আমার দান কোথায় যায়? OTW দান করা অর্থ কিভাবে খরচ করে?

আপনার দান OTW-র কাজকর্ম এবং প্রকল্পগুলি চালাতে সাহায্য করে। আমরা একটি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত সংস্থা, সুতরাং আমাদের খরচের বেশিরভাগটাই আমাদের বিভিন্ন প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণে কাজে লাগে।

আমাদের ইদানিং কালের খরচ এবং সম্ভাব্য বাজেট সম্বন্ধে আরো জানতে, নিম্নোক্ত জিনিসগুলো দেখুন:

আরো কোনো প্রশ্ন থাকলে, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন

Comments are closed.