Posts by SarkaS
ধন্যবাদ!
আমাদের অক্টোবর ২০১৭’র অর্থসংগ্রহ অভিযান শেষ হয়ে আসছে, তাই OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)তে আমরা আপনাদের মধ্যে যারা যারা দান করেছেন বা প্রচার করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই। আপনারা আমাদের প্রকল্পগুলোকে আরও শক্তিশালী হতে সাহায্য করেছেন, আর আমরা এর থেকে বেশি কৃতজ্ঞ হতে পারতাম না! আমরা একই সঙ্গে সেই সব স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টাকেও স্বীকার করতে চাই যারা পর্দার পিছন থেকে কাজ করে এই অভিযানগুলো এবং সংস্থার সমস্ত কাজ সম্ভবপর করেন।