অন্য অনেক অলাভজনক সংস্থার মতোই, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যপদের মূল্য নেয় তার কারণ—প্রতি সদস্য একজন একক মানুষ, এটি সহজ এবং সরলভাবে যাচাই করার জন্যে। নইলে একজন মানুষ আমাদের নির্বাচনে একাধিক ভোট দেওয়ার জন্য একাধিক সদস্যপদের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
এই দক্ষিণাগুলো OTW-কে আর্থিক সাহায্য করতেও ব্যবহৃত হয়, যাতে সংস্থার এবং আমাদের সমস্ত প্রকল্পের খরচ আমরা বিজ্ঞাপন দ্বারা পাওয়া অর্থ বা প্রত্যেক ব্যবহারকারীদের থেকে বাধ্যতামূলক ব্যবহার মূল্য নেওয়া ব্যতীত চালাতে পারি । আমরা আমাদের সর্বনিম্ন দানের মূল্য খুবই কম রাখতে বাধ্যপরিকর, যাতে তা সংস্থায় ঢুকতে ইচ্ছুক কারুর জন্য বাধা হয়ে না দাঁড়ায়, কিন্তু আমরা আশা করব যে যথাসম্ভব বেশি সদস্যই তাদের সুবিধামত বেশি দান করতে পারলে তা দেবেন!