AO3’র দশ বছরঃ ফ্রাঞ্চেস্কা কোপা

আমরা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র ১০ম বার্ষিকী উদযাপন শুরু করতে চলেছি ফ্রাঞ্চেস্কা কোপা ‘র কাহিনী দিয়ে। ফ্রাঞ্চেস্কা OTW (রুপান্তরাত্মক কর্মের সংস্থা)’র অন্যতম প্রতিষ্ঠাতা, এবং পরিচালনা পর্ষদের সবচেয়ে পুরানো সদস্য (৫ বছরের মেয়াদ)। শুরু থেকে আজ পর্যন্ত তিনি OTWর সাথে রয়েছেন।

ফ্রাঞ্চেস্কাকে এই সঙ্কলনে নিজস্ব কিছু অভিজ্ঞতার কথা বলায় একেবারে উচ্ছসিত হয়ে পড়েন! তাঁর বক্তব্য এইঃ

আমি প্রায় সারাজীবনই স্কুলে কাটিয়েছি, এবং OTW নিশ্চিতরূপে আমার দেখা সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। ওই যেমন বলে, “জীবনে যা জানার ছিল, সবই আমি এখানেই [OTWতে] শিখেছি!” ২০০৭ সালের গ্রীষ্মের শুরুতে AO3র জন্য ডাক পড়ার পরের দিনগুলোর স্মৃতি আমার অবিস্মরণীয়। মিটিংগুলো তখন ঘণ্টার পর ঘণ্টা চলতো! নাওমি নভিক আর মিশেল টেপার তখন যান্ত্রিক সরঞ্জাম দেখছেন ও ব্যাবহারকারিদের অভিজ্ঞতা সম্পর্কিত পরিকল্পনা করছেন; রেবেকা তশনেট আর সুসান গিবেল আমাদের দলিলপত্রের দিকটা দেখছেন ও আমাদের সাংস্থানিক ও আইনি কাঠামোটা তৈরি করছেন। (আমি সত্যি মনে করি সুসান আমাদের শুরুর দিকের OTWর অখ্যাত বীর!)

আমি তখন আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে বিভিন্ন কমিটি তৈরি করছি। যারা কাজ করতে ইচ্ছুক তাঁদের আমরা বলেছিলাম নিজস্ব দক্ষতা ও কৌতূহল সম্বন্ধে জানাতে। উত্তরগুলো সব চেয়ে চিত্তাকর্ষক ছিল: আমরা পেলাম উকিল, কোডার, জনসংযোগ কর্মী, ডেটাবেস বিশ্লেষক, পেশাদার অর্থ সংগ্রহকারী, সিস-অ্যাডমিন, সংবাদদাতা, পরিচালনা ও ব্যাবস্থাপনা সম্পর্কিত পরামর্শদাতা, হিসাবরক্ষক, ও প্রযুক্তিগত সংবাদদাতা; এত অভিজ্ঞতা এবং এত ধরনের অভিজ্ঞতা — সবটুকু ভালবেসে আমাদের কাছে এগিয়ে দেওয়া।

সবথেকে বেশি আমার এটাই মনে রয়ে গেছে, এখনও ভাবি: OTW আর AO3 এক যৌথ প্রকল্প, ভক্তসমাজের এই অনন্য জ্ঞাতিত্ব — কোথাও যেন আত্মার বাঁধন (“তোর জন্য প্রাণ দিতে পারি”), কোথাও আরেকটু আলগা সম্পর্ক (“এই, তুই আমি আগে একই ভক্তসমাজের অংশ ছিলাম!”), তো কোথাও শুধু এক পরিচয়ের মিল (“তুমিও একসময় আমার মতন করেই একটা জিনিস ভালবেসেছ”) — যাতে আমরা একটা জামার প্রিন্ট, স্টিকার, বা একটা খোলা ট্যাব দেখেই একে অপরকে চিনে ফেলি, যেন কত পুরনো বন্ধু। আমরা সবাই একই লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা হলাম ইন্টারনেট যা ভেবে গড়া হয়েছিল: বিভিন্ন মানুষের এক আন্তর্জাল, একত্রে একটা কিছু গড়ে সেটা চালিয়ে নিয়ে যাচ্ছি, যাব।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Uncategorized @bn

Comments are closed.