আমার কি স্বেচ্ছা সেবা করতে কোনো বিশেষ সফটওয়্যার বা যন্ত্র লাগবে?

আমরা বার্তালাপ করতে ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার এবং ইমেল ব্যবহার করি, সুতরাং আপনার একটা সুস্থির ইন্টারনেট সংযোগ লাগবে। কিছু পদের জন্য বিভিন্ন ওয়েবসাইট বা সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পরে। সেই সব উপকরণ হয় বিনামূল্যে ব্যবহার করা যায় বা OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) তার খরচ বহন করে।

Comments are closed.