
OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র গত এক দশক উদযাপন করতে করতে, এক মুহূর্ত সময় নিয়ে সামনের দিকে তাকানো যাক। আপনার দানের কল্যাণে, আমাদের সামনে একটি উজ্জ্বল পথ উপস্থিত। আপনার অব্যাহত সাহায্য আমাদের সব প্রকল্পকেই অর্থ জোগায়, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) থেকে ফ্যানলোর উইকি অব্দি, Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম আর সংস্কৃতি) থেকে আইনি সহায়তা বিভাগ অব্দি। এই প্রকল্পগুলো থেকে আপনি খুব তাড়াতাড়ি কি আশা করতে পারেন তার একটা স্বাদ এখানে দেওয়া হল:
AO3’র অদূর ভবিষ্যতে ওয়েবসাইটের স্থায়ীত্বর জন্য অব্যাহত বর্ধন অন্তর্ভুক্ত। আপনার দান আমাদের AO3 উন্নত(আপগ্রেড) করতে সাহায্য করতে ঠিকাদার ভাড়া করতে দিয়েছে, এবং আমরা ওই পরিকাঠামো উন্নয়ন চালিয়ে যাব। আরো তথ্য পেতে আমাদের মুক্তি মন্তব্য -এ চোখ রাখুন! AO3 Open Doors (খোলা দরজা)-র সঙ্গে বিপদগ্রস্ত ভক্তকর্ম আমদানি এবং সংরক্ষণ করার কাজ চালিয়ে যাবে, একটি নতুন ও উন্নততর আমদানি করার পদ্ধতি ব্যবহার করে।
ইতিমধ্যে, ভক্তদের ভক্ত-সংক্রান্ত আইনি সমস্যা নিয়ে প্রশ্ন সম্বন্ধে সাহায্য করার রোজকার কাজের সঙ্গেই আইনি সাহায্য আবার ২০১৮ সালে চলচ্চিত্র নির্মাতাদের জন্য ডিজিট্যাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট (DMCA) থেকে অব্যাহতি পুনর্নবিকরণ করার জন্য তৈরী হচ্ছে।
২০১৮ সালেই, TWC তার ঐতিহাসিক দশম বার্ষিকী সংখ্যা প্রকাশ করবে, যেটা জার্নলটার মোট প্রকাশিত নিবন্ধের সংখ্যা প্রায় ৫০০তে নিয়ে আসবে! OTW’র দশ বছরের অতীত-সম্বন্ধীয় উদযাপনের অংশ হিসেবে, TWC’র ওই সংখ্যাটা “ভক্তদুনিয়ার ভবিষ্যত”-এর উপরে কেন্দ্রীভূত হবে, আমাদের সম্প্রদায়গুলোর নেটওয়ার্কগুলো কি ভাবে প্রসূত হয়েছে এবং হতে থাকবে তার ব্যাখ্যা করে। TWC’র টাম্বলার(Tumblr) আর তাদের ওয়েবসাইট-এ এই সংখ্যাটা সম্পর্কে ঘোষণার জন্য নজর রাখুন।
আমরা যেই ভবিষ্যতের দিকে তাকাই, ২০২৭ হয়তো অনেক দূরে মনে হয়। এখন থেকে তখন অব্দি অবর্ণিত সংখ্যক ভক্তদুনিয়া বেরোবে, আর সেই সব ভক্তদুনিয়ায় অবর্ণিত সংখ্যক ভক্তসাহিত্য তৈরি করা হবে। কিন্তু একদিন ২০১৭’ও অনেক দূরে মনে হয়েছিল, কিন্তু আজ আমরা এখানে দাঁড়িয়ে! আমরা আশা করি যে আগামী দশকে আমরা আপনাদের মধ্যে যারা আমাদের সঙ্গে অনেক দিন আছেন শুধু তাদেরই নয়, তার সঙ্গেই আরো যে সমস্ত শিল্পী, যারা হয়তো এখনো তাদের প্রথম ভক্তদুনিয়া আবিস্কার করে উঠতে পারেনি, তাদেরকেও পরিষেবা প্রদান করতে পারব। আসুন আমরা নতুন ভক্ত, নতুন ভক্তদুনিয়া, নতুন লক্ষ্য আর নতুন সাফল্যের দিকে এগিয়ে যাই!
আমরা আশা করি যে আপনি আগামী বছরগুলোতেও OTW এবং তার প্রকল্পগুলোকে সাহায্য করে যাবেন। ভবিষ্যতের জন্য আমাদের অনেক জিনিস জমিয়ে রাখা আছে, আর আপনার সঙ্গে তা ভাগ করে নিতে আমরা আর অপেক্ষা করতে পারছি না!
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।