
Archive of Our Own – AO3( আমাদের নিজস্ব সংগ্রহশালা)’র ১০ম বার্ষিকী উপলক্ষে আজকের প্রকাশনাটা ম্যাটি’র কাছ থেকে। ম্যাটি ‘র জন্মলগ্ন থেকে তার সঙ্গে আছে। তার এই লেখাটায় আপনি তার ১০ বছর ধরে আমাদের সঙ্গে স্বেচ্ছাসেবা করার সময়ে তিনি একাধিক বিভাগের সঙ্গে কি কি কাজ করেছেন সে সম্বন্ধে তথ্য পাবেন। অনেককেই অনেক বার লম্বা সময় ধরে কাজ করতে হয়েছে, বিশেষ করে OTW( রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র প্রথম দিকের স্বেচ্ছাসেবকদের। আমরা ম্যাটি এবং অন্যান্য সবাই, যারা AO3 কে সত্যি করে গড়ে তুলতে তাদের সময় দান করেছেন, তাদের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ।
আমি ট্যাগ র্যাঙ্গলার হিসেবে সেই ২০০৯ সালে OTWতে যোগ দি। আমি OTW এবং AO3’র গঠনপর্বের প্রতি মনোযোগ দিয়েই ছিলাম এবং অবশেষে সত্যিকারের কোনো সাহায্য করতে পারব জেনে বেশ খুশিই হয়েছিলাম।
সেই সব দিনে ট্যাগ র্যাঙ্গলিং করা উৎসাহব্যাঞ্জক এবং দুশ্চিন্তাজনক দুই’ই ছিল। একটা বোতাম ভুল টিপলেই গোলমাল বাধতে পারত। প্রথম র্যাঙ্গলাররা হয়তো জাস্টিন টিম্বারলেক ট্যাগটার বাড়ে বাড়ে হারিয়ে যাওয়া এবং তাকে পাগলের মতো খোজার কথা মনে করতে পারবেন। তে সব কটা ভক্তদুনিয়ার হিসেব রাখার জন্য মাত্র একটা স্প্রেডশীট ‘তে যত স্বেচ্ছাসেবক আছে তাদের সবার মধ্যে ভাগ করে কাজ করার ভয়াবহতা (এবং কেউ টাইপ করার সময়ে অন্য কেউ সেই শীট গোছাতে গেলে ঘটা চেচামেচি ) এবং আমাদের নিয়মাবলি তৈরির সময়ে আমাদের মেলিং লিস্টে ঘটে চলা অনেক লম্বা লম্বা আলোচনাও তাদের মনে থাকবে।
ট্যাগ র্যঙ্গলিং এর পর আমি সহায়তা, এবং তারপর নিয়মাবলি ও অপব্যবহার সমিতিতে চলে যাই। তখন আর এখনের মধ্যে কত বদল হয়ে গেছে তার কথা ভাবলে হাসি পায়। প্রথম কয়েক বছর নিয়মাবলি ও অপব্যবহার সমিতি বছরে ৫০টারও কম টিকিট পেয়েছে। এখন আমরা কখনও কখনও ঘন্টায় ৫০টা বা তার বেশি টিকিট পেয়ে থাকি! আমাদের পেয়ে থাকা অভিযোগের ধরনও বদলেছে। প্রথম দিকে, বেশিরভাগ অভিযোগই বিনা অনুমতিতে টোকা নিয়ে হত। আজকাল, আমরা ভক্তকর্ম নয় এমন কর্ম সম্বন্ধে (যেমন রোল-প্লেয়িং সম্বন্ধীয় বিজ্ঞাপন, গল্পের খোজ, ইত্যাদি ) নিয়ে অভিযোগ বেশি পাই। সমিতির আকারও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে; আমি যখন যোগদান করি তখন আমাদের ৩-৪ জন সক্রিয় স্বেচ্ছাসেবী ছিল, এখন সেই সংখ্যাটা ৪০ এরও বেশি! কাজটা যদিও মাঝেমাঝে অতিরিক্ত মনে হয়, সেটা সবসময়েই অত্যন্ত আনন্দদায়ক।
আমাদের প্রকল্পগুলো এত সফল করে তোলার জন্য আমি OTW এবং তার স্বেচ্ছাসেবীদের নিয়ে ভীষণ গর্ববোধ করি। এতগুলো বছরে মাঝেমাঝে যদিও কিছু ছোটখাটো সমস্যা হয়েছে, আমরা এমন অসাধারণ একটা জিনিস বানিয়েছি যেটা নিয়ে আমাদের সবার গর্বিত হওয়া উচিত!
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।