আমি যদি কারও সম্মনার্থে দান করি, তারা কি দানটির নোটিফিকেশন পাবেন?

না। দান পত্রের “In Honor of” (সম্মানার্থে) বিভাগে ইমেল ঠিকানা দেওয়া অপশনাল এবং তা কোনো ইমেল তৈরি করে না। তবে যিনি সেই সম্মান করলেন তিনি অন্য দাতাদের পাঠানো সব সাধারণ ইমেল পাবেন।

Comments are closed.