আপনার দান OTW-র কাজকর্ম এবং প্রকল্পগুলি চালাতে সাহায্য করে। আমরা একটি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত সংস্থা, সুতরাং আমাদের খরচের বেশিরভাগটাই আমাদের বিভিন্ন প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণে কাজে লাগে।
আমাদের ইদানিং কালের খরচ এবং সম্ভাব্য বাজেট সম্বন্ধে আরো জানতে, নিম্নোক্ত জিনিসগুলো দেখুন:
- আগের কয়েকটা বাজেট প্রকাশনা, খরচ এবং লক্ষ্য সংক্রান্ত তথ্য সমেত
- Our বার্ষিক হিসাবপত্র, যাতে আগের আর্থিক বছরের সব ব্যালেন্স শিট আর আমাদের প্রকল্পের কাজের খতিয়ান থাকে এবং
- আমাদের ইদানিংকালের দাখিল করা আয়কর নথি।
আরো কোনো প্রশ্ন থাকলে, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন।