Donations and Membership
দান করতে চাইলে, আমাদের দানপত্র পাতাতে যান।
আপনার সাহায্যের জন্য ধন্যবাদ! আপনার যদি দান সম্পূর্ণ করা নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকে, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন।
আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হন, তবে হ্যাঁ, আপনি চেক পাঠাতে পারেন। দুর্ভাগ্যবশতঃ, এই মুহূর্তে আমরা মার্কিন যুক্তাষ্ট্রের বাইরে থেকে চেক নিতে পারছি না। দয়া করে আমাদের দানপত্র ভরুন, “I will send payment by check”(আমি চেকে দান পাঠাবো) অপশনটি পছন্দ করুন, আর আপনার চেক নিম্নোক্ত ঠিকানায় পাঠান:
Organization for Transformative Works, Inc.
228 Park Ave S #18156
New York, New York 10003-150
USA
চেকে করা দান জমা পড়তে ৩ দিন অবধি সময় লাগতে পারে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন।
হ্যাঁ, যদি আপনি মার্কিন ডলারে দান করেন। কিন্তু নগদ এবং মানি অর্ডার আমরা শুধুমাত্র সদস্যপদ-বিহীন দান হিসেবে গ্রহণ করবো। সদস্যপদ দিতে হলে, আমাদের আপনার দানটি একটা অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের সাথে যুক্ত দেখাতে হবে, যাতে আমরা নির্বাচনের সময় প্রমাণ করতে পারি যে আপনি একজন সত্যিকারের মানুষ।
দান করার জন্য অর্থ পাঠানোর ঠিকানা:
Organization for Transformative Works, Inc.
228 Park Ave S #18156
New York, New York 10003-150
USA
এই বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের এর সাথে যোগাযোগ করুন।
হ্যাঁ, আপনি আমাদের দানপত্র ব্যবহার করে অনলাইন দান করতে পারেন। ( দয়া করে খেয়াল রাখবেন যে আমরা মার্কিন ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় নগদ বা চেক দ্বারা দান গ্রহণ করতে পারি না।) আপনি যখন আমাদের অনলাইন দানপত্র ব্যবহার করে দান করবেন, দানপত্রে আপনার দান করা অর্থের মূল্য মার্কিন ডলারে জানাতে বলা হবে। পরে আপনি আপনার দানের অর্থ ক্রেডিট কার্ড বা পেপ্যাল ব্যবহার করে সম্পূর্ণ করতে পারেন।
আরো সাহায্যের জন্য, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন বা পেপ্যাল সাপোর্ট এর সাথে কথা বলুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, উত্তরটা হ্যাঁ। OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) একটি নিবন্ধীকৃত (রেজিস্টার্ড) ৫০১(সি)(৩) অলাভজনক সংস্থা, আর এ সংস্থায় করা সব দানের জন্য ট্যাক্সে ছাড় পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের EIN নম্বর হল ৩৮-৩৭৬৫০২৪। আপনার কাছে প্রমাণস্বরূপ সেটা আপনার দানের রসিদেও দেওয়া থাকবে।
দয়া করে খেয়াল রাখবেন যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে আপনার দানের জন্য আপনি ট্যাক্স ছাড় পেতে পারেন বা নাও পেতে পারেন। কোনো মার্কিন নিবন্ধীকৃত ৫০১(সি)(৩) অলাভজনক সংস্থাকে করা দান আপনার দেশের আইন অনুযায়ী ট্যাক্স থেকে ছাড় পায় কিনা সে সম্বন্ধে জানতে কোনো ট্যাক্স উপদেষ্টার সাথে কথা বলুন।
এই বিষয়ে আপনার আরো কোনো প্রশ্ন থাকলে দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন।
সদস্যপদের জন্য করা দানে আইনসংক্রান্ত কারণবশতঃ আমাদের প্রত্যেকটা দান কোনো একজন ব্যক্তির সাথে সংযুক্ত করতে হয়, যাতে একজন ব্যক্তি বহুবার দান করে বহুবার ভোটদানের অধিকারী না হয়ে যান। (আরো জানতে নিম্নোক্ত OTW নির্বাচনে কাউকে ভোটদানের অধিকার দিতে সদস্যপদ ব্যয় কেন লাগে? পড়ুন।)
আমাদের কাছে আপনার তথ্য সুরক্ষিত আছে, আর তথ্য সুরক্ষার প্রতি আমরা ভীষণভাবে দায়বদ্ধ। আমরা কখনো আপনার আইনি পরিচয় এবং অনুরাগীসত্ত্বাকে এক করবো না। আরও জানতে, দয়া করে আমাদের গোপনীয়তা সংক্রান্ত নিয়মকানুন পড়ুন।
আপনি যদি ঠিকানা না দিয়ে দান করতে চান, তবে আপনি নগদে বা মানি অর্ডার (শুধুমাত্র মার্কিন ডলারে) সদস্য না হয়ে দান করতে পারেন। দয়া করে উপরোক্ত আমি কি নগদে বা মানি অর্ডারে দান করতে পারি? দেখুন।
আপনার আরো কোনো প্রশ্ন থাকলে, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন।
সদস্যপদের জন্য দান আপনাকে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্যপদ দেয়। আপনি আমাদের সংস্থার পরিচালক-মন্ডলীর বার্ষিক নির্বাচনে ভোটদান করতে পারবেন। আমাদের নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে তথ্যের জন্য, OTW নির্বাচন ওয়েবসাইটে যান, বা নির্বাচন বিভাগ-এর সাথে যোগাযোগ করুন।
সদস্যপদ বিনা দানকে আমরা ভীষণ ভাবে প্রশংসা করলেও, এটি কিন্তু আপনাকে OTW-র সদস্য করে না, এবং ভোটদানের কোনো অধিকার দেয় না।
অন্য অনেক অলাভজনক সংস্থার মতোই, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যপদের মূল্য নেয় তার কারণ—প্রতি সদস্য একজন একক মানুষ, এটি সহজ এবং সরলভাবে যাচাই করার জন্যে। নইলে একজন মানুষ আমাদের নির্বাচনে একাধিক ভোট দেওয়ার জন্য একাধিক সদস্যপদের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
এই দক্ষিণাগুলো OTW-কে আর্থিক সাহায্য করতেও ব্যবহৃত হয়, যাতে সংস্থার এবং আমাদের সমস্ত প্রকল্পের খরচ আমরা বিজ্ঞাপন দ্বারা পাওয়া অর্থ বা প্রত্যেক ব্যবহারকারীদের থেকে বাধ্যতামূলক ব্যবহার মূল্য নেওয়া ব্যতীত চালাতে পারি । আমরা আমাদের সর্বনিম্ন দানের মূল্য খুবই কম রাখতে বাধ্যপরিকর, যাতে তা সংস্থায় ঢুকতে ইচ্ছুক কারুর জন্য বাধা হয়ে না দাঁড়ায়, কিন্তু আমরা আশা করব যে যথাসম্ভব বেশি সদস্যই তাদের সুবিধামত বেশি দান করতে পারলে তা দেবেন!
সুষ্ঠ নির্বাচনের জন্য, OTW-র সব ভোটদানকারী সদস্যরা সত্যি সত্যিই আসল মানুষ তা নিশ্চিত করতে আমরা সদস্যপদ উপহার দিতে দিই না। আপনি অন্য কারুর হয়ে আমাদের ফর্ম ব্যবহার করে দান করতেই পারেন, কিন্তু এই দানগুলো তাদের সদস্যপদের স্বীকৃতি দেবে না।
না। OTW-র সদস্যপদের সাথে AO3ত-র আমন্ত্রণের কোনো যোগ নেই। AO3 অ্যাকাউন্ট পাওয়ার জন্য দয়া করে আমন্ত্রণ সারিতে-তে যোগদান করুন। OTW-তে করা দান AO3-কে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং আমরা আপনাদের দান আনন্দের সঙ্গে গ্রহণ করি। কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে AO3-কে সকলের জন্য একটি বিনামূল্য পরিষেবা হিসেবে চালিয়ে যেতে। ব্যক্তিগত দানের সঙ্গে AO3-তে অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই।
AO3 আমন্ত্রণ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, দয়া করে আমন্ত্রণ সারি-র সাথে যোগাযোগ করুন।
না। OTW সদস্যপদ এবং AO3 অ্যাকাউন্ট কোনোভাবেই যুক্ত হয় না। OTW অনুরাগীদের অনুরাগী দুনিয়ার ভিতরের ও বাইরের আলাদা পরিচয় রাখার অধিকারকে ভীষণভাবে সমর্থন করি। আমরা কখনোই দুটো জুড়ে দেবো না, এবং যেই তথ্যভান্ডারে (ডেটাবেস) সদস্যপদ সংক্রান্ত তথ্যাদি থাকে তা AO3-র অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যভান্ডারের থেকে সম্পূর্ণ আলাদা। আপনাদের তথ্য সংরক্ষণ এবং ব্যবহার আমাদের গোপনীয়তা সংক্রান্ত বিধি দ্বারা চালিত হয়।
আপনার সর্বশেষ দানের দিন থেকে এক বছর অবধি আপনার সদস্যপদ বৈধ থাকে। আপনি যদি দান করার সময় OTW সদস্য হতে চেয়ে পছন্দ করেন, এবং আপনার দানটি যদি আমরা সেই বছরের নির্বাচনে ভোটদানের জন্যে সদস্যপদ পাওয়ার শেষ তারিখের আগে পেয়ে থাকি, (তারিখটি OTW নির্বাচন বিভাগের দ্বারা প্রকাশিত হয়), তবে আপনি ভোট দিতে পারবেন।
আপনি শেষ কবে দান করেছেন সে সম্বন্ধে যদি অনিশ্চিত হন, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন। আপনার যদি সদস্যপদ, সদস্যপদ পাওয়ার শেষ তারিখ, বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকে, তবে দয়া করে নির্বাচন বিভাগের সাথে যোগাযোগ করুন ।
আপনার দান OTW-র কাজকর্ম এবং প্রকল্পগুলি চালাতে সাহায্য করে। আমরা একটি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত সংস্থা, সুতরাং আমাদের খরচের বেশিরভাগটাই আমাদের বিভিন্ন প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণে কাজে লাগে।
আমাদের ইদানিং কালের খরচ এবং সম্ভাব্য বাজেট সম্বন্ধে আরো জানতে, নিম্নোক্ত জিনিসগুলো দেখুন:
- আগের কয়েকটা বাজেট প্রকাশনা, খরচ এবং লক্ষ্য সংক্রান্ত তথ্য সমেত
- Our বার্ষিক হিসাবপত্র, যাতে আগের আর্থিক বছরের সব ব্যালেন্স শিট আর আমাদের প্রকল্পের কাজের খতিয়ান থাকে এবং
- আমাদের ইদানিংকালের দাখিল করা আয়কর নথি।
আরো কোনো প্রশ্ন থাকলে, দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন।
আপাতত OTW-র একটি বিশেষ কোনো প্রকল্প বা খরচের জন্য চিহ্নিত করে দান করা যায় না। এমন অনেক খরচ আছে যা কোনো একটি প্রকল্পের জন্য করা হয় না; বরং পুরো সংস্থার জন্য করা হয়। যেমন, আমাদের স্বেচ্ছাসেবকরা মিটিং এবং প্ল্যান বানাতে যে সফটয়্যার ব্যবহার করে; যে সার্ভারটি আমাদের অভ্যন্তরীণ নথিপত্র এবং AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) দুইই হোস্ট করে; এবং যে ফায়ারওয়ালটি ফ্যানলোর, AO3 এবং অভ্যন্তরীণ স্টোরেজ নিরাপদে রাখে। দানগুলি এইসকল ক্ষেত্রে সুষ্ঠভাবে কার্যচালনা এবং আরো অন্যন্য OTW প্রকল্পের কাজে লাগে।
ধন্যবাদজ্ঞাপক উপহার কিছু অপশনাল সামগ্রী যা আপনি মার্কিন$ ৪০ এর উপর দান করলে পাওয়ার জন্যে নির্বাচন করতে পারেন। এই উপহারের তালিকা নিয়মিতভাবে বদলে যায়। বর্তমান তালিকাতে কি কি আছে তা দেখতে দয়া করে দানপত্র দেখুন।
হ্যাঁ! দয়া করে উন্নয়ন এবং সদস্যপদ বিভাগের সাথে যোগাযোগ করুন আর আমাদের জানান যে আপনার কোন ধন্যবাদজ্ঞাপক উপহারটা পছন্দ। আপনি যখন দানের সেই মূল্যটায় পৌঁছে যাবেন, আমরা উপহারটা আপনার কাছে পাঠিয়ে দেব।
ক্রমাগত দান করর জন্য আমাদের ক্রমাগত দান পত্রে যান।
আপনি যদি সদস্যপদ অপশনটা বাছেন, ক্রমাগত দানগুলো সদস্যপদের জন্য বিবেচিত হবে।
আপনার ক্রমাগত দান বাতিল করতে , পেপ্যাল এ করা আপনার শেষবারের দানটায় যান, আর “… এর জন্য লেনদেন সামলান” (“Manage payments for …,” ) -এ যান, বা আপনার সেটিংস পাতার লেনদেন বিভাগে যান। ক্রমাগত দান বদলানো যায় না। আপনি যদি আপনার ক্রমাগত দান বদলাতে চান, তবে আপনাকে আগেরটা বাতিল করে আবার নতুন করে তৈরি করতে হবে।
দানে ব্যবহৃত ক্রেডিট কার্ড বদলাতে, আপনাকে আপনার পেপাল এ দেওয়া লেনদেনের খুঁটিনাটি বদলাতে হবে। এই বিষয়ে আরো তথ্যের জন্যে, PayPal help দেখুন, এবং পেপ্যাল সাহায্য বিভাগের সঙ্গে যোগাযোগ করুন।
না। দান পত্রের “In Honor of” (সম্মানার্থে) বিভাগে ইমেল ঠিকানা দেওয়া অপশনাল এবং তা কোনো ইমেল তৈরি করে না। তবে যিনি সেই সম্মান করলেন তিনি অন্য দাতাদের পাঠানো সব সাধারণ ইমেল পাবেন।
আমাদের সমস্ত খালি স্বেচ্ছাসেবক পদ বিষয়ক সংবাদ স্বেচ্ছাসেবা পাতায় তালিকাভুক্ত করা থাকে। আপনি যেই পদে স্বেচ্ছাসেবা করতে চান তা যদি এখন খালি না থাকে, দয়া করে পরে পাতাটা আবার এসে দেখুন, আর নতুন নতুন পদ খালি হবার জন্য নজর রাখতে থাকুন। আমরা সবসময় নতুন পদের বিজ্ঞাপন OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) এর খবর প্রকাশের জায়গায় প্রকাশ করে থাকি।