
I. OPEN DOORS IMPORTS (খোলা দরজার ইমপোর্টস)
নভেম্বরে, Open Doors (খোলা দরজা) বাই ইয়োর কমান্ড, একটি ব্যাটলস্টার গ্যালাক্টিকা বিষয়ক সংগ্রহশালা, এবং দ্যা পোনি ফিকশন আর্কাইভ, একটি মাই লিটল পোনি বিষয়ক অনুরাগী সাহিত্যর সংগ্রহশালা, এই দুটির ইমপোর্ট সমাপ্ত করেছে। খোলা দরজা শ্ল্যশ নট, একটি স্লিপনট (ব্যান্ড) বিষয়ক লাইভজার্নাল সম্প্রদায়, এবং দ্যা লেবয়ঁ লাইব্রেরি, একটি এক্স-মেন বিষয়ক অনুরাগী সাহিত্য সংগ্রহশালার আসন্ন ইমপোর্টও ঘোষণা করেছে।
II. AT THE ARCHIVE OF OUR OWN — AO3-তে (আমাদের নিজস্ব সংগ্রহশালা — AO3-তে)
সহজলভ্যতা, নকশা ও প্রযুক্তি সমিতি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত চারবার মোতায়েনে মোট ৫৫-টি সমস্যার সমাধান করা নিয়ে রিলিস নোটস প্রকাশ করেছে। অন্যদিকে, সহায়তা সমিতি তার অভ্যন্তরীণ নথিপত্র ও কর্মপদ্ধতি নিয়ে পুনরায় কাজ করেছে, এবং অপব্যবহার নিবারণ সমিতি (যারা নভেম্বরে ১,৪০০ সাহায্য টিকিট পেয়েছে, যা অক্টোবরের থেকে সামান্য বেশি) কয়েকটি নতুন কর্ম-সরঞ্জাম (টুলস) নিয়ে কাজ করা শুরু করেছে।
অক্টোবরে সংযোজন রক্ষণাবেক্ষকরা (ট্যাগ রয়াঙ্গলাররা) ৫৩,০০০ অনুরাগীদলের জন্যে ৪৪০,০০০ থেকে বেশি ট্যাগসের ওপর কাজ করেছে—যা রয়াঙ্গলার প্রতি প্রায় ৯৫০ ট্যাগস।
III. ELSEWHERE AT THE OTW (OTW-র অন্যান্য জায়গায়)
যোগাযোগ সমিতির জন্য নভেম্বর একটি ব্যস্ত মাস ছিল। তারা ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে এবং OTW-র সংবাদ প্রকাশনার জন্যে পিনবোর্ড-এর বিকল্প অন্বেষণ শুরু করে। এছাড়াও, যোগাযোগ সমিতি, ট্যুইটারের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে, বিভিন্ন সামাজিক মাধ্যমে OTW-র অফিসিয়াল ও আন-অফিসিয়াল অ্যাকাউন্ট সম্বন্ধে ব্যবহারকারীদের সচেতন করতে একটি সংবাদ প্রকাশ করে।
অর্থ বিষয়ক সমিতি ২০২১ সালের কর (ট্যাক্স রিটার্নস) জমা করেছে এবং ২০২১ এর অডিট প্রতিবেদনের শেষ খুটিনটিগুলিও সমাপ্তির পর্যায়ে নিয়ে এসেছে, প্রতিবেদনটি শীঘ্রই প্রকাশিত হবে। সমস্ত কাজ সম্পূর্ণ হলে দুটি প্রতিবেদনই OTW-র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কম্পিউটার/সার্ভার রক্ষণাবেক্ষণ সমিতি কিছু হার্ডওয়্যার বিষয়ক সমস্যার ওপর কাজ চালিয়ে যাচ্ছে (সার্ভারগুলি সাম্প্রতিক কয়েকদিন কিছু অসুবিধা করছে, কিন্তু আমরা ওদের তাও খুবই ভালবাসি)। এছাড়াও এই সমিতি SQL সম্বন্ধীয় পরিবর্তন, এবং ফ্যানলোর ও অন্যন্য সমিতির সঙ্গে একসাথে কাজ করছে।
সমস্ত OTW স্বেচ্ছাসেবকদের পরবর্তী বছরের আগে তাদের পছন্দমত দায়িত্ব থেকে কোন অসুবিধার সম্মুখীন না হয়ে মুক্তি নেওয়ার জন্যে একটি সুযোগ দেবার জন্যে, স্বেচ্ছাসেবক ও কর্মী নিয়োগ সমিতি বার্ষিক ‘Still Willing To Serve’ (পরবর্তী বছরেও স্বেচ্ছাসেবা করতে আগ্রহী) সার্ভে কিছু সমিতিতে করেছে, এবং সংযোজন রক্ষণাবেক্ষণ (ট্যাগ রয়াঙ্গলিং) সমিতি আর অনুবাদ সমিতির মতো কিছু সমিতি যারা এই সার্ভে নিজস্বভাবে করে, তাদের সঙ্গেও কাজ করেছে। স্বেচ্ছাসেবক ও কর্মী নিয়োগ সমিতি এছাড়াও বিভিন্ন সমিতির ব্যবহার্য কিছু নতুন সরঞ্জাম (টুলস) নিয়ে কাজ করেছে।
IV. IT’S ALL ABOUT THE PEEPS (স্বেচ্ছাসেবকদের বিষয়ে)
২৩শে অক্টোবর থেকে ২৫সে নভেম্বর অবধি, স্বেচ্ছাসেবক এবং নিয়োগ সমিতি ২৪১টি নতুন অনুরোধ পেয়েছে, আর ২৬৮টি অনুরোধের কাজ শেষ করেছে। আমাদের ৩২টা অনুরোধের কাজ বাকি আছে (তার মধ্যে নিম্নে তালিকার স্বেচ্ছাসেবক গ্রহণ ও প্রতিসারণও অন্তর্ভুক্ত)।
২০২২ সালের ২৫শে নভেম্বর অবধি, OTW-তে ৯৪৫জন স্বেচ্ছাসেবক আছেন। \o/ সম্প্রতিকালের কর্মী-যাতায়াত নিচে তালিকাভুক্ত করা আছে।
AO3 নথিবদ্ধকরন সমিতি নবাগত স্বেচ্ছাসেবক: জ্যাকস, মিশেল আর্টবিয়ার, পলিন্যা, সিন্যনি, এবং আরো ২ জন এডিটর
খোলা দরজার নবাগত স্বেচ্ছাসেবক: আলেক্টো গ্যাইয়াএবং আরো ২ জন ইমপোর্ট অ্যাসিস্ট্যান্ট
কৌশল ও পরিকল্পনা সমিতির নবাগত স্বেচ্ছাসেবক: অদ্রি রিচার্ডস
সংযোজন রক্ষণাবেক্ষণ (ট্যাগ রয়াঙ্গলিং) সমিতির নবাগত স্বেচ্ছাসেবক: আসেটো_শিওবানা, আলিক্স, আলিস্টর, আমাণ্ডা ট্রিপেট, অনিশা, আর্ট, বেগেল, ক্যাবেজ, ক্যালিকো, ককোকিটো, চার্লস, কোপাসেট, চুথুলু, দেরপিনায, ডিভিয়া, এলেসি, গিনকোফ্যান, গ্লিচ, হেমটোফেজ, হেইহ্যালি, ইট্সওভারফিলিং, ইটি, ইটসে, লিশিয়া, লুভা, লীইফ, লীইসোস, মাবেন মোরোশোভ, মিরু, নন্দর, ন্যাত্যালিয়া, নোয়েলি, নোভায়ে, রুক, স্যানকচুরিয়া, সেলি, সিজিং,স্লামবার, ষ্পরি, সুজি, সিনথ, তে’হাই, টোড়ীসেড়্যাপ্টরস, ভিশ্লান্টে, জিরো,জিসক্যানড্রা এবং আরো ১জন
অনুবাদ সমিতির নবাগত স্বেচ্ছাসেবক: জি_চোই, ক্রিস্টিনা লিহান, শেহেরেজাদে
TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি)-র নবাগত স্বেচ্ছাসেবক: ১ জন কপিএডিটর
স্বেচ্ছাসেবক ও কর্মী নিয়োগ সমিতির নবাগত স্বেচ্ছাসেবক: নাটালি গ্রুবের (টুল ইমপ্লিমেন্টেশনের প্রধান)
বিদায়ী পরিচালক: জেশ হোয়াইট
বিদায়ী সমিতি প্রধান: ভিএসএসএকেযে (ট্যাগ রয়াঙ্গলিং সমিতি), ম্যাটি (অপব্যবহার নিবারণ সমিতি), লেডি অস্কার (গুণগত মান ও টেস্টিং-এর প্রধান)
সহজলভ্যতা, নকশা ও প্রযুক্তি সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: ১ জন ঊর্ধ্বতন কোডিং স্বেচ্ছাসেবক, ১ জন গুণগত মান ও টেস্টিং স্বেচ্ছাসেবক
যোগাযোগ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: জেশ হোয়াইট (চেয়ার ট্র্যাক এবং ইভেন্ট সমন্বয়কারী স্বেচ্ছাসেবক), ১ জন প্রফিক্স স্বেচ্ছাসেবক, ১ জন ফ্যানহ্যাকার স্বেচ্ছাসেবক, ১ জন সাইট নিয়ামক
নির্বাচন সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: ১ জন টিম কোঅর্ডিনেটর, ৪ জন যোগাযোগ বিশেষজ্ঞ, ১ জন জনসংযোগ বিশেষজ্ঞ
ফ্যানলোরের বিদায়ী স্বেচ্ছাসেবক: কাইরেন (নীতি এবং নিয়ামক), ১ জন নীতি এবং নিয়ামক, ২ জন গ্রাফিক্স ডিজাইনার
খোলা দরজার বিদায়ী স্বেচ্ছাসেবক: এলিয়টজয় (নিয়ামক স্বেচ্ছাসেবক), ১ জন ইমপোর্ট সহকারী
অপব্যবহার নিবারণ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: অজারিয়াস এবং আরো ১ জন স্বেচ্ছাসেবক
সহায়তা সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: ১ জন স্বেচ্ছাসেবক
কম্পিউটার/সার্ভার রক্ষণাবেক্ষণ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: ১জন স্বেচ্ছাসেবক
সংযোজন রক্ষণাবেক্ষণ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: গাইলস, জোডি, সেরকেসটিক এবং আরো ১১ জন
অনুবাদ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: ড্যান এল, ম্যালোরণ, মোহিনী, প্রেরণা এ. পোপাত, রিয়া, স্যমী লি, শিবানী কদম, সোফিয়া এবং আরো ৬ জন অনুবাদক
TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি)-র বিদায়ী স্বেচ্ছাসেবক: ক্যাথরিন ই. মোরিশে (রিভিউ এডিটর), লুইসা স্টেন (রিভিউ এডিটর)
স্বেচ্ছাসেবক ও কর্মী নিয়োগ সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: ১ জন স্বেচ্ছাসেবক
ওয়েবসাইট দেখাশোনাকারি সমিতির বিদায়ী স্বেচ্ছাসেবক: ১ জন স্বেচ্ছাসেবক
আমাদের সমিতির কাজকর্মের বিষয়ে আরো তথ্যের জন্য, দয়া করে আমাদের ওয়েবসাইটে সমিতি তালিকাগুলো দেখুন।
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।