
এখন যেহেতু ২০১৯ সালের নির্বাচন হয়ে গেছে আর তার ফলও ঘোষণা হয়ে গেছে, আমরা আনন্দের সঙ্গে আমাদের ভোট পড়ার পরিসংখ্যান আপনাদের জানাচ্ছি!
২০১৯ সালে আমাদের মোট ভোটার সংখ্যা ছিল ৯৯৩৯। তাঁদের মধ্যে, ২২৩৪ জন ভোটার ব্যালট দাখিল করেছেন, যা সম্ভাব্য ভোটারদের ২২.৫ %। আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আগের বছরের তুলনায় ১৪.৬% বেশি ভোট পড়েছে। আমরা ব্যালট দাখিলের সংখ্যাতেও বৃদ্ধি লক্ষ্য করেছি, ৮২৭ থেকে ২২৩৪, যা আগের বছরের থেকে ২৭০% বেশি। এটা আমাদের এখনো অবধি সর্বোচ্চ ভোটদানের হার!
নির্বাচন সমিতি আমাদের ভোটদানে যোগ্য সদস্যদের নির্বাচনে ভোটদানে উৎসাহিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। পরিচালক-মন্ডলীতে যাঁরা নির্বাচিত হন, তাঁরা OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র প্রকল্পগুলোর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপরে বেশ তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করতে পারেন, এবং আমরা চাই তাতে আমাদের সদস্যদের মতামত গুরুত্ব পাক।
যাঁরা প্রার্থীরা প্রত্যেকে কত ভোট পেয়েছেন জানতে ইচ্ছুক, খেয়াল করবেন যে আমাদের নির্বাচন পদ্ধতি পরিচালন সমিতির প্রতি সভ্যকে সমান রাখতে তৈরী, যাতে তাঁরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারেন। এইজন্য আমরা সেই তথ্য প্রকাশ করি না। সাধারণত, আমাদের কোন অসফল প্রার্থী সবচেয়ে কম ভোট পেয়েছেন সেটাও আমরা প্রকাশ করতে চাই না; কারণ ভবিষ্যতে যখন পরিস্থিতি এবং সদস্যদের পছন্দ আলাদা হবে, তখন তাঁদের ভোটপ্রার্থী হতে নিরুৎসাহিত করতে চাই না। কিন্তু এই বছর মাত্র ৩-জন প্রার্থী ছিল, তাই এই তথ্যটি প্রকাশ্যে আসা অবধারিত।
আবার বলি, যাঁরা নির্বাচনের কোনো একটি ধাপে অংশগ্রহণ করেছেন, তাঁদের সকলকে একটা বড় ধন্যবাদ! আমরা আশা করছি আপনাদের আবার পরের বছরের ভারচুয়াল নির্বাচনে দেখতে পাব।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।