AO3-তে এআই এবং ডেটা স্ক্রাপিং

ইদানীংকালে এআই যন্ত্রের (AI টুলস) বাড়বাড়ন্ত হওয়ায় অনেক অনুরাগী ডেটা স্ক্রাপিং এবং এআই দিয়ে তৈরি কর্ম ও সেসবের উন্নতি Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে কি প্রভাব যেলবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আমাদের মনেও সেই সংশয় আছে। আমরা ডেটা স্ক্রাপিং ঠেকাতে কি ব্যবস্থা নিয়েছি এবং এআই বিষয়ে আমাদের কি নীতি তা আমরা আপনাদের জানাতে চাই।

ডেটা স্ক্রাপিং এবং AO3-র অনুরাগীকর্ম

আমরা AO3-তে বৃহদাকারে ডেটা স্ক্রাপিং ঠেকাতে কিছু টেকনিকাল ব্যবস্থা নিয়েছি, যেমন রেট লিমিটিং। আমরা একই সাথে অপব্যবহার করার জন্য ডেটা সংগ্রহ রুখতে সমানে আমাদের ট্র্যাফিক (ব্যবহারকারী আসাযাওয়া)-র দিকে নজর রেখে চলেছি। আমরা গবেষক বা ডেটাসেট যারা বানাতে চান, তাদের জন্যও ব্যতিক্রম করি না। অবশ্য, আমাদের দ্বায়িত্বপূর্ণ ডেটা সংগ্রহের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই – যেমন যেগুলো গবেষকদের গবেষণা করা, অনুরাগীরা ওয়েব্যাক মেশিনে কর্ম ব্যাকাপ করা, বা গুগলের সার্চ ইনডেক্সিং করা। ওয়েবসাইটটার বৈধ ব্যবহার অব্যাহত রেখে, সবস্ক্রাপিং বন্ধ করা যায় এমন ব্যবস্থা তৈরি করা অসম্ভব।

তা সত্ত্বেও, এটা দুর্ভাগ্যবশতঃ একটা সত্য যে অনলাইন এ সর্বজনসমক্ষে থাকা যা কোন জিনিসই তার আসল প্রকাশের কারণ ছাড়াও অন্য যে কোনো কারণে ব্যবহৃত হতেই পারে। অনেক ক্ষেত্রেই, এআই উপরে দেওয়া বৈধ ব্যবহারগুলো মতোই উপায়ের উপর নির্ভর করেই ডেটা সংগ্রহ করে।

আমরা যখনই জানতে পারি যে AO3-র থেকে ডেটা কমন ক্রল ডেটাসেটে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেটা চ্যাট জি পি টি-র মতো এআই-কে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয়, আমরা ডিসেম্বর ২০২২-এই কমন ক্রলকে আর AO3 স্ক্র্যাপ না করতে অনুরোধ করে কোড বানিয়ে ফেলেছি।

এই বিষয়টা আমাদের যতই অপছন্দের হোক, যে ডেটা ইতিমধ্যেই সংগ্রহ হয়ে গেছে, তা আমরা সময়সরণী দিয়ে ফিরে গিয়ে থামাতে পারবো না, বা তৈরি হয়ে যাওয়া ডেটা সেটে থাকা AO3-র বিষয়বস্তু সরাতে পারবো না। আমরা শুধু ভবিষ্যতে এরকম কোনো সংগ্রহ করার চেষ্টা কমানোর দিকে নজর দিতে পারি। AO3-র উন্নয়ন বিভাগ AO3 থেকে ডেটা সংগ্রহ করতে চাওয়া একক স্ক্র্যাপারদের জন্য সমানে খোঁজ চালিয়ে যাবে, এবং প্রয়োজন মতো ব্যবস্থা নেবে।

সেরকম ভাবেই, আমাদের আইনি বিভাগ OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অনুরাগী কর্ম আইনি ঝঞ্ঝাট এবং বাণিজ্যিক শোষণের থেকে মুক্ত করার লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে এবং যাবে। এরই মধ্যে অন্তর্ভুক্ত তাদের বিশ্বাস যে ব্যবহারকারীরা চাইলে এআই ট্রেনিং সেটের থেকে নিজেদের কাজ সরিয়ে নিতেই পারেন। তারা মার্কিন যুক্তরাষ্টের কপিরাইট অফিসকে তাদের এই মতামত জানিয়ে দিয়েছেন। তারাও এআই-এর উন্নয়নশীলতার সাথে তাল মিলিয়ে কাজ করতে থাকবে।

ডেটা স্ক্রাপিং আটকাতে আমি কি করতে পারি?

আপনি চাইলে আপনার কর্ম শুধুমাত্র AO3 ব্যবহারকারীরাই দেখতে পারবেন এই ব্যবস্থা করে রাখতে পারেন। এটা যদিও সব সম্ভব্য স্ক্র্যাপারকে আটকাতে পারবে না, বহুল পরিমাণে স্ক্রাপিং আটকাতে এটা কিছু সাহায্য করতে পারে।

এআই দিয়ে তৈরি কর্মের প্রতি AO3-র নীতি

এই মুহূর্তে আমাদের পরিষেবা প্রদানের নিয়মাবলী-তে সম্পূর্ণভাবে বা কিছু অংশে এআই যন্ত্রাবলি দিয়ে তৈরি অনুরাগীকর্মকে AO3-তে প্রকাশ হওয়া আটকানোর কোনো উপায় নেই, যদি তারা অন্যদিক দিয়ে অনুরাগীকর্ম হিসাবে যোগ্যতা পায়।

আমাদের সংস্থার লক্ষ্য হলো অনুরাগীকর্মের সর্বোচ্চ অন্তর্ভুক্তি। এর মানে শুধু সর্বসেরা অনুরাগীকর্ম নয়, বা শুধু সর্বজনগ্রাহ্য অনুরাগীকর্ম নয়, বরং সর্বোচ্চ সংখ্যক অনুরাগী কর্ম যা আমরা সংরক্ষণ করতে পারে। অনুরাগীরা যদি এআই ব্যবহার করে অনুরাগী কর্ম তৈরি করে, তাহলে আমাদের বর্তমান অবস্থান এই যে সেটাও এক ধরনের কাজ হয়ে যায় যেটার সংরক্ষণ আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।

পরিস্থিতির উপর বিচার করে, এআই দিয়ে তৈরি কর্ম আমাদের স্প্যাম – বিরোধী নীতির পরিপন্থী হতেই পারে (উদাহরণস্বরূপ: কোনো স্রষ্টা যদি স্বল্প সময়ে প্রচুর সংখ্যক কর্ম প্রকাশ করেন)। আপনি যদি কোনো কর্ম আমাদের পরিষেবা প্রদানের নিয়মাবলী ভঙ্গ করছে কিনা সে সম্বন্ধে অনিশ্চিত থাকেন, আপনি সর্বদাই পাতার নিম্নাংশে থাকা সংযোগ (লিংক) ব্যবহার করে আমাদের নীতি ও অপব্যবহার বিভাগকে তা জানতে পারেন, এবং তারা তখন সেটা খতিয়ে দেখবে।

এই বিবৃতিটি লেখার সময়কালে AO3-র নীতি কি, তা প্রতিফলিত করে। আমরা আমাদের ব্যবহারকারীদের স্বচ্ছ ভাবে জানাতে চাই আমাদের বর্তমান নীতি কি, ভবিষ্যতে কি কি করা যেতে পারে – এবং বর্তমানে কি কি করা হচ্ছে – এআই ডেটাসেটের জন্য স্ক্রাপিং ঠেকাতে। কিন্তু, এই নীতিগুলো নিয়েও সংস্থার অভ্যন্তরে স্বেচ্ছাসেবকদের মধ্যে আলোচনা চলছে। আমরা যদি ভবিষ্যতে নীতিতে কোনো পরিবর্তন করতে সম্মত হই, তবে তা আমরা সর্বসমক্ষে ঘোষণা করবো; তারই সাথে যদি আমাদের পরিষেবা প্রদানের নিয়মাবলী-তে কোনো বদলের ভাবনা আসে, তাও আমরা সর্বসমক্ষে নিয়ে এসে আমাদের পরিষেবা প্রদানের নিয়মাবলীতে বদল করার রীতি অনুসারে, তাতে জনসাধারণকে মন্তব্য করার সুযোগ দেব।

আমরা আশা করছি এই বিবৃতির ফলে ব্যপারটা আরো পরিষ্কার হবে। এ বিষয়টা জটিল, আর আমরা AO3-র সর্বোচ্চ অনুরাগীকর্মের অন্তর্ভুক্তির মূলমন্ত্র বা ওয়েবসাইটটির বৈধ ব্যবহারের সাথে আপস না করেই, এই বিষয় নিয়ে আমাদের নীতি স্পষ্ট করতে সর্বতোভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছি। বিষয়টা নিয়ে আলোচনা এবং ভাবনাচিন্তা যেভাবে এগোবে, সেইভাবেই আমরা আমাদের ব্যবহারকারীদের আপডেট করে যেতে থাকব।

Announcement, Archive of Our Own

Comments are closed.