আমাদের এপ্রিল মাসের দান-সংগ্রহ অভিযান শেষের সময়ে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-য় থাকা আমরা আবার আপনাদের সহায়তায় অভিভূত। আপনাদের মুক্তহস্তে দান, যা ৮০-র বেশি দেশ থেকে ৪৬০০-র বেশি দাতার প্রতিনিধিত্ব করছে, আমাদের গত কয়েক দিনে মার্কিন $১২৫,০০০-এর বেশি তুলতে সাহায্য করেছে, যা আমাদের মার্কিন $ ১,০০,০০০-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে! Read More
Month: এপ্রিল 2018

আপনার দান ভক্তসঙ্ক্রান্ত ইতিহাস সংরক্ষণ করে!
আপনি কি কখনো বহু বছর আগে পড়া একটা গল্প খুঁজতে ফিরে গিয়ে দেখেছেন যে সেটা ইন্টারনেট থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? আমরা সকলেই ওরকম কিছুর ভুক্তভোগী। ভক্তদুনিয়া যত বাড়ে এবং যত সময় অতিক্রান্ত হয়, অগুন্তি হাজার ভক্তকর্ম রোজ নিশ্চিহ্ন হয়—প্রত্যেক মাসে গোটা গোটা সংগ্রহশালা অফলাইন হয়ে যায়, আর তাদের সাথে রত্নগুলো ভক্তদুনিয়া আর ভবিষ্যৎ প্রজন্মের ভক্তদের কাছ থেকে চিরতরে হারিয়ে যায়।
আর এখানেই Open Doors (খোলা দরজা)-এর সার্থকতা! খোলা দরজা OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-এর একটি প্রকল্প, যেটা ভক্তসংক্রান্ত নানা স্বর সংরক্ষণ এবং সংগ্রহ করার কাজে নিয়োজিত। এটি ইন্টারনেটের অন্যান্য জায়গা থেকে আপনার পুরোনো প্রিয় কর্মগুলোকে রক্ষা করতে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-এর সাথে কাজ করে। আপনার দানই আমাদের এই কাজ চালিয়ে যেতে প্রয়োজনীয় রসদ জোগায়। শুধুমাত্র ২০১৭তেই আপনার সাহায্যে খোলা দরজা প্রায় ৪৩০০০ ভক্তকর্ম সংরক্ষণ করতে পেরেছে! Read More