
আন্তর্জাতিক ভক্তকর্ম দিবস -এর মন্তব্যের মেহফিল ২০২০-তে স্বাগতম!
আপনি OTW-তে (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) অতিথি, তাই ধরে নেওয়াই যায় যে আমাদের মতন আপনিও ভক্তশিল্পকর্মের বিশাল ভক্ত। আপনার সবচেয়ে প্রিয় ভক্তশিল্পকর্ম নিয়ে উৎসাহি হওয়ার এটাই সময়। কি করতে হবে জানতে এগিয়ে চলুন:
এর নিম্নাংশে লিখে অন্তত তিনটি ভক্তশিল্পকর্ম সুপারিশ করুন আর আমাদের জানান কেন আপনি তাদের ভালবাসেন। হয়ত আগের বছরে আপনার দেখা সবচেয়ে ভাল তিনটি ভক্তশিল্পকর্ম, নয়তো কিছু একটা বিষয় বা মূল সম্পর্ক নিয়ে তিনটি ভক্তশিল্পকর্ম সুপারিশ করবেন। নয়তো মনে আসা প্রথম তিনটে ভক্তশিল্পকর্ম নিয়ে লিখতে চাইতে পারেন।
আপনি চাইলে সোশাল মিডিয়াতেও সুপারিশ সমেত প্রকাশ করে এখানে সংযোগ করে দিতে পারেন, অথবা পোস্টটা #FeedbackFest দিয়ে সংযোজন করতে পারেন যাতে সবাই দেখতে পায়। মনে রাখবেন, ভক্তদের সম্প্রদায়, সংবাদপত্র, সংগ্রহশালা, এবং অন্যান্য সংস্থান সবই ভক্তশিল্পকর্ম। সব নিয়েই আপনি লিখতে পারেন।
অন্যদের পোস্ট দেখে কোন ভক্তশিল্পকর্ম দর্শন করতে গেলে সেগুলোতে মন্তব্য, বাহবা, পছন্দ ছাপ, ইত্যাদি কিছু প্রতিক্রিয়া প্রকাশ করতে ভুলবেন না। এতে চারপাশে ভালবাসা ছড়ায়।
তাহলে শুরু করা যাক! আপনার সুপারিশ দিতে লেগে পড়ুন। মন্তব্য বিভাগে আপনার পছন্দের শিল্পীদের দেখিয়ে দিন তাঁদের কাজ আপনার কাছে কত মূল্যবান!
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।