আমি কি একাধিক পদের জন্য স্বেচ্ছাসেবা করতে পারি?

হ্যা; OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র অনেক কর্মীই একাধিক পদে তাদের সময় ভাগ করে দিয়ে থাকেন। তবে, আমরা চাই যে আপনি যে যে পদে আগ্রহী তাতে কতটা সময় দিতে লাগবে তা মাথায় রেখে, সংস্থাকে আপনি কতটা সময় দান করতে পারেন তা ভেবে দেখবেন। কেউ একাধিক পদে কাজ করলে সেটা আমাদের স্বেচ্ছাসেবক এবং OTW দুইয়ের জন্যই ভালো। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে আমরা অত্যধিক দ্বায়িত্ব কারুর উপর চাপিয়ে দিচ্ছি না। প্রত্যাশা সামলানোর জন্য আমাদের সমস্ত নতুন পদের বর্ণনাতে পদটার জন্য কতটা সময় দেওয়া প্রয়োজন তার একটা আন্দাজ দেওয়া থাকে। এরকমও প্রস্তাব দেওয়া হয় যে স্বেচ্ছাসেবকরা একাধিক পদ গ্রহণ করার আগে নিজেদের সমিতির সভাপতির সঙ্গে আলোচনা করে নিন।

Comments are closed.