২০২২ সালের ফিডব্যাক ফেস্ট এখন শুরু হচ্ছে!

আমরা সকলেই মনে মনে নিজস্ব ‘ক্যানন’ গড়ে তুলেছি – যেসব গল্প, ভিডিও, ছবি, এবং অন্যান্য কর্ম আমরা ভালোবাসি এবং বারবার দেখি। জানুয়ারি মাসে, আমরা আপনাদের বলেছিলাম, এই বছরের আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবসের (ইংরেজিতে যার সংক্ষিপ্তসার “IFD”) থিম বা বিষয় ‘ফ্যান্ডম ক্লাসিকস’ হতে যাচ্ছে। এছাড়াও, যেইসব অনুরাগীকর্ম আপনার মতে পড়া, দেখা বা শোনা জরুরি তার একটা তালিকা তৈরী করতে অনুরোধ করেছিলাম।

এখন সেই সময় এসে গেছে। আপনারা কি তৈরী করে রেখেছেন তা দেখতে আমরা উদগ্রীব! এই প্রকাশনাটাই সেই জায়গা যেইখানে আপনি যেই কর্মগুলোকে অনুরাগীদুনিয়াতে ক্লাসিক বলে মনে করেন সেইসব কর্ম ভাগ করে নিতে পারেন। এইগুলো সেরকম কর্ম হতে পারে যার জন্য নিজস্ব অনুরাগীদুনিয়া গড়ে উঠেছে, কর্ম যা আপনাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে, বা ক্যানন গল্পটাকে একেবারেই নতুন ভাবে দেখতে বাধ্য করেছে। এইটার সংজ্ঞা আপনি একদম আপনার মত করে ঠিক করতে পারেন!

অংশগ্রহণ করতে, এমন কোনো ক্লাসিক অনুরাগীকর্ম যা আপনার মনে হয় কারুর বাদ দেওয়া উচিত নয় তার বিস্তারিত বিবরণ সমেত নিচে একটা মন্তব্য করুন। কর্মটার একটা সংযোগও সঙ্গে দিয়ে দিতে ভুলবেন না, আর এটাও বলবেন যে আপনি এই কর্মটাকে কেন ক্লাসিক মনে করেন। (চাইলে, আপনি #IFD2022 সমেত প্রকাশিত অন্য কোথাও আগে করা সুপারিশ প্রকাশনারও সংযোগ দিতে পারেন।)

এইসব অনুরাগীকর্মের স্রষ্টাদেরও প্রসিদ্ধ হওয়া অবশ্যই উচিত। সুতরাং, আপনি যখন সংযোগটা নিতে সেই কর্মে যাবেন, তখন তাদের কাজ আপনি কতটা ভালোবাসেন তা অবশ্যই বলে আসবেন। আর অন্যান্য যোগদানকারীদের পরামর্শগুলোও গিয়ে দেখে আসতে ভুলবেন না – আপনি হয়তো নিজস্ব সংস্করণে যোগ করার মতো একটা নতুন প্রিয় কর্ম পেয়ে যাবেন।

আমরা আশা করছি আপনার মজা হবে!


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Event

Comments are closed.