সেপ্টেম্বর ২০২২ সংবাদ প্রকাশনা, সংখ্যা ১৭১

I. OTW ১৫ বছর পূর্ণ করলো

সেপ্টেম্বর মাসে, যোগাযোগ সমিতি OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র ১৫তম জন্মদিন পালন করলো একটা তথ্য-জিজ্ঞাসার (ট্রিভিয়া) খেলা, একটি অনুরাগীকর্ম প্রতিযোগিতা, এবং ফ্রান্সেসা কোপ্পা আর কনস্টেনস পেনলের সঙ্গে বিশেষ ইন্টারভিউ দ্বারা। আমাদের তথ্য-জিজ্ঞাসার খেলা আর প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন, আর পুরস্কার দেওয়ার জন্য
উন্নয়ন ও সদস্যপদ সমিতি
কে ধন্যবাদ!

যোগাযোগ সমিতি জন্মদিনের ঠিক আগে আগেই Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র সংবাদ প্রকাশনাটিতে মন্তব্য করার অনুমোদন দেয়। অনুষ্ঠানগুলির শেষে, অনুষ্ঠানের সময়কালের মধ্যেই AO3-র ৫০ লক্ষ নিবন্ধীকৃত (রেজিস্টার্ড) ব্যবহারকারী লাভের কথাও আমরা ঘোষণা করি—তাও আবার কাকতালীয় ভাবে ১৫ই সেপ্টেম্বরেই!

II. AO3-তে

খোলা দরজা একটি ব্যাটেলস্টার গ্যালাক্টিকা অনুরাগীকর্মের সংগ্রহশালা বাই ইয়োর কম্যান্ড-র আমদানির কথা ঘোষণা করেছে। তারা একটি লর্ড অফ দা রিংস সংগ্রহশালা অফ এলভস অ্যান্ড মেন, এবং একটা এক্স-ফাইলস সংগ্রহশালাঅল থিংস Rat এর আমদানি (ইমপোর্ট) সমাপন করেছে।

আগস্ট মাস থেকে, সহজলভ্যতা, নকশা ও প্রযুক্তি সমিতি 0.9.323 এবং 0.9.324-র প্রকাশ করা শুরু করে দিয়েছে আর পরবর্তী প্রকাশ (যেটি এই প্রকাশনাটি জনসমক্ষে প্রকাশিত হওয়ার সময়ে সম্ভবত শুরু হয়ে গেছে) পরীক্ষা করা শুরু করেছে। এই তিনটি রিলিজে ছজন নতুন কোড কন্ট্রিবিউটরের দেওয়া কোডও অন্তর্ভুক্ত আছে!

অপব্যবহার নিবারণ সমিতি সেপ্টেম্বরে ১৭০০টি টিকিট পেয়েছে, যা আগের থেকে একটু বেশি, কিন্তু তারা টিকিটের সংখ্যাটা কমানোর জন্যে প্রচেষ্টা করছে। সেপ্টেম্বর মাসেই, ট্যাগ রক্ষণাবেক্ষক তাদের ব্যবহার্য্য টুলগুলোতে (ডিজিট্যাল সরঞ্জাম) কিছু সাধারণ পরিবর্তন এনেছে, যার ফলে নিরাপত্তা বাড়বে। আর তারা wrangulator-এ কিছু আপডেট লাগিয়েছে যার ফলে তাদের সমিতি এবং কর্মভার সামলানোর কাজে অনেকটাই সুবিধা হবে। এর জন্য সহজলভ্যতা, নকশা ও প্রযুক্তি সমিতিকে অজস্র ধন্যবাদ। আগস্ট মাসে, রক্ষণাবেক্ষকরা ৫২,০০০ এর বেশি অনুরাগীদলে ৪,২০,০০০-র বেশি ট্যাগ সামলেছেন—যা প্রত্যেক সক্রিয় রক্ষণাবেক্ষকের জন্য হাজারের বেশি ট্যাগ!

III. ফ্যানলোরের সংবাদ

ফ্যানলোর একটি আপগ্রেড পেয়েছে! ৩রা অক্টোবরে ফ্যানলোর উইকিকে মিডিয়াউইকির সর্ব-নূতন ভার্সনটায় আপগ্রেড করা হয়েছে। আরো অনেক কিছুর মধ্যে, এই আপগ্রেডটি ফ্যানলোরে একটি “ভিসুয়াল এডিটর” মোড যুক্ত করেছে, যেটা অবদানকারীদের হয়ে ফরম্যাটিং-এর শক্ত কাজের অনেকটাই করে দেয়। অর্থাৎ, আপনাকে সম্পাদন করতে হলে উইকি মার্কআপ শিখতে হবে না (কিন্তু মার্কআপ এর ভক্তরা এখনও তা ব্যবহার করতে পারবেন)!

এছাড়া, অক্টোবরে ফ্যানলোর তার নতুন গ্রাফিক ডিজাইনার এবং প্রচার-বিষয়ক স্বেচ্ছাসেবকদের সাহায্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ফ্যানিম্যাঙ্গালোর উদযাপন করছে। এটা ফ্যানলোরের অ্যানিমে এবং মাংগা থিমের মাস।

IV. OTW’র অন্যান্য জায়গায়

১৫ই সেপ্টেম্বর শুধুমাত্র AO3-র জন্যই বড় দিন ছিল না! তা Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি)-র জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, কারণ তার ৩৮তম ইস্যু, যেটা একটা সাধারণ ইস্যু, তা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে উন্নয়ন এবং সদস্যপদ সমিতি এ বছরের ওয়ার্ল্ডকনে একটি টেবিল হোস্ট করেছে। তার সম্মেলনে প্রচার প্রকল্প আপডেট করআর সঙ্গে সঙ্গে, তারা আরো অন্যন্য কনভেনশনে অংশগ্রহণ করার জন্যে উদগ্রীব।

আইনি পরামর্শদাতা সমিতি অনলাইন সার্ভিস প্রোভাইডার এবং মার্কিন অলাভজনক সংস্থার ওপর সাম্প্রতিক আইনি জটিলতা নিয়ে খানিক গবেষণা ও বিশ্লেষণ করেছে। তারা একটি মার্কিন কপিরাইট অফিসের ভ্রম-সংক্রান্ত শুনানিতে গেছে। OTW-র ব্যবহারকারী এবং অন্যান্য নানান প্রশ্নেরও তারা জবাব দিয়েছে।

শেষে জানাই, কম্পিউটার/সার্ভার রক্ষণাবেক্ষণ সমিতি ফ্যানলোর এবং AO3 কে একটা নতুন সার্টিফিকেট প্রোভাইডার দিয়েছে। এই সমিতি আমাদের পরিকাঠামোর বিভিন্ন অংশের উন্নতিকল্পে কাজ চালিয়ে যাচ্ছে, যার উদাহরণ – ফ্যানলোরের মিডিয়াউইকি এবং AO3-র এসকিউএল।

V. স্বেচ্ছাসেবকদের বিষয়ে

২৬শে আগস্ট থেকে ২৩শে সেপ্টেম্বর অবধি, স্বেচ্ছাসেবক এবং নিয়োগ সমিতি ৮৮টি নতুন অনুরোধ পেয়েছে, আর ৮০টা অনুরোধের কাজ শেষ করেছে। সুতরাং আমাদের আর ১৩০টা অনুরোধের কাজ বাকি আছে (তার মধ্যে নিম্নে তালিকাভুক্ত স্বেচ্ছাসেবক গ্রহণ ও প্রতিসারণও অন্তর্ভুক্ত)।

২৩শে সেপ্টেম্বর অবধি, OTW-তে ৯০৩জন স্বেচ্ছাসেবক আছেন। \o/ সম্প্রতিকালের কর্মী-যাতায়াত নিচে তালিকাভুক্ত করা আছে।

খোলা দরজার নতুন স্বেচ্ছাসেবক: বেথ বি, হুকডঅনদ্যাস্কাই, রান্ট, এবং আরো ৭ জন ইমপোর্ট অ্যাসিস্ট্যান্ট
কৌশল ও পরিকল্পনা সমিতির নতুন স্বেচ্ছাসেবক: অদ্রি রিচার্ডস
সংযোজন রক্ষণাবেক্ষণ সমিতির নতুন স্বেচ্ছাসেবক: ২ডি ট্র্যাশ, আলনসেছস, এওইএইচ, অস্টেরিস্ম, বার্নেসর্মদ, বেলিভিশন, ক্যাকটাস, ছায়া, চেডারমনক, চেসায়র, চাকিব্লু, কন্নর, কর্ভাসগ্রে, দ্যাজনদ্বারা, ডিংডিং, এইরিনেন, এলাডব্লিউ, ন্যেলিনা, ফেয় জেড, ফ্ল্যামিংগ, ফ্লাওয়ারমেমোরি৭, ফোর স্পারকস, হাউল, জ্যানবি, জেইরো, যেন ক্যাসো, জুলস এফ, কেইসা, লেডিড্রাগনা, ল্যারান্ট, ল্যাভেন্ডার টি, লিজবিন, লম্বিন, m0th3rw4r, মারিয়া ফইভি, মিয়েরকি, নাইড, রেয়ন, রেয়া, রোজ, সানসাইন৭১২, সুমেগো, উল্ট্রামেরিন, আনইসি, ভিরীন, ই লুও, ইমির (সবাই ট্যাগ Wranglers), হারলো, তাফাধালি, এবং আরো ১জন সুপারভাইজার
অনুবাদ সমিতির নতুন স্বেচ্ছাসেবক: দাশা (স্বেচ্ছাসেবক ব্যবস্থাপক) এবং ১জন সংবাদ অনুবাদক

যোগাযোগ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: এ্যালেগ্রা (ফ্যানহ্যাকার স্বেচ্ছাসেবক)
ফ্যানলোরের বিদায়ী স্বেচ্ছাসেবক: ক্যাথারিন হুভস্টল (সামাজিক মাধ্যম এবং প্রচার স্বেচ্ছাসেবক)
খোলা দরজার বিদায়ী স্বেচ্ছাসেবক: বেথ বি (প্রশাসনিক স্বেচ্ছাসেবক), ১জন টেকনিক্যাল স্বেচ্ছাসেবক এবং ৪জন ইমপোর্ট অ্যাসিস্ট্যান্ট
অপব্যবহার নিবারণ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: তেই এবং আরো ১জন স্বেচ্ছাসেবক
যোগাযোগ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: হারিকেনএরিন এবং আরো ৮জন স্বেচ্ছাসেবক
কম্পিউটার/সার্ভার রক্ষণাবেক্ষণ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: ১জন স্বেচ্ছাসেবক এবং ১জন প্রকল্প ব্যবস্থাপক
সংযোজন রক্ষণাবেক্ষণ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: সিঙ্গী
অনুবাদ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: আয়াটি, ফারা এবং আরো ২জন অনুবাদক

আমাদের সমিতির কাজকর্মের বিষয়ে আরো তথ্যের জন্য, দয়া করে আমাদের ওয়েবসাইটে সমিতি তালিকাগুলো দেখুন


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Newsletter

Comments are closed.