একদম! আমরা পৃথিবীর নানা প্রান্ত থেকে এবং সবরকম পটভূমির স্বেচ্ছাসেবকদের শ্বাগত জানিয়ে থাকি। আমরা এমন একটা সংস্থা যারা একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সেবা করে। আমাদের এমন ব্যবহারকারী এবং সদস্য আছে যাদের প্রথম ভাষা ইংরেজি নয়। একটার বেশি ভাষা জানা স্বেচ্ছাসেবকদের থেকে আমাদের একাধিক প্রকল্প এবং সমিতির লাভ হয়। পুরো সংস্থাটার মধ্যে কথা বলার ভাষা ইংরেজি, সুতরাং আপনাকে ইংরেজিতে কাজ করতে জানতে হবে (কিন্তু তা একদম সঠিক হতেই হবে এমন কথা নেই!)। কোনো খালি থাকা পদ সম্বন্ধে বিশেষ প্রশ্ন থাকলে, আপনি স্বেচ্ছাসেবা এবং নিয়োগ-এর সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সেই সমিতির সভাপতির সাথে যোগাযোগ করিয়ে দেবে।