Posts by Hookedonthesky

স্মুচিস AO3-তে আসছে!

স্মুচিস, একটা সংগ্রহশালা একাধিক অনুরাগীদলের অনুরাগীসাহিত্য ও অনুরাগীচিত্র যেখানে রাখা আছে, তা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনটাতে: একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা স্মুচিস-এ যে স্রষ্টাদের কর্ম ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে এর পরেও আপনার প্রশ্ন থাকলে কি করবেন প্রেক্ষাপট ব্যাখ্যা স্মুচিস একটি ওয়েবসাইট যাতে প্রধানত বিশোনেন (bishounen), শোনেন-আই (shounen-ai) এবং ইয়াওই (yaoi) বিষয়ক অনুরাগীকর্ম থাকত। এটি ১৯৯৭ সালের শেষাংশ থেকে ২০০৩ সালের প্রথম দিকে পর্যন্ত সক্রিয় ছিল। সাইটটির জীবদ্দশায় এখানে কিছু চমকপ্রদ অনুরাগীকর্ম সংগ্রহিত ছিল, যেগুলো সাইটটির নিয়ামক, মেলানি, বিনষ্ট হয়ে যেতে দিতে চাননি। একটি দেরাজের পিছনে, পুরানো কোন “জমা” সিডি-তে থাকার বদলে, অনুরাগীকর্মগুলি সংরক্ষিত… Read more