Posts by heine
OTW:ভক্তদের পরিষেবা প্রদানের এক দশক
গত দশ বছর ধরে, OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-এর নানান প্রকল্প আমাদের ব্যক্ত উদ্দেশ্যর পিছনে ধাওয়া করে চলেছে: “নানান রূপের ভক্তকর্ম এবং ভক্ত-সংস্কৃতি সহজলভ্য করে ও তার ইতিহাস সংরক্ষণ করে ভক্তদের স্বার্থসিদ্ধি করা। আমরা বিশ্বাস করি যে ভক্তকর্ম রূপান্তরাত্মক এবং রূপান্তরাত্মক কর্ম আইনসঙ্গত।” গত এক দশক ধরে আপনাদের সহায়তা আমাদের আপনাদের জন্য কিছু অসাধারণ কাজ করতে দিয়েছে। OTW-তে আজই দান করে আমাদের প্রদেয় পরিষেবা বজায় রাখতে, বর্ধন করতে, ও উন্নত করতে সাহায্য করুন! আমাদের একেবারে প্রথম প্রকল্প, Legal Advocacy (আইনি সহায়তা) ২০০৭-এ আরম্ভ করা হয়। তখন থেকে দশ বছর আইন বিভাগ ভক্তদের আইনসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে, তথ্যভিত্তিক প্রকাশনা প্রকাশ করে, এবং ভক্তদুনিয়াকে প্রভাবিত করা প্রধান প্রধান আইনি… Read more