ধন্যবাদ!

আমাদের অক্টোবর ২০১৭’র অর্থসংগ্রহ অভিযান শেষ হয়ে আসছে, তাই OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)তে আমরা আপনাদের মধ্যে যারা যারা দান করেছেন বা প্রচার করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই। আপনারা আমাদের প্রকল্পগুলোকে আরও শক্তিশালী হতে সাহায্য করেছেন, আর আমরা এর থেকে বেশি কৃতজ্ঞ হতে পারতাম না! আমরা একই সঙ্গে সেই সব স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টাকেও স্বীকার করতে চাই যারা পর্দার পিছন থেকে কাজ করে এই অভিযানগুলো এবং সংস্থার সমস্ত কাজ সম্ভবপর করেন।

এই অভিযানের সময়কালে, আমরা ৭০টির বেশি দেশের প্রতিনিধিত্ব করা ৫,৫০০-র বেশি ব্যাক্তিগত দানের থেকে মার্কিন $১৩৬,০০০-র বেশি সংগ্রহ করেছি। সেটাকে আরো একটু বেশি ভেঙে বলতে হলে: ২,৭৩৩টি দান প্রথম-বার দান করছেন এমন দাতাদের কাছ থেকে ছিল, ১,২৪৩ জন নতুন সদস্য পরের বারের OTW বোর্ডের নির্বাচনে ভোট দিতে সক্ষম, আর আমরা পরের মাসে ১১০টা ধন্যবাদ-জ্ঞাপক উপহার পাঠাবো!

গত এক সপ্তাহে, আপনি আমাদের বাজেট সংক্রান্ত আপডেটেড তথ্যাদি পেয়েছেন, OTW’র ইতিহাসের প্রধান ঘটনাবলির টাইমলাইন দেখেছেন, এবং ভবিষ্যতের জন্য আমাদের পরিকল্পনার একটা আভাস পেয়েছেন। OTW এই দশ বছর ধরে ভক্তদের স্বার্থসিদ্ধি করে আসছে, এবং আমরা আশা করি যে আগামী বছরগুলোতেও আমরা সেই কাজ চালিয়ে যেতে পারব এবং আমাদের প্রকল্প আর পরিষেবা আরো উন্নত করতে পারব। আমাদের সেই লক্ষ্যের অনুধাবন করতে আপনি কিভাবে সাহায্য করতে পারেন, তার উপর আরো তথ্যের জন্য আমাদের খবরের নির্গমনপথগুলোতে(আউটলেটস) নজর রাখুন।

আরও একবার, আমরা প্রতিটি মানুষের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা এই সংস্থাটিকে সফল করতে সাহায্য করে: ধন্যবাদ!

(ভুলবেন না যেন, অভিযানটা শেষ হয়ে গেলেও, আমরা সারা বছরই দান গ্রহণ করি।)

OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন

Event

Comments are closed.