OTW’র দীর্ঘকালীন সদস্যদের জন্য উপহারের ব্যবস্থা

গত অক্টোবরের সদস্যসংগ্রহ অভিযানের সময়, আমরা OTW(রুপান্তরাত্মক কর্মের অভিযান)’র সব থেকে অনুগত সদস্যদের উদযাপন করার একটা নতুন উপায়ের কথা ভাবছি বলে ঘোষণা করেছিলাম। টানা তিন, পাঁচ এবং দশ বছরের বেশি মেয়াদের সদস্যদের জন্য আমরা যে নতুন বিশেষ উপহারগুলো তৈরি করেছি, সেইগুলো আমরা এখন আনন্দসহ আপনার সাথে ভাগ করে নিচ্ছি!

২০২০ শেষ হওয়া অবধি গত ৩ বছরের জন্য যতজন সদস্য ছিলেন তারা সবাই শুধুমাত্র এই অনুষ্ঠানটার জন্যই তৈরি একটি এক্কেবারে নতুন OTW বুকমার্ক পেতে পারেন:

নকশী বুকমার্ক, তাতে লেখা "৩-বছরের সদস্য"আর OTW লোগো, এবং পুরো বুকমার্কটার চারপাশে একটা লাল ফ্রেম
(বড় করার জন্য ছবিটা স্ক্রীনে নির্বাচন করুন)

আমাদের পাঁচ বছরের সদস্যদের জন্য, আমরা একটা সুন্দর স্টিকার বানিয়েছি। এইটা জলের বোতল থেকে ল্যাপটপ অবধি অনেক জিনিসের উপর লাগানো যায়। আপনি যদি পাঁচ বছর ধরে সদস্য থেকে থাকেন, আপনি স্টিকার এবং বুকমার্ক দুটোই পেতে পারবেন!

 নকশাদার স্টিকার; "৫ বছরের Organization for Transformative Works (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) " আর মাঝখানে OTW লোগো।
(বড় করতে ছবিটা নির্বাচন করুন)

সবার শেষে, সদস্যপদের দশ বছর বোঝাতে, আমাদের কাছে আপনার ফ্রিজ বা অন্য কোনো ধাতব আলমারির জন্য একদম সঠিক একটা ম্যাগনেট আছে। অবশ্য, এতগুলো বছর ধরে সদস্য থেকেছেন এমন কেউ তিনটি নতুন উপহারই একসাথে পেতে পারেন!

”একটি
(বড় করতে ছবিটা নির্বাচন করুন)

২০২০ সালের শেষের মধ্যে এই সব উপহারগুলো পেতে যারা সক্ষম তাদের জন্য আমরা পরের বছরের শুরুর দিকে এই উপহারগুলো পাঠানো শুরু করব। তারপর থেকে বছরে একবার তা পাঠিনো হবে। এই উপহারগুলো পেতে আপনাকে শুধুমাত্র আপনার ঠিকানাটা একবার মিলিয়ে নিতে হবে! আপনি যখনই একটি উপহারের পাবার যোগ্যতা অর্জন করবেন, আমরা আপনাকে আপনার ঠিকানা মিলিয়ে নিতে একটা ইমেল পাঠাবো। সুতরাং আপনার ইনবক্সের দিকে দয়া করে নজর রাখবেন! (খেয়াল করবেন, আপনি যদি OTW‘র থেকে ইমেল না পেতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে থেকেন, আপনি এই ইমেলটা এবং আপনার উপহারটা নাও পেতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে উন্নয়ন এবং সদস্যপদের সাথে যোগাযোগ করুন)।

OTW’র কাজ আপনাদের দানের দ্বারাই সম্ভবপর হয়, আর আমরা আমাদের সকল সদস্যদের অমূল্য মনে করি। আপনি একবার দান করেছেন, না একেবারে প্রথম থেকেই আমাদের সঙ্গে আছেন তাতে কিছু এসে যায় না। আপনি যদি সদস্য হতে চান, আপনাকে শুধু মার্কিন $১০ বা তার বেশি দান করারসময় দানের ফর্মে “Do you want to be an OTW member? ($10 minimum donation)” (আপনি কি OTW‘র সদস্য হতে চান?(নূন্যতম $১০ দান)) প্রশ্নটার উত্তরে “Yes” (হ্যাঁ) নির্বাচন করতে হবে। আমাদের ধন্যবাদজ্ঞাপক উদযাপন করার উপহার ছাড়াও OTW’র সদস্যপদ আপনাকে OTW‘র পরিচালন পর্ষদের নির্বাচনে ভোটদান করার সুযোগও দেয়! আপনি কতদিন ধরে সদস্য আছেন তা সম্বন্ধে আপনি নিশ্চিত না হলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদের সাথে যোগাযোগ করুন


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Announcement

Comments are closed.