Posts by Cyn
হ্যারিপটারফ্যানফিকশনডটকম AO3তে আসছে!
হ্যারিপটারফ্যানফিকশনডটকম, একটা হ্যারি পটার অনুরাগী সাহিত্য সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনটাতে: একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা হ্যারিপটারফ্যানফিকশনডটকম-এ যে স্রষ্টাদের কর্ম ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে এর পরেও আপনার মনে প্রশ্ন থাকলে কি করবেন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২১ উদযাপন
২০০৯ সালে আমাদের প্রতিষ্ঠা হবার পর থেকে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) অনুরাগী দ্বারা গঠিত ও পরিচালিত। আজ অবধি এমনি রয়েছে: OTW অনুরাগীদের জন্য, অনুরাগীদের দ্বারা তৈরি একটি সংগঠন, অভিন্ন সেই অনুরাগীরাই OTWকে প্রত্যেকটি স্থরে সমর্থন দেন। আমাদের প্রত্যেকটি সমিতিতে, স্বেচ্ছাসেবকরা অত্যাবশ্যক কর্মগুলি সম্পন্ন করে নিশ্চিত করেন যে আমাদের সমস্ত প্রকল্পগুলি কার্যকর আছে ও অগ্রসর হচ্ছে। তাদেরকে ছাড়া OTW থাকবে না, আর আমরা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মের জন্যে একান্ত কৃতজ্ঞ।
র’হাইড-ফিক (Rawhide-fic) আমাদের নিজস্ব সংগ্রহশালায় স্থানান্তরিত হচ্ছে
র’হাইড-ফিক (Rawhide-fic) একটা র’হাইড (Rawhide) ভক্তকাহিনির সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনটাতে: প্রেক্ষাপট ব্যাখ্যা র’হাইড-ফিক-এ যে স্রষ্টাদের কর্ম আছে তাদের জন এটা কি অর্থ বহন করে এর পরেও আপনার মনে প্রশ্ন থাকলে কি করবেন
২০২০ সালের OTW-র নির্বাচনী ফলাফল
নির্বাচনী সমিতি আমাদের সকল প্রার্থীকে এই বছরের নির্বাচনে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে চায়। এই সঙ্গে, আমরা আনন্দের সাথে ২০২০ সালের নির্বাচনের ফল ঘোষণা করছি। নিম্নলিখিত প্রার্থীরা (বর্ণানুক্রমে সাজানো) পরিচালক মণ্ডলী-তে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন: অ্যালেক্স টিসার জেস হয়াইট কাটি এজ্ঞার্ট পরিচালক মন্ডলী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ১লা অক্টোবর শুরু করবে। আমরা পরিচালক মণ্ডলীর নতুন সদস্যদের তাঁদের কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই। নির্বাচনী মরসুম শেষ হল। খবর প্রচার করে, প্রার্থীদের প্রশ্ন করে, এবং, অবশ্যই, ভোটদান করে, যাঁরা সবাই এতে জড়িত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমরা আবার পরের বছর আপনাদের সাথে দেখা করার জন্য উদগ্রীব রইলাম। OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা… Read more