
২০১৬ OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অর্থ বিভাগের জন্যে বেশ ব্যস্ত একটি সাল ছিল, এবং আমরা সংস্থার হিসাবরক্ষণ ও আর্থিক নীতি আরও উন্নত করতে পরিশ্রম করছি। বাজেটিং আরেকটা দিক যেটায় আমরা গত কয়েক মাসে বেশ উন্নতি করেছি- বিশেষত আমাদের বিভিন্ন বিভাগগুলোর মধ্যে সহযোগিতা করে তাদের সম্ভাব্য খরচ হিসাব করা আর তাতে অপ্রত্যাশিত পরিবর্তন হলে তার কারণ দেখানোর ক্ষেত্রে।
আর দেরি না করে, এখানে আমাদের ২০১৭ সালের বাজেট্ দেওয়া হল (আরো খুঁটিনাটি তথ্যের জন্যে বাজেট্ স্প্রেড্শীট্ ডাউন্লোড্ করুন):
২০১৭-র খরচ
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)
- এ বছর, ফেব্রুয়ারী ২৮,২০১৭ অবধি মোট মার্কিন $২১৩,৩৩৯ এর মধ্যে মার্কিন $ ৭,০১৩.৪৯ খরচ হয়েছে।
- OTW’র ৭৫.৭% খরচ AO3 রক্ষণাবেক্ষণে হয়। এর মধ্যে ধরা আছে আমাদের সার্ভারের জন্যে খরচের বেশিরভাগটা- নতুন কেনা আর চলতে থাকা বিন্যাস ও রক্ষণাবেক্ষণ দুই-ই – ওয়েব্সাইটের কর্মক্ষমতা পর্যবেক্ষণের সরঞ্জাম আর নানাবিধ সিস্টেম-সম্বন্ধীয় লাইসেন্স ( প্রকল্পের সব খরচ দেখুন)।
- আগের বছর থেকে আমরা এমন কোম্পানি খুঁজতে শুরু করেছি যারা AO3’র পরিকাঠামো উন্নয়নে আমাদের সঙ্গে কাজ করতে পারে। এখনো পর্যন্ত আমরা দু’টো কোম্পানির সাথে কাজ করেছি আমাদের অতি-দরকারী রেলস্(আমাদের ওয়েবসাইটের গঠন)-এর উন্নতির জন্য তৈরি হতে, আর এবছর আমরা আমাদের চুক্তিবদ্ধ প্রকল্পগুলোকে আরো বাড়াতে উদ্গ্রীব হয়ে আছি।
ফ্যান্লোর
- ফেব্রুয়ারী ২৮, ২০১৭ অবধি, এ বছর মোট মার্কিন $৭,৪৮৭.৫০ এর মধ্যে মার্কিন $৩১২.৬১ খরচ হয়েছে।
- ফ্যান্লোর-এর খরচের বেশিরভাগটাই বরাদ্দ সার্ভার কেনা, রক্ষণাবেক্ষণ ও বিন্যাসে, যার সাথেই যুক্ত সম্বন্ধিত লাইসেন্স আর ফ্যান্লোর ওয়েব ডোমেন (প্রকল্পের সব খরচ দেখুন)।
Transformative Works and Cultures – TWC (রুপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি)
- এ বছর , ফেব্রুয়ারী ২৮, ২০১৭ অবধি, মোট মার্কিন$৪,৩৮৩-র মধ্যে মার্কিন$৪০০.০৪ খরচ হয়েছে।
- TWC’র খরচগুলো হল ওটার সার্ভারের জন্য বরাদ্দ খরচ এবং পত্রিকা প্রকাশ ও সংরক্ষণের খরচ (প্রকল্পের সব খরচ দেখুন।.
Open Doors (খোলা দরজা)
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৭ অবধি, মোট US$১,৫৩৬.৪৭’র মধ্যে মার্কিন$৬০.৮০ খরচ হয়েছে।
- খোলা দরজা’র এ বছরের খরচগুলো হল আমদানি করা সংরক্ষণাগারগুলোর আধার হওয়ার(হোস্টিং), সংরক্ষণ করার (ব্যাকআপ) ও ডোম্যেন-এর খরচ (প্রকল্পের সব খরচ দেখুন)।
Legal Advocacy (আইনি সাহায্য)
- এ বছর, মোট US$৩৫০০’র মধ্যে মার্কিন$০ খরচ হয়েছে।
- আইনি সাহায্য-র খরচগুলো হল দাখিল করার খরচ আর সম্মেলনে গমন করার খরচ (প্রকল্পের সব খরচ দেখুন)।
সম্মেলনে প্রচার
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৭ অবধি, মোট US$৫০০০’র মধ্যে মার্কিন$০ খরচ হয়েছে।
- আমাদের সম্মেলনে প্রচারের খরচগুলো হল OTW এবং তার প্রকল্পগুলো সম্বন্ধে বিজ্ঞাপনের সামগ্রী তৈরী করা ও পাঠানো, যা স্বেচ্ছাসেবকেরা সম্মেলনে আসা অন্য ভক্তদের সাথে ভাগ করে নিতে পারেন, এবং সম্ভব হলে, সম্মেলনের সময়ে সেখানে আমাদের নিজস্ব জায়গা তৈরী করে নেওয়া (সম্মেলনে প্রচারের সব খরচ দেখুন )।
অর্থসংগ্রহ
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৭ অবধি, মোট US$২৩,০৬০’র মধ্যে মার্কিন$১,৫৭৩.৫২ খরচ হয়েছে।
- আমাদের অর্থসংগ্রহের খরচে ধরা আছে প্রতিটি দানের জন্য তৃতীয়-পক্ষ প্রদত্ত-অর্থ প্রসেসর্ দ্বারা নেওয়া লেনদেনের মূল্য; ধন্যবাদজ্ঞাপক উপহার কেনা ও পাঠানো; আর OTW’র সদস্যপদের ডাটাবেস্ ধরে রাখতে ও দাতা এবং সম্ভাব্য দাতাদের সাথে যোগাযোগ অনুসরণ করতে ব্যবহৃত যন্ত্র (অর্থসংগ্রহ-এর সব খরচ দেখুন)।
প্রশাসন
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৭ অবধি, মোট US$২৩,৬৬০.৮৩’র মধ্যে মার্কিন$৯৭৭.১৫ খরচ হয়েছে।
- OTW’র প্রশাসনিক খরচের মধ্যে ধরা আছে আমাদের ওয়েবসাইটের আধার হওয়া , ট্রেডমার্কগুলো, ডোমেনগুলো, বিমা, কর দাখিল, ও তার সঙ্গেই প্রকল্প সামলানো, যোগাযোগ এবং হিসেবরক্ষণের যন্ত্র (সব প্রশাসনিক খরচ দেখুন)।
২০১৭’র আয়
- OTW সম্পূর্ণভাবেআপনার দানেরউপর নির্ভরশীল—আপনার ঔদার্যের জন্য আপনাকে ধন্যবাদ!
- প্রতি বছর আমরা এপ্রিল ও অক্টোবারের অর্থসংগ্রহ অভিযান থেকে আমাদের বেশিরভাগ দান গ্রহণ করি, যা একসাথে আমাদের ২০১৭’র মোট আয়ের ৭৫%-র মত হওয়া উচিত। আমরা কর্মদাতাদের সম-মূল্যদান প্রকল্প ও অ্যামাজন স্মাইল প্রকল্প থেকেও দান গ্রহণ করি।
- OTW’র অর্থ বিভাগ OTW’র বর্তমান মজুদ বিনিয়োগ করার জন্য কোনো টেকসই প্রকল্প খুঁজছে; আমাদের পুর্বাভাসিত আয় এ বছরের ব্যয়ের জন্য যথেষ্ট হওয়া উচিত মজুদ অর্থ থেকে জরুরিকালীন প্রত্যাহারের প্রয়োজন ছাড়াই।
- এখনো অবধি(ফেব্রুয়ারী ২৮, ২০১৭ পর্যন্ত) মার্কিন$৬,৮৩৯.৫৬ এবং মার্কিন$৩০৮,৫০০ অভিক্ষিপ্ত এই বছরের শেষ পর্যন্ত।
প্রশ্ন আছে?
যদি আপনার বাজেট্ বা OTW’র আর্থিক অবস্থা নিয়ে কোনো প্রশ্ন থাকে, দয়া করে অর্থ সমিতির সঙ্গে যোগাযোগ করুন।
এই প্রকাশিত সংবাদটি OTW-র স্বেচ্ছাসেবী অনুবাদকেরা অনুবাদ করেছেন। আমাদের কাজ সম্বন্ধে আরো জানতে transformativeworks.org এর অনুবাদ পাতাটি দেখুন.