Volunteering
হ্যা; OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র অনেক কর্মীই একাধিক পদে তাদের সময় ভাগ করে দিয়ে থাকেন। তবে, আমরা চাই যে আপনি যে যে পদে আগ্রহী তাতে কতটা সময় দিতে লাগবে তা মাথায় রেখে, সংস্থাকে আপনি কতটা সময় দান করতে পারেন তা ভেবে দেখবেন। কেউ একাধিক পদে কাজ করলে সেটা আমাদের স্বেচ্ছাসেবক এবং OTW দুইয়ের জন্যই ভালো। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে আমরা অত্যধিক দ্বায়িত্ব কারুর উপর চাপিয়ে দিচ্ছি না। প্রত্যাশা সামলানোর জন্য আমাদের সমস্ত নতুন পদের বর্ণনাতে পদটার জন্য কতটা সময় দেওয়া প্রয়োজন তার একটা আন্দাজ দেওয়া থাকে। এরকমও প্রস্তাব দেওয়া হয় যে স্বেচ্ছাসেবকরা একাধিক পদ গ্রহণ করার আগে নিজেদের সমিতির সভাপতির সঙ্গে আলোচনা করে নিন।
OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) কেবলমাত্র ১৬ বছর এবং তার বেশী বয়সীদেরই স্বেচ্ছাসেবা করার আবেদনপত্র গ্রহণ করতে পারে। কিছু বিশেষ পদ এবং সমিতির এমন কোনো যোগ্যতামানের প্রয়োজন থাকতেই পারে যার জন্য একমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সীরাই অংশগ্রহণ করতে পারবে।
OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র সব স্বেচ্ছাসবকেরাই অনলাইন কাজ করেন, সুতরাং আপনাকে কোনো বিশেষ জায়গায় থাকতে হবে না। আপনার একটা ইন্টারনেট কানেকশন আছে মানেই আপনি ঠিক জায়গায় আছেন (আর আপনি গোটা পৃথিবীর নানান জায়গার লোকেদের সাথে কাজ করতে পারবেন)।
একদম! আমরা পৃথিবীর নানা প্রান্ত থেকে এবং সবরকম পটভূমির স্বেচ্ছাসেবকদের শ্বাগত জানিয়ে থাকি। আমরা এমন একটা সংস্থা যারা একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সেবা করে। আমাদের এমন ব্যবহারকারী এবং সদস্য আছে যাদের প্রথম ভাষা ইংরেজি নয়। একটার বেশি ভাষা জানা স্বেচ্ছাসেবকদের থেকে আমাদের একাধিক প্রকল্প এবং সমিতির লাভ হয়। পুরো সংস্থাটার মধ্যে কথা বলার ভাষা ইংরেজি, সুতরাং আপনাকে ইংরেজিতে কাজ করতে জানতে হবে (কিন্তু তা একদম সঠিক হতেই হবে এমন কথা নেই!)। কোনো খালি থাকা পদ সম্বন্ধে বিশেষ প্রশ্ন থাকলে, আপনি স্বেচ্ছাসেবা এবং নিয়োগ-এর সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সেই সমিতির সভাপতির সাথে যোগাযোগ করিয়ে দেবে।
আমরা বার্তালাপ করতে ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার এবং ইমেল ব্যবহার করি, সুতরাং আপনার একটা সুস্থির ইন্টারনেট সংযোগ লাগবে। কিছু পদের জন্য বিভিন্ন ওয়েবসাইট বা সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পরে। সেই সব উপকরণ হয় বিনামূল্যে ব্যবহার করা যায় বা OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) তার খরচ বহন করে।
OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) বেশ কিছু তৃতীয়-পক্ষের তৈরি সরঞ্জাম, যেমন বেসক্যাম্প এবং ক্যাম্পফায়ার ব্যবহার করে। এগুলো হয়তো কিছু সাহায্যকারী প্রযুক্তির সাথে ঠিকঠাক কাজ করবে না। আমাদের কাজের বেশিরভাগটাই লেখা-ভিত্তিক, আর কিছু পদ ভীষণ গতিসম্পন্ন। তাতে টেক্সট-ভিত্তিক চ্যাটের মাধ্যমে সঙ্গে সঙ্গে অনলাইন সামাজিক মতবিনিময় লাগে।
আপনার যদি কোনো বিশেষ দিক নিয়ে চিন্তা থাকে, তবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবো।
আমরা বর্তমানে শুধুমাত্র তালিকাভুক্ত পদগুলোর জন্যই আবেদন গ্রহণ করছি। শুধুমাত্র যে পদগুলো এখন স্বেচ্ছাসেবক গ্রহণ করছে তার জন্য নিয়োগ করে, তাদের কাজ শিখিয়ে কাজে যোগদান করানো আমাদের প্রক্রিয়ার মধ্যে পরে। অবশ্য, আপনি যে পদটার জন্য আবেদন করতে ইচ্ছুক তা কখন খালি হচ্ছে তা জানার জন্য আমরা OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র খবরের পাতাটায় চোখ রাখতে উৎসাহ দিই। আপনার পদ সংক্রান্ত কোনো বিশেষ প্রশ্ন থাকলে, আপনি স্বেচ্ছাসেবা এবং নিয়োগ-এর সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা যদিও নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাওয়া স্বেচ্ছাসেবকদের স্বাগত জানাই, তবুও আমাদের কিছু পদের জন্য বিশেষ কিছু গুণ বা অভিজ্ঞতা দরকার হয়। কোনো পদের জন্য একেবারে নতুনদের নেওয়ার ক্ষমতা তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কজন অভিজ্ঞ স্বেচ্ছাসেবক আছেন, তার ওপর নির্ভর করেও বদলাতে পারে। প্রত্যকটা পদের জন্য কি কি অভিজ্ঞতা আর কত সময় লাগবে তা পদের বিবরণেই বলা আছে।
আমরা আপনার অভিজ্ঞতার সঙ্গে মিল আছে এমন খালি পদ খুঁজতে নিয়মিত ‘স্বেচ্ছাসেবা করুন’ পাতাটা দেখে যেতে উৎসাহ দিই। কোনো পদের যোগ্যতা সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে, নির্দ্বিধায় স্বেচ্ছাসেবা এবং নিয়োগ-এর সাথে যোগাযোগ করুন।
আপনি স্বেচ্ছাসেবা করার সময় যা ইচ্ছা নাম ব্যবহার করতে পারেন। কিছু স্বেচ্ছাসেবক তাদের অনুরাগীদুনিয়ার পরিচয়ের সাথে তাদের কাজের যোগ করিয়ে রাখতে পছন্দ করেন। আরো অনেকে, বিশেষত তারা যদি তাদের এই স্বেচ্ছাসেবা তাদের রিজিউম বা সিভি’তে ব্যবহার করতে চান, তাদের আইনত পাওয়া নাম ব্যবহার করেন। আপনি যে কোনো একটা করতে পারেন, বা একটা সম্পূর্ণ নতুন নাম ব্যবহার করার জন্য নির্বাচন করতে পারেন।
আপনি যদি ট্যাগ রাঙলার হিসেবে নির্বাচিত হন কিন্তু আপনার ইতিমধ্যেই থাকা অ্যাকাউন্টটি তারসাথে জড়াতে না চান, তবে আপনার সভাপতি আপনাকে শুধুমাত্র রাঙ্লিঙ্গ করার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট এর আমন্ত্রণ তৈরি করে দেবে । আপনি যদি আপনার ইতিমধ্যেই থাকা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তার সাথে আপনার OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র নাম মিলতে হবেই এমন কোনো কথা নেই, কিন্তু খেয়াল রাখবেন যে আপনার রাঙ্লিঙ্গ এর কাজের সুত্রে আপনার OTW নাম আপনার Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) এর নামের সাথে সংযুক্ত হয়ে যেতেই পারে।
দয়া করে খেয়াল রাখবেন: কিছু সীমিত সংখ্যক পদে আপনার আইনত পাওয়া নাম ব্যবহার করতেই হয়, কারণ সেইগুলোতে বাইরের সংস্থাদের সাথে কাজ করা হয়। এইটা সবসময় পদের বর্ণনা বা আবেদনপত্রে লেখা থাকবে।
এইটা আপনি কোন পদের জন্য আবেদন করছেন, তার ওপর নির্ভরশীল। আপনি “জমা দিন” নির্বাচন করার পর, পাতাটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানাবে যে এর পর কি হবে, আর আপনার কাছে একটা স্বয়ংক্রিয় কনফার্মেশন বার্তা(মেসেজ) যাবে।
যে সব ভূমিকায় অনেক পদ খালি আছে (যেমন একটা স্বেচ্ছাসেবকের দল, যেমন অনুবাদ বা ট্যাগ রাঙলিংগ): স্বেচ্ছাসেবা এবং নিয়োগ আপনার আবেদনপত্র প্রাসঙ্গিক সভাপতি এবং/বা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বের কাছে পাঠাবে। সভাপতি তারপর খালি পদটায় কোন সম্ভাব্য আবেদনকারী সবচেয়ে মানানসই তা বুঝতে তাদের ইন্টারভিউ নেবেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে তাদের আবেদনের ফলাফল জানিয়ে দেব।
যে সব ভূমিকায় কোনো বিশেষ সংখ্যক লোকই নেওয়া হবে (যেমন একটা কর্মীর পদ): স্বেচ্ছাসেবা এবং নিয়োগ সবার আবেদনপত্র জমা করে রাখবে, আর নিয়োগের সময় শেষে তা একসাথে প্রাসঙ্গিক সভাপতির কাছে পাঠাবে। সভাপতি তারপর খালি পদটায় কোন সম্ভাব্য আবেদনকারী সবচেয়ে মানানসই তাই বুঝতে তাদের ইন্টারভিউ নেবেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে তাদের আবেদনের ফলাফল জানিয়ে দেব।
সব আবেদনপত্রেরই পরবর্তী পদক্ষেপ নির্দেশ করে একটা স্বয়ংক্রিয় উত্তর আসা উচিত। সেটা পৌঁছানো নিশ্চিত করতে, *@transformativeworks.org এর থেকে আসা ইমেল আমরা আপনাকে সাদা তালিকাভুক্ত করতে বলি।
আপনি যদি ৪৮ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয় উত্তর না পান তবে আপনার স্প্যাম ফিল্টারগলো খতিয়ে দেখুন। তাতেও না পেলে, দয়া করে আপনি যে পদের জন্য আবেদন করেছেন এবং যে নাম তাতে ব্যবহার করেছেন তা জানিয়ে [email protected] কে ইমেল করুন।
না, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’য় কেউই তাদের কাজের জন্য দক্ষিণা বা আর্থিক প্রতিদান পান না।
যোগাযোগ পত্র ভরে স্বেচ্ছাসেবা এবং নিয়োগ এর সাথে যোগাযোগ করুন। আমরা সানন্দে আপনার যেকোনো প্রশ্নের উত্তর দেব, তাও বেশিরভাগ সময়ে ১ সপ্তাহের মধ্যে। (যদি আপনি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় প্রশ্ন পাঠান, তবে উত্তর আসতে আরও এক সপ্তাহ বেশি লাগতে পারে।)