AO3 সেরা সম্পর্কিত কর্মের জন্য ২০১৯ সালের হুগো পুরস্কার জিতল

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) উৎসাহের সঙ্গে ঘোষণা করছে যে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) ২০১৯ সালে সেরা সম্পর্কিত কর্মের বিভাগে হুগো পুরস্কার জিতেছে! এটা কোনো OTW প্রকল্পের হুগো পুরস্কার জেতা- বা ফাইনালে যাওয়া- প্রথম হুগো পুরস্কার!

১৮ই আগস্ট, ২০১৯-এ ডাবলিন ২০১৯: একটি আইরিশ ওয়ার্ল্ডকন, ৭৭তম বিশ্ব কল্পবিজ্ঞান সম্মেলন-এর অংশ হিসেবে পুরস্কারটা দেওয়া হয়। আপনি WorldCon (ওয়ার্ল্ডকন)-এর ওয়েবসাইটে সব বিভাগের পুরস্কারের বিস্তারিত ফলাফল দেখতে পারেন।

নাওমি নোভিক্‌, AO3’র অন‍্যতম প্রতিষ্ঠাতা, অন্য OTW‘র কর্মীদের সঙ্গে পুরস্কারটা নেওয়ার সময় ভাষণ দেন, এবং তাতে তিনি AO3 সমাজের সকলকে অকপটে তাঁদের প্রাপ্য ধন্যবাদটি জানান:

সমস্ত ভক্তকর্ম ― ভক্তকাহিনী, ভিডিও, ভক্তচিত্র বা শ্রুতিগল্প, যাই হোক ― একটা মূল ভাবনা মেনে চলে। যা হল যে শিল্প এককভাবে, একাকিত্বে হয় না ― সামাজিকভাবে হয়। AO3র ক্ষেত্রেও সেটা সত্যি। আমরা এখানে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করছি ঠিকই, কিন্তু তা আসলে হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং লক্ষ লক্ষ ব্যবহারকারীর হয়ে, যারা সবাই একসঙ্গে এসে ভক্তদুনিয়ার জন্য এই সমৃদ্ধ আশ্রয়টা বানিয়েছে। এটা একটা সম্পূর্ণ ভাবে স্বেচ্ছাসেবক শ্রম দ্বারা তৈরি অলাভজনক, অবাণিজ্যিক এক সামাজিক প্রতিষ্ঠান। তা এই নীতিতে বানানো যে আমাদের এমন একটা জায়গা দরকার যেটা তার ব্যবহারকারীদের শোষণ না করে সেবা করবে।

আমি যদি প্রত্যেক প্রতিষ্ঠাতা, প্রত্যেক নির্মাতা, প্রত্যেক অক্লান্ত সাহায্যকর্মী এবং অনুবাদক এবং ট্যাগ র‍্যাঙ্গগ্লারের নামও করি, যদি আমি প্রত্যেকটা দাতার নামও নি, আমাদের সবার পরিশ্রম আর অবদান ব্যর্থ হত সেই ভক্ত স্রষ্টাদের ছাড়া, যাঁরা তাঁদের কাজ অন্য ভক্তদের সাথে বিনামূল্যে ভাগ করে নেন; সেই ভক্তদের ছাড়া যাঁরা তাঁদের গল্পগুলো পড়েন আর শিল্পকর্ম দেখেন এবং মন্তব্য করেন, বুকমার্ক ভাগ করেন আর স্রষ্টাদের উৎসাহ দিতে বাহবা দেন; এবং এইভাবে সমাজটাকে সমৃদ্ধ করে যান।

এই হুগো পুরস্কারটা প্রতিটা ওয়ার্ল্ডকনের ভ্রাম্যমান প্রদর্শনীর অংশ হবে, কারণ এটা আমাদের সবার। আমি অনুরোধ করব হলঘরের আলোগুলো যেন বাড়ানো হয় এবং দর্শকাসনের যতজন নিজেদের আমাদের ভক্তসমাজের অংশ মনে করেন তাঁরা সবাই যেন উঠে দাঁড়ায়, যাতে আমাদের সাথে আপনারা সকলে এই পুরস্কার গ্রহণের মূহুর্তটা ভাগ করে নিতে পারেন।

এতজন ওয়ার্ল্ডকনের অংশগ্রহণকারী তারাও AO3‘র অংশ বোঝাতে উঠে দাড়িয়ে আমাদের সাথে হুগো পুরস্কারটা গ্রহণ করেছে দেখে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত হয়েছি। পুরস্কারটা সত্যিই আপনাদেরও। AO3 আমাদের সব ব্যবহারকারীদের ভালবাসা এবং শ্রম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আর OTW‘তে আমরা আপনাদের সাথে এই পুরস্কারটা ভাগ করে নিতে পেরে আপ্লুত। ধন্যবাদ!

Announcement

Comments are closed.