আপনার সর্বশেষ দানের দিন থেকে এক বছর অবধি আপনার সদস্যপদ বৈধ থাকে। আপনি যদি দান করার সময় OTW সদস্য হতে চেয়ে পছন্দ করেন, এবং আপনার দানটি যদি আমরা সেই বছরের নির্বাচনে ভোটদানের জন্যে সদস্যপদ পাওয়ার শেষ তারিখের আগে পেয়ে থাকি, (তারিখটি OTW নির্বাচন বিভাগের দ্বারা প্রকাশিত হয়), তবে আপনি ভোট দিতে পারবেন।
আপনি শেষ কবে দান করেছেন সে সম্বন্ধে যদি অনিশ্চিত হন, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন। আপনার যদি সদস্যপদ, সদস্যপদ পাওয়ার শেষ তারিখ, বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকে, তবে দয়া করে নির্বাচন বিভাগের সাথে যোগাযোগ করুন ।