
এই মাসে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র বয়স ১৫ বছর হচ্ছে!
এই অনুষ্ঠান উদযাপনের একটি অংশ হিসাবে আমরা আমাদের একজন প্রতিষ্ঠাতা, ফ্রানসেস্কা কোপ্পার সঙ্গে একটি বিশেষ ‘৫-টি কথা’ প্রকাশ করছি। এই প্রকাশনাটিতে ফ্রানসেস্কার OTW-র প্রথমদিকের দিনগুলির স্মৃতি এবং এই সংস্থা প্রতিষ্ঠার পর থেকে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে সেই সম্বন্ধে আপনি জানতে পারবেন। আমরা এছারাও একটি ট্রিভিয়া প্রতিযোগিতা (শুধুমাত্র ইংরাজিতেই হবে) এবং একটি অনুরাগীকর্ম আহ্বান (ফ্যানওয়ার্ক চ্যালেঞ্জ) আয়োজন করেছি। আপনি যদি আরো জানতে আগ্রহী হন, তাহলে OTW-র জন্মবার্ষিকী প্রকাশনার ইংরাজি সংস্করণ দেখুন।
প্রত্যেক মাসে OTW একজন স্বেচ্ছাসেবকের সঙ্গে সংস্থায় তাদের অভিজ্ঞতা নিয়ে একটি প্রশ্ন-উত্তর বৈঠক (Q&A) আয়োজন করবে। এই প্রকাশনাগুলি প্রত্যেক স্বেচ্ছাসেবকের ব্যাক্তিগত মতামত, এবং আবশ্যকভাবে OTW-র নিজস্ব ধ্যানধারণা বা OTW নীতি প্রতিফলন করে না।
স্বেচ্ছাসেবক হিসাবে আপনার কর্মগুলি OTW-র বৃহত্তর ক্ষেত্রে কিভাবে কার্যকর হয়?
আমরা ২০০৭ সালে শুরু করার পর আমি OTW-তে বিভিন্ন ধরনের ভুমিকা পালন করেছি। আমরা একটি সংস্থা হিসেবে শুরু হওয়ার আগেই আমি দায়িত্ব ছিল যেসব বহু, বহু অনুরাগীরা স্বেচ্ছাসেবক হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন, তাদের সংগঠিত করা। তারপর আমি পাঁচ বছর পরিচালক মণ্ডলীতে ছিলাম, যেসময় আমি যোগাযোগ সমিতি সক্রিয় থাকি, Open Doors (খোলা দরজা) প্রতিষ্ঠাতে সাহায্য করি, আর অনুরাগী ভিডিও ও মাল্টিমিডিয়াতে কাজ করি।
আমরা যখন Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র ব্যবহারকারী অভিজ্ঞতা (ইউসার এক্সপিরিয়েন্স) তৈরি করছিলাম, তখন আমি সংগ্রহশালার ওয়্যারফ্রেমস-এর নজরদারির দায়িত্বে ছিলাম; সেটা আমার সাধারণ কর্ম অভিজ্ঞতার বাইরে একটি মজার কাজ ছিল। এখন আমি মূলত তাত্ত্বিক -আইনি বিষয়ক দিকে কাজ করি, আমি বিতর্কমূলক রচনা লিখি (উদাহরণ আমি ডক্টর সয়েস/স্টার ট্রেক নিয়ে কাজ করেছিলাম) এবং OTW-র আইনি সমিতির দরকার অনুযায়ী সাক্ষ্য দি, এছাড়াও আমি Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্বক কর্ম ও সংস্কৃতি) জন্যেও কাজ করি, এবং রিসার্চ পেপার খুঁজে সেগুলি পুনর্বিচার ও সমালোচনা করি। আমি দরকার হলে যোজযোজ সমিতি সঙ্গে কাজ করি, এছাড়া আমি এখনো সাক্ষাৎকার নিই এবং সাংবাদিকদের অনুরাগী-জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিই। (যদিও অনেক সাংবাদিকরা এখন নিজেরাই অনুরাগী, যা প্রচুর সাহায্য করে!)
একজন স্বেচ্ছাসেবক হিসাবে আপনার একটি সাধারণ সপ্তাহ কি রকম?
আমি যেই কর্মগুলি করি সেগুলি সাপ্তাহিকের থেকে বেশী মাসিক। TWC বছরে দুটি (এবং কখনো কখনো তিনটি!) সমকক্ষ পর্যালোচনা (পিয়ার রিভিউ) করা প্রকাশনা আনে, যা অবিশ্বাসনীয়; আমি সবসময়ই খেয়াল করি এ বহু ইউনিভার্সিটির সাহায্য প্রাপ্ত, বেতনভুক্ত কর্মী দ্বারা পরিচালিত পত্রিকারও এত ভাল কর্মক্ষমতা নেই! বেশিভাগ পত্রিকা শুধুমাত্র কয়েকবছর প্রকাশিত হয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা এখন শক্তির সঙ্গে প্রকাশনা চালিয়ে যাচ্ছি। তাত্ত্বিক-আইনি বিষয়ক দিকটি অত্যন্তভাবে নির্দিষ্ট সময়সীমা (ডেডলাইন) কেন্দ্রিক; সমস্যা তৈরি হলে তার দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন। (OTW-র আইনি সমিতিকে বহু ধন্যবাদ, তারা আমাদের জন্য নিশ্চিত করে যে এমন সমস্ত আইনি বিষয় যা আমাদের প্রভাবিত করতে পারে, সেই বিষয়গুলিতে আমরা মত দিতে পারি।)
আপনি যখন OTW-র শুরুর দিকে ফিরে দেখেন, তখন বর্তমানের OTW-র কোন বিষয়টি আপনাকে সবথেকে অবাক করে?
যে কিছু ব্যাক্তি—তাদের মধ্যে কিছুজন আমাদের ভালবাসেন এমনও আছেন—যারা উপলব্ধি করেন না যে OTW একটি অনুরাগী প্রকল্প, কোন ব্যবসা নয়! যে এটি তৈরি হয়েছিল কিছু অনুরাগীদের দ্বারা, যারা বাজার চাহিদার জন্যে প্রচুর অসুবিধার সম্মুখীন হন! আমি মনে হয় এখনকার বহু অনুরাগীর প্রাক-পুঁজিবাদী ইন্টারনেটকে ভুলে গেছেন, তারা ভাবেন ইন্টারনেটে সবকিছুই একটি ব্যবসা। আর OTW-র অলাভজনক আদর্শও অনেকের কাছে বিভ্রান্তিকর—কারণ অনুরাগীদুনিয়া টাকা দিয়ে এটিকে সক্রিয় রাখে, কিন্তু অনুরাগীদুনিয়ার সবাই অর্থ প্রদান করেন না।
OTW অনুদান চায় যাতে যারা অর্থ প্রদান করতে সক্ষম তারা অর্থ প্রদানে অক্ষম অনুরাগীদের সাহায্য করতে পারে, ইউ.এস.এ-র সর্বজনীন টিভি বা রেডিয়োর মতো, আর আর্থিক দিক বাদ দিয়ে সবাই আমাদের এই প্রকল্পটি ব্যবহার করতে পারে। আর আমার মনে হয় কিছু মানুষ বিশাস করতে পারেন না যে এত বড়ো ও এত সফল কিছু (আর আমি বলছি সম্পূর্ণ OTW-র কথা, শুধুমাত্র AO3 নয়, TWC এবং OTW Legal-ও, অমিকস ব্রিফ লিখতে পারে এবং সরকারের দ্বারা একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে স্বীকৃত হতে পারে) ব্যবসার বাইরে কার্যকর হতে পারে। আমরা সার্ভারগুলির জন্যে অর্থ প্রদান করি (এবং সার্ভার মালিকানাও আমাদের কাছেই), কিন্তু অনুরাগীদুনিয়া শ্রমদান করে, পরিচালক মণ্ডলী থেকে প্রত্যেক স্তরে। আর সত্যি কথা বলতে, এই শ্রমদান সবথেকে অমূল্য বিষয়, শুধুমাত্র অর্থনৈতিকভাবে নয় (যদিও অর্থনৈতিক সুবিধাও আছে!) বরং আমদের সংস্থার প্রতি অনুরাগীদুনিয়ার ভালোবাসার অর্পণ হিসাবে। OTW এমন একটি জিনিস যা বহু মানুষ আশা করেছিলেন এবং বহু শ্রমের মাধ্যমে এটি তৈরি হয়েছে; এটি একটি নৌকা যা আমরা তৈরি করেছি আর এটি এখন কার্যকর কারণ নতুন মানুষরা এসে শ্রমের দ্বারা এটিকে কার্যকর করেন।
OTW-তে আপনার নিজস্ব কোন কৃতিত্ব নিয়ে আপনি সবথেকে বেশি গর্বিত?
আমার ছাত্র-ছাত্রীদের মুখ যখন তার জানতে পারে যে আমি OTW তৈরি হওয়ার সঙ্গে যুক্ত ছিলাম। হঠাৎ করে, আমি একজন তারকা! তাদের সবার AO3 অ্যাকাউন্ট আছে। আমার মনে আছে একট অতীত একনে আমি চিন্তিত ছিলাম যে সবাই অনুরাগীদুনিয়াতে আমার জড়িত থাকে কথা জেনে যাবে, আর এখন আমার কলেজ এটিকে একটি বৈশিষ্ট্য হিসাবে দেখে: The AO3 একটি হিউগো পুরস্কার পেয়েছে!
কোন সমস্যা (বা কোন সমস্যাগুলি) OTW-র অগ্রগতিতে সবথেকে বেশি?
ও জিজ! সমস্যা ছিল এবং থাকবে। যখন শ্রম দান হিসাবে আসে, তখন কোন কাজটি আগে করা দরকার এবং কোনটি কাজটি সবাই করতে পছন্দ করে, করতে চায়, বা ভাল করে করতে পারে, তার মধ্যে একটি অমিল থেকে যায়। আর বিস্ময়কর নয় যে প্রচুর মানুষ প্রাত্যহিক জীবনে যেসব বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করেন সেইসব বিষয়ে তারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহী নন; তারা কাজ থেকে একটু নিবৃত্তি চান! কিন্তু একটি পুরোনো প্রবাদ আছে যে মালী অবসরে পিয়ানো বাজায়, এবং পিয়ানবাদক অবসরে বাগান করেন। আমার সবসময়ই মনে হয় যে অনুরাগীদুনিয়াও অনেকটা সেই রকম, আর OTW, তাই সেই রকমই।
OTW-র করা কাজগুলি আমাকে আন্তরিকভাবে স্পর্শ করেছে, যে এত মানুষ আসেন এই কাজগুলি করতে। আমার মনে হয় OTW-র মত একটি সংস্থা, যেখানে কেউ বেতনলাভ করে না, তার প্রতিভাবান কর্মদক্ষতা ও দ্রুততা যথেষ্ঠ বিস্ময়কর। আর অনুরাগীদুনিয়াও সেটা জানে—আমার মতে আমরা প্রায় সমস্ত লাভজনক সংস্থার থেকে বেশি ভাল পরিষেবা দিই, আর আমরা বেশিরভাগ লাভজনক সংস্থার চেয়ে বেশি পেশাদারিত্ব প্রদর্শন করি। (এমন নয় যে আমরা সব বিষয়ে নিখুঁত, না সেটা একদমই নয়, কিন্তু যে ব্যক্তিরা অভিযোগ করেন তার কখনো বলেন না কে বেশি ভাল কাজ করছে, কারণ কেউই সেরা কাজ করছে না: কিছু কিছু সমস্যা যথার্থই গুরুতর সমস্যা।)
এটা বলার পর, এখন আমরা এত বড়, আমি যখন ভবিষ্যতের কথা ভাবি… আমার মতে , আমাদের পরবর্তী স্তরে এখনকার থেকে “একটু” বেশি অর্থদান দরকার নয়, আমাদের দরকার বহু মাত্রায় বেশি অর্থ, সম্পূর্ণ অন্যমাত্রায় অর্থ। এটা অনেকটা সেরকম (কিছু পাঠকরা খুব ভাল করে বুঝতে পারবেন আমি কি বলছি) যখন কেউ আপনাকে জিজ্ঞেস করেন আপনি আপনার জন্মদিনে কি উপহার চান, আর আপনি বলেন “কিছুনা”, কিন্তু আপনি আসলে যেটা বলতে চান সেটা হল, “তুমি আমাকে আমার জন্মদিনে আমার চাহিদামত কিছু দিতে পারবে না—আমার দরকার, হয়তো, একটা সোফা। আমার বাড়িটা রঙ করনো দরকার। আমার গাড়ির জন্য একটি নতুন ট্রান্সমিশন দরকার।”
আর আমরা যদি সেরকম মাত্রায় অর্থ যোগাড় করতে পারি, তাহলেও—মহান সিন্ডি লপার বিজ্ঞতার সঙ্গে বলেছিলেন, “অর্থ সবকিছু বদলে দেয়।” আমরা যদি প্রচুর বেতনভুক্ত কর্মচারী নিয়ে একটি OTW তৈরি করতাম যেখানে আদেশমত কর্মসম্পন্ন হতো, তাহলে সেটি একটি সম্পূর্ণ অন্য ধরণের সংস্থা তৈরি হত। তাই, আমি জানি না, কিন্তু যে কোন যুক্তিসঙ্গত পরিমাপ অনুযায়ী, আমরা এতদিন অবধি ভীষণ, ভীষণ ভাল করেছি (তিনি এটা বলছেন প্রগাঢ় গর্ব নিয়ে) আর কোন কারণই নেই যে আমরা ভবিষ্যতেও ভাল করবো না। অনুরাগীজগৎ পুন:-কল্পনা করে, পুনর্জন্ম নেয়, এবং নব-আবিষ্কার করে; এটাই আমরা করি!
আপনি কিধরনের অনুরাগী বিষয়ক কাজ করতে পছন্দ করেন?
আমার জন্যে অনুরাগীজগৎ এখন আমি কি করি তার থেকে বেশি আমি কোথায় থাকি, আমি এখানে বসতি স্থাপন করে বসবাস করছি, প্রায়, চল্লিশ বছর? এটা আমার শহর! অনুরাগীরা আমার প্রতিবেশী, আর আমি তাদের মধ্যে কিছুজনকে কয়েক দশক ধরে চিনি, কখনো কখনো কিছু নতুন মানুষ এখানে আসেন ও কিছুজন চলে যান। তাই—হ্যাঁ, অবশ্যই, আমি এখন অনুরাগীসাহিত্য পড়ি ও লিখি ও বিটা করি, এবং আমি এখনো আমার পছন্দের অনুরাগীদলের ভিডিও দেখি, কিন্তু আমি অনুরাগীজগতের একজন নাগরিক মনে করি, আমার সামনের বারান্দায় বসে কি হচ্ছে তা দেখি, নিজে সেটা না করে। আমি আগ্রহ নিই, আমি জানতে চাই তৎকালীন বৃহৎ অনুরাগীদল সম্বন্ধে, আমি কৌতুকের বিষয়গুলি বুঝতে চাই, আমি ভাষাটি বলতে চাই; আমি যদি কোন বিষয় নিয়ে অনুরাগী নাও হই, তাহলেও আমি তার অনুরাগীদলের পছন্দের ব্লোরবোগুলি চিনতে চাই।
কিন্তু আমি টিকটক এর থেকে দূরে থাকছি। (দীর্ঘশ্বাস…আমি কিন্তু এই কথাটি আগেও বলেছি, তাই, কখনোই না বলা যায় না।)
আমাদের স্বেচ্ছাসেবক তাঁর কাজ নিয়ে পাঁচটি কথা বলেছেন, এবার আপনার পালা তাঁকে আরো একটি প্রশ্ন করার! আপনি তাদের কর্ম বিষয়ক জিজ্ঞাসা নিয়ে মন্তব্য (কমেন্ট) করতে পারেন। আথবা আপনি যদি আগ্রহী হন, তবে পূর্ববর্তী পাঁচটি কথা প্রকাশনা-গুলি দেখতে পারেন।
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যেটি একাধিক প্রকল্পপরিচালনা করে, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা অনুরাগী-স্বেচ্ছাসেবক দ্বারা কার্যচালনা করা, সম্পূর্ণভাবে দাতাদের আর্থিক সাহায্যে চালিত একটি সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য OTW ওয়েবসাইট-এ পাবেন। আমাদের স্বেচ্ছাসেবী অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।