
ফ্রোডোহীলার্স লর্ড অফ দা রিংস ভক্তসাহিত্য সংগ্রহশালা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) তে নিয়ে আসা হচ্ছে।
এই প্রতিবেদনটাতে:
- একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা
- ফ্রোডোহীলার্স-এ যে স্রষ্টাদের কর্ম আছে তাদের জন্য এটা কি অর্থ বহন করে
- এবং এর পরেও আপনার মনে প্রশ্ন থাকলে কি করবেন
প্রেক্ষাপট ব্যাখ্যা
ইয়াহু! গ্রুপস ইমেল-করা মেসেজের সংগ্রহশালাগুলিকে রক্ষণাবেক্ষণ থামিয়ে দেওয়াতে, ফ্রোডোহীলার্স -এ প্রকাশ করা কর্মগুলি সেভ করা হয়েছে ও সেগুলি শেয়ার করা হচ্ছে যাতে সেই গল্পগুলি হারিয়ে না যায়।
Open Doors (খোলা দরজা) অ্যানকালিম8301র সাথে ফ্রোডোহীলার্স কে একটা আলাদা, অনুসন্ধানযোগ্য, এমন সংকলন হিসেবে AO3তে আনতে কাজ করবে।
আমরা ফেব্রুয়ারি মাসের পর থেকে ফ্রোডোহীলার্স থেকে AO3 সংকলনে কর্ম নিয়ে আসা শুরু করব।
যে স্রষ্টাদের কর্ম ফ্রোডোহীলার্স-এ আছে তাদের জন্য এটা কি অর্থ বহন করে?
স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। কর্ম নিয়ে আসার আগে তার একটা প্রতিলিপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3 তে একটা প্রতিলিপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা তাকে সমগ্রে নিয়ে না এসে তাতে আমন্ত্রণ করব। স্রষ্টার পক্ষে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।
নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, সকল নিয়ে আসা অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে।
আপনার ফ্রোডোহীলার্স-এর ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করেখোলা দরজার সাথে যোগাযোগ করুন যদি:
- আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনি চান যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
- আপনার AO3তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম তাতে নিজেই নিয়ে চলে এসেছেন।
- আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক(এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত।
- আপনি আপনার কর্ম AO3তে নিয়ে আসতে চান না।
- আপনি আমরা আপনার কর্ম AO3 তে সংরক্ষণ করতে চাই জেনে খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
- আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা সাহায্য করতে পারি।
অনুগ্রহ করে ইমেলের বিষয়ের জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। সংগ্রহশালাটায় আপনার ফ্রোডোহীলার্স অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে
নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করেখোলা দরজা-র ওয়েবসাইট দেখুন
যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে…
আপনার যদি আরো প্রশ্ন থাকে, খোলা দরজা প্রা-জি-প্র (FAQ) যান, বা খোলা দরজা সমিতির সাথে যোগাযোগ করুন।
ভক্তরা যদি আমাদের ফ্যানলোর এ ফ্রোডোহীলার্স -এর গল্পটা বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব। টিপ্স-এর জন্যনতুন দর্শকের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার-দের জিজ্ঞাসা করুন।
ফ্রোডোহীলার্স সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!
-খোলা দরজা দল আর অ্যানকালিম8301
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।