
স্প্রিংফেন (স্প্রিংফেন), একটা Prince of Tennis (প্রিন্স অফ টেনিস) সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)তে নিয়ে আসা হচ্ছে।
এই প্রতিবেদনটাতে:
- একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা
- স্প্রিং ফেন-এ যে স্রষ্টাদের কর্ম আছে তাদের জন্য এটা কি অর্থ বহন করে
- এর পরেও আপনার মনে প্রশ্ন থাকলে কি করবেন
প্রেক্ষাপট ব্যাখ্যা
春日 泽 (স্প্রিংফেন) এর মূল সাইটটি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং সেখানে হোস্ট করা কর্মগুলো-র সংরক্ষণের জন্য মডারেটররা সংগ্রহশালাটি কে AO3তে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।
Open Doors (খোলা দরজা) স্প্রিংফেন-এর নিয়ামক(মডারেটর) দের সাথে স্প্রিংফেনকে একটা আলাদা, খোঁজা যায়, এমন সমগ্র হিসেবে AO3তে আনতে কাজ করবে। সংগ্রহশালাটাকে তার সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে, বর্তমানে স্প্রিংফেন থাকা সব কল্পকাহিনী এবং শিল্প গুলোকে OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থার)’র সার্ভারে রাখা হবে, এবং তাদের নিজস্ব AO3’র কর্ম পাতায় এম্বেড করা হবে। অবশেষে, পুরোনো ওয়েবসাইটটায় যাওয়া সংযোগগুলোকে সব AO3‘র দিকে পাঠানো হবে যাতে কর্মগুলো সব তাদের পুরোনো ইউ আর এল(ঠিকানা)-এ পাওয়া যায়।
আমরা নভেম্বর মাসের পর থেকে স্প্রিংফেন থেকে AO3 সমগ্রটায় কর্ম নিয়ে আসা শুরু করব।
যে স্রষ্টাদের কর্ম স্প্রিংফেন সংগ্রহশালা তে আছে তাদের জন্য এটা কি অর্থ বহন করে?
স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। কর্ম নিয়ে আসার আগে তার একটা কপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3 তে একটা কপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা তাকে সমগ্রে নিয়ে না এসে তাতে আমন্ত্রণ করব। স্রষ্টার বকলমে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।
নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, সকল নিয়ে আসা অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে।
আপনার স্প্রিংফেন-এর ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করেখোলা দরজার সাথে যোগাযোগ করুন যদি:
- আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনি চান যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
- আপনার AO3তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম তাতে নিজেই নিয়ে চলে এসেছেন।
- আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক(এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত।
- আপনি আপনার কর্ম AO3তে নিয়ে আসতে চান না।
- আপনি আমরা আপনার কর্ম AO3 তে সংরক্ষণ করতে চাই জেনে খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
- আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা সাহায্য করতে পারি।
দয়া করে ইমেলের বিষয়ের জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। স্প্রিংফেন সংগ্রহশালাটায় আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে খোলা দরজা-র সাথে যোগাযোগ করুন, তাহলেই আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে স্প্রিংফেন-এর সংগ্রহশালার নিয়ামক(মডারেটর)-এর সাথে আমরা কাজ করব।)
নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করেখোলা দরজা-র ওয়েবসাইট দেখুন
যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে…
আপনার যদি আরো প্রশ্ন থাকে, খোলা দরজা প্রা-জি-প্র (FAQ)
-তে যান, বা খোলা দরজা সমিতির সাথে যোগাযোগ করুন।
ভক্তরা যদি আমাদের ফ্যানলোর এ স্প্রিংফেন -এর গল্পটা বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব।আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন দর্শকের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।
স্প্রিংফেন সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!
-খোলা দরজা দল এবং স্প্রিংফেন-এর নিয়ামকদল (মোডারেটর্স)