্ট, ২০১৭ পর্যন্ত) মার্কিন$১,৯১,০১৪.১১ এবং মার্কিন$৩,২১,৫৩১.৬২ অভিক্ষিপ্ত এই বছরের শেষ পর্যন্ত।

মার্কিন$১,৯১,০১৪.১১ দান করা হয়েছে; মার্কিন$১,৩০,৫১৭.৫১ হাতে রয়েছে

প্রশ্ন আছে?

যদি আপনার বাজেট বা OTW’র আর্থিক অবস্থা নিয়ে কোনো প্রশ্ন থাকে, দয়া করে অর্থ সমিতির সঙ্গে যোগাযোগ করুন। আপনার মনে জাগা যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা একটি প্রকাশ্য(ওপেন) চ্যাটের(ইংরাজিতে) আয়োজন করবো। এই চ্যাটটা আমাদের সর্বজনীন চ্যাট-কক্ষে ১৫ই অক্টোবর বিকেল ৭টা থেকে ৯টা ইউ.টি.সি (আমার টাইমজোনে সেটা কোন সময়?) আয়োজিত হবে।

এই প্রকাশনাটাকে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে চ্যাট-কক্ষের একটা সংযোগ দিয়ে আপডেট করে দেওয়া হবে। আসুন আমাদের সঙ্গে কথা বলে যান, আর আপনাদের প্রশ্ন আনুন!

OTW’র ২০১৭’র সাম্প্রতিকতম তথ্য সম্বলিত বাজেট্‌ স্প্রেডশীট আকারে ডাউন্‌লোড করতে, এই সংযোগটা অনুসরণ করুন।

OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন

Uncategorized @bn

Comments are closed.