Posts by Eskici

আমরা #IFD2024 এর জন্য কি করছি

এই ১৫ই ফেব্রুয়ারি আমাদের বার্ষিক আন্তর্জাতিক অনুরাগী-কর্ম দিবসের দশম বর্ষ। OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) IFD উপলক্ষ্যে বেশ কয়েকটা অনুষ্ঠানের আয়োজন করছে। আপনি কোনগুলোতে অংশ নেবেন? ১. অনুরাগী দুনিয়া সম্বন্ধে ১০টা জিনিস কয়েক সপ্তাহ আগে, আমরা একটা প্রবন্ধ রচনার করার আহ্বান পাঠিয়েছিলাম। এতে আমরা আপনাদের বলতে বলেছিলাম অনুরাগী দুনিয়ায় কোন দশটা জিনিস আপনার সবথেকে বেশি মূল্যবান মনে হয়, বা আপনার অনুরাগী দুনিয়ায় কাটানো গত দশ বছরের কোনো বিশেষ ঘটনা, বা আপনার অনুরাগী দুনিয়ায় হয়ে যাওয়া যে কোনো দশটা মজার, উৎসাহজনক বা মনে রাখার মত ঘটনা। আপনি যদি এখনো কোনো পোস্ট না লিখে থাকেন তবে আপনি এখনো #IFD2024 ট্যাগ দিয়ে আপনার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে… Read more