২০২৩ আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবসের জন্য আমাদের কর্মসূচী

নবমতম আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস শীঘ্রই আসছে, এবং OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) তার উদযাপন উপলক্ষ্যে কিছু ক্রিয়াকলাপ প্রস্তুত করেছে, যা কিছু দিনের মধ্যে শুরু হবে। আপনি এই আনন্দ অনুষ্ঠানে কি করে অংশগ্রহণ করতে পারবেন তা জানার জন্যে নিম্নের তালিকা দেখুন।

১. অনুরাগীকর্ম আহ্বান (ফ্যানওয়ার্কস চ্যালেঞ্জ)

আগের মাসে, আমরা আপনাকে আমাদের যখন অনুরাগীদুনিয়ার সমন্বয় হয়-থিম বিষয়ক অনুরাগীকর্মের আহ্বানে আমন্ত্রণ করেছিলাম, অনুরাগীদুনিয়ার মধ্যে ক্রসওভার এবং ফিউশন করার জন্যে। আপনি অনুরাগী সাহিত্য, চিত্রকলা, চলচিত্র, হেডক্যানন, এবং অন্যন্য কর্ম তৈরির করে অংশগ্রহণ করতে পারেন!

আপনার সৃষ্টিকে প্রকাশের সময়ে সামাজিক মাধ্যম (সোশ্যাল মিডিয়া)-এ #IFD2023 বা #IFDChallenge2023 ট্যাগ করুন, বা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস ২০২৩ সংযোজন (ট্যাগ) ব্যবহার করুন। আমরা আপনার সৃজনতা দেখার জন্যে উদগ্রীব!

২. ফিডব্যাক উৎসব (ফিডব্যাক ফেস্ট)

আপনার প্রিয় AO3 স্রষ্টার তৈরি কি একটি অনুরাগীদুনিয়ার ক্রসওভার বা ফিউশন আছে, যেটি আপনি অত্যন্ত ভালবাসেন? তবে সোশ্যাল মিডিয়ায় #IFD2023 or #IFDChallenge2023 ট্যাগ ব্যবহার করে সেটি সবার সঙ্গে ভাগ করুন! আমরা ১২ই ফেব্রুয়ারি একটি পোস্ট করবো যেখানে আপনার পছন্দের কর্মগুলি আপনি অন্যন্য অনুরাগীদের সুপারিশ সঙ্গে একসঙ্গে উপভোগ করতে পারবেন।

৩. ফ্যানলোর আহ্বান (ফ্যানলোর চ্যালেঞ্জ)

এই আনন্দ উৎসব শুধুমাত্র AO3-তে সীমাবদ্ধ নয়: ফ্যানলোর, OTW-র অনুরাগী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক উইকিও এটি উদযাপন করবে! এই আহ্বানটি ফেব্রুয়ারির ১৩ থেকে ১৯ তারিখ অবধি চলবে, এবং প্রত্যেক দিন একটি নতুন সম্পাদনা সম্পূর্ণ করার লক্ষ্য থাকবে। অংশগ্রহণ সম্বন্ধে আরো তথ্যের জন্যে, ২০২৩ আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবসের ফ্যানলোর আহ্বান পাতা দেখুন।

৪. খেলা আর অনুরাগী আড্ডা (Games and Fan Chat)

১৪ই ফেব্রুয়ারি ২১:০০ ইউ.টি.সি. (UTC) (আমার জন্য সেটা কোন সময়?) থেকে ১৬ই ফেব্রুয়ারি ৩:০০ ইউ.টি.সি. (আমার জন্য সেটা কোন সময়?) অবধি, ইংরাজি ভাষায় সক্ষমতার অধিকারী OTW-র স্বেচ্ছাসেবকরা, OTW-র নিজস্ব ডিসকর্ড সার্ভারে অনুরাগীজগৎ বিষয়ক কিছু খেলা নিয়ে একটি চ্যাটরুম পরিচালনা করবেন। আমরা ট্রিভিয়া, কুড়িটি প্রশ্ন (20 কোয়েশ্চেনস)। লিরিকস রাউন্ড রবিন, এবং আরো অনেক কিছু খেলবো!

আমরা সার্ভারে ১৪ই ফেব্রুয়ারি কর্মসূচির সম্পূর্ণ তালিকা নিয়ে একটি লিংক প্রকাশ করবো।


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Event

Comments are closed.