সদস্যপদের জন্য দান আপনাকে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্যপদ দেয়। আপনি আমাদের সংস্থার পরিচালক-মন্ডলীর বার্ষিক নির্বাচনে ভোটদান করতে পারবেন। আমাদের নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে তথ্যের জন্য, OTW নির্বাচন ওয়েবসাইটে যান, বা নির্বাচন বিভাগ-এর সাথে যোগাযোগ করুন।
সদস্যপদ বিনা দানকে আমরা ভীষণ ভাবে প্রশংসা করলেও, এটি কিন্তু আপনাকে OTW-র সদস্য করে না, এবং ভোটদানের কোনো অধিকার দেয় না।