
Organisation for Transformative Works (রুপান্তরাত্মক কর্মের সংস্থা) যখন ২০০৭ সালে প্রতিষ্ঠাপিত হয়েছিল, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) তখনো কল্পনামাত্র। এই বছর জুলাই মাসে, আমরা ৫০ লক্ষ ভক্তকর্ম ও ২০ লক্ষ নথিভুক্ত ব্যাবহারকারী ছাড়িয়ে গেছি। এই ১৪ই নভেম্বর আমরা AO3’র দশম বার্ষিকী উদযাপন করছি। আমরা ঠিক করেছি যে এই উপলক্ষে আমরা প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবক ও সবচেয়ে পুরানো কর্মীবৃন্দের কিছু ছোট লেখা প্রকাশ করব, যাতে আমাদের পাঠকেরা এই সংগ্রহশালার ভিতরের একটি ঝলক পান।
এর পরের দুই সপ্তাহ ধারাবাহিক কিছু প্রকাশনার জন্য তৈরি থাকুন। AO3’র লম্বা স্বেচ্ছাসেবক তালিকা থেকে পাঁচজন বড় মাপের অংশগ্রহণকারী রয়েছেন, এবং তাঁরা লিখতে পিছপা হবেন না! AO3’র শুরুর দিনগুলোতে কেমন ছিল, OTW’র স্বেচ্ছাকর্মী হিসেবে তাঁদের অভিজ্ঞতা কিরকম, আর এই সংগঠনের ভবিষ্যৎ সম্পর্কে তাঁদের ধারণা — সব মিলিয়ে আমরা তাঁদেরকে প্রত্যেককে কিছু লিখতে আমরা অনুরোধ করেছি।
আগামি কয়েকদিনে, আপনি ফ্রাঞ্চেস্কা কোপা আর মিশেল টেপারের কাছ থেকে AO3 আর OTW’র অন্য প্রকল্পগুলি শুরু করতে কিরকম সহযোগিতা ও বৈষয়িক দক্ষতা লেগেছিল তার গল্প শুনবেন। আমাদের অতিপুরনো কর্মী রেবেকা সেন্তান্সের কাছে শুনবেন তিনি কেমন করে AO3তে স্বেচ্ছাকর্মী হিসেবে যোগদান করেছিলেন, জেমস_ এর কাছে শুনবেন স্টেজে উঠে হুগো অ্যাওয়ার্ড নেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল, এবং ম্যাটির কাছে শুনবেন AO3’র একদম প্রথম ট্যাগগুলো সামলানোর কথা।
আমরা আশা করছি এই তাদের এই অভিজ্ঞতাগুলি আপনাদের AO3’র ইতিহাস ও দৈনিক কাজকর্ম সম্পর্কে কিছু ধারণা তৈরি করতে সাহায্য করবে, এবং আপনারাও আমাদের এই সংগঠনটির বিবর্তনে গর্ব ও আনন্দ আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে পারবেন। AO3 ভক্তদের শিল্পকর্ম রাখার জন্য একটি মুক্ত ও খোলা মনের পরিবেশ তৈরি করেছে, এবং পরের দশ বছরে এটি কিভাবে আর সুন্দর করে গড়ে অতে তা দেখতে আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।