#IFD2022-র জন্যে আমরা কি করছি

অষ্টম আন্তর্জাতিক অনুরাগী কর্ম দিবসের ( বা “IFD” (“আইএফডি”), যা ইংরাজিতে এর সংক্ষিপ্ত রূপ) আর মাত্র এক সপ্তাহ বাকি! আমরা OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-তে আপনাদের জন্যে প্রচুর কিছু জমিয়ে রেখেছি। দয়া করে নিম্নোক্ত অনুষ্ঠানগুলি একটু দেখুন ও এই আনন্দোৎসব যোগদান করুন!

১. অনুরাগীকর্ম আহ্বান (ফ্যানওয়ার্কস চ্যালেঞ্জ)

আইএফডিতে আমাদের এই বছরের রচনার বিষয়বস্তু (থিম) হল ‘অনুরাগীজগতের ক্লাসিকস’ এবং আগের মাসের একটি প্রকাশনায়, আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছিলাম—আপনাদের প্রিয় অনুরাগীজগতের যেই অনুরাগীকর্মগুলিকে আপনারা ক্লাসিকস হিসাবে বিবেচনা করেন, সেই কর্মগুলি নিয়ে আলোচনা, রিমিক্স, বা অন্যকোনভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য কর্ম সৃষ্টি করার জন্য। আপনারা আপনাদের পছন্দের অনুরাগীকর্মগুলি নিয়ে মেটা (meta) লিখতেও পারেন! আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সৃষ্টিগুলি সামাজিক মাধ্যমে (social media) #IFD2022 বা #IFDChallenge2022 হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করতে। আপনারা যদি Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে প্রকাশ করেন তবে ‘আন্তর্জাতিক অনুরাগী কর্ম দিবসের ২০২২’ ব্যবহার করে শেয়ার করতে পারেন। এখনো আনেক সময় আছে আর আমরা আপনাদের সৃষ্টি দেখতে উৎসুক!

২. প্রতিক্রিয়া উৎসব (ফিডব্যাক ফেস্ট)

১৩ই ফেব্রুয়ারিতে আমরা একটি প্রকাশনা দ্বারা আপনাদেরকে আমন্ত্রণ করবো আপনাদের সবচেয়ে প্রিয় ক্লাসিক অনুরাগীকর্মগুলি সুপারিশ করতে। তাই এখনই ভাবা শুরু করুন আর আপনাদের সুপারিশ করা কর্মগুলি (রেকস) সহঅনুরাগীদের সঙ্গে উপভোগ করার জন্য নিয়ে আসুন!

৩. ফ্যানলোর আহ্বান (ফ্যানলোর চ্যালেঞ্জ) (ইংরাজিতে)

ফ্যানলোর, OTW-র অনুরাগী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক উইকিতে আসুন, ওদের আইএফডি উদযাপনে অংশ নিতে! ফ্যানলোর চ্যালেঞ্জ এক সপ্তাহ ধরে চলে এবং প্রত্যেক দিন বিভিন্ন সম্পাদনা আহ্বান (এডিটিং চ্যালেঞ্জ) সম্পূর্ণ করতে হয়। অনুরাগীকর্ম নিয়ে আপনাদের ভালোবাসাকে সম্মান দেওয়ার জন্য আপনাদের জ্ঞান সহনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার থেকে উত্তম আর কিছু আছে কি?

৪. খেলা আর মজার গল্প (গেমস অ্যান্ড ফ্যান চ্যাট) (ইংরাজিতে)

১৪ই ফেব্রুয়ারি ২১.০০ ইউটিসি থেকে ১৬ই ফেব্রুয়ারি ০৩.০০ ইউটিসি পর্যন্ত আমরা OTW-র ডিসকর্ড সার্ভারে একটি গল্প-খেলা (চ্যাট গেমস) সভার আয়োজন করবো। OTW-র ইংরাজি বলতে সক্ষম স্বেচ্ছাসেবকরা আনেকগুলি খেলা যেমন অনুরাগীজগৎ সম্বন্ধীয় কুইজ, ২০ কোয়েশ্চেনস, তালিকা-বানানো আহ্বান এবং আরো অনেক কিছুর নিয়ামকত্ব করবেন। এটি আপনাদের অন্যান্য অনুরাগীদের সঙ্গে মেলামেশার ও আপনাদের প্রিয় অনুরাগীদল সম্বন্ধে উৎসাহ ভাগ করে নেওয়ার একটি দারুণ সুযোগ। আমরা লিঙ্ক ও সম্পূর্ণ সময়সূচী এটি হওয়ার দিনেই প্রকাশ করবো তাই এই তারিখগুলি আপনাদের ডায়েরিতে রাখুন, এবং ফিরে এসে এটা দেখে যান!


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Event

Comments are closed.