আপনি স্বেচ্ছাসেবা করার সময় যা ইচ্ছা নাম ব্যবহার করতে পারেন। কিছু স্বেচ্ছাসেবক তাদের অনুরাগীদুনিয়ার পরিচয়ের সাথে তাদের কাজের যোগ করিয়ে রাখতে পছন্দ করেন। আরো অনেকে, বিশেষত তারা যদি তাদের এই স্বেচ্ছাসেবা তাদের রিজিউম বা সিভি’তে ব্যবহার করতে চান, তাদের আইনত পাওয়া নাম ব্যবহার করেন। আপনি যে কোনো একটা করতে পারেন, বা একটা সম্পূর্ণ নতুন নাম ব্যবহার করার জন্য নির্বাচন করতে পারেন।
আপনি যদি ট্যাগ রাঙলার হিসেবে নির্বাচিত হন কিন্তু আপনার ইতিমধ্যেই থাকা অ্যাকাউন্টটি তারসাথে জড়াতে না চান, তবে আপনার সভাপতি আপনাকে শুধুমাত্র রাঙ্লিঙ্গ করার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট এর আমন্ত্রণ তৈরি করে দেবে । আপনি যদি আপনার ইতিমধ্যেই থাকা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তার সাথে আপনার OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র নাম মিলতে হবেই এমন কোনো কথা নেই, কিন্তু খেয়াল রাখবেন যে আপনার রাঙ্লিঙ্গ এর কাজের সুত্রে আপনার OTW নাম আপনার Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) এর নামের সাথে সংযুক্ত হয়ে যেতেই পারে।
দয়া করে খেয়াল রাখবেন: কিছু সীমিত সংখ্যক পদে আপনার আইনত পাওয়া নাম ব্যবহার করতেই হয়, কারণ সেইগুলোতে বাইরের সংস্থাদের সাথে কাজ করা হয়। এইটা সবসময় পদের বর্ণনা বা আবেদনপত্রে লেখা থাকবে।