দি ক্রফ্ট কোডেক্স AO3 তে আসছে!

The Croft Codex (দি ক্রফ্ট কোডেক্স) , একটা Tomb Raider ( টুম্ব রেডার)
ভক্ত সাহিত্য সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)তে নিয়ে আসা হচ্ছে।

এই প্রতিবেদনটাতে:

প্রেক্ষাপট ব্যাখ্যা

লারা ক্রফ্টের টেলস অফ বিউটি অ্যান্ড পাওয়ার নামে পরিচিত পুরোনো একটা সংগ্রহশালা থেকে গল্পের সংরক্ষণের জন্য, ২০০৫ সালে HeidiA-র প্রতিষ্ঠিত, সব রকম এর টুম্ব রেডার ভক্তসাহিত্যের জন্য, দি ক্রফ্ট কোডেক্স একটা ভক্ত সাহিত্যের সংগ্রহশাহলা ছিল। এটি ২০০৮ সাল পর্যন্ত চলেছিল, যখন ভক্তদুনিয়ার প্রজন্মের বদলের কারণে, সংগ্রহশালাটি বন্ধ হয়ে গেলো। এরই সঙ্গে সাহিত্য সংস্কৃতি অন্য সাইটগুলির দিকে চলে গেলো, যেমন fanfiction.net, যেখানে লেখকরা নিজেদের কর্ম নিজেরাই পরিচালনা করতো, এগুলি কিউরেট, বিশেষায়িত ছোট ছোট সংগ্রহশালাগুলোতে পাঠানোর পরিবর্তে।

Open Doors (খোলা দরজা), HeidiA–র সাথে দি ক্রফ্ট কোডেক্স কে একটা আলাদা, অনুসন্ধানযোগ্য, সংকলন
হিসেবে AO3তে আনতে কাজ করবে।
সংগ্রহশালাটিকে সম্পূর্ণ রূপে সংরক্ষণ করার জন্য, এখন দি ক্রফ্ট কোডেক্স-এ যে ভক্তসাহিত্যগুলি সেগুলো সমস্তই আছে সেগুলো কে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) – র সার্ভার -এ হোস্ট করা হবে এবং তাদের নিজস্ব AO3 কার্য পৃষ্ঠাতে এম্বেড করা হবে।ব্যতিক্রম হবে ওই গল্পগুলো যাদের লেখকদের AO3একাউন্ট রয়েছে।

আমরা জানুয়ারী ২০২১ এর পর থেকে দি ক্রফ্ট কোডেক্স থেকে AO3 সমগ্রটায় কর্ম নিয়ে আসা শুরু করব।

যে স্রষ্টাদের কর্মগুলো দি ক্রফ্ট কোডেক্স তে গুলো ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে?

স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। একটি কর্ম ইম্পোর্ট করে নিয়ে আসার আগে তার কোনো একটি কপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করা হবে। যদি AO3 তে একটা কপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা সেটিকে ইম্পোর্ট না করে সংকলনে আমন্ত্রণ করব। স্রষ্টার বকলমে সংগ্রহ করা সব কর্মের বাইলাইনে বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে। যে স্রষ্টারা তাদের আসল নামটি মূল সংগ্রহশালায় ব্যবহার করেছেন তাদের পরিচয় রক্ষার জন্য তাদের কর্মগুলো আদ্যক্ষর দিয়ে জমা দেওয়া হবে।

নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, সকল নিয়ে আসা অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে।

আপনার দি ক্রফ্ট কোডেক্স-এর ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করেখোলা দরজার সাথে যোগাযোগ করুন যদি:

  1. আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনার ইচ্ছা যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
  2. আপনার AO3তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম তাতে নিজেই নিয়ে চলে এসেছেন।
  3. আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক(এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত)
  4. আপনি আপনার কর্ম AO3তে নিয়ে আসতে চান না।
  5. আপনি আমরা আপনার কর্ম AO3 তে সংরক্ষণ করতে চাই জেনে খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
  6. আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা সাহায্য করতে পারি।

অনুগ্রহ করে ইমেলের বিষয়ের জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। দি ক্রফ্ট কোডেক্স সংগ্রহশালাটায় আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে খোলা দরজা-র সাথে যোগাযোগ করুন, তাহলেই আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে দি ক্রফ্ট কোডেক্স সংগ্রহশালার নিয়ামক(মডারেটর)-এর সাথে আমরা কাজ করব।)

নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করেখোলা দরজা-র ওয়েবসাইট দেখুন

যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে…

আপনার যদি আরো প্রশ্ন থাকে, খোলা দরজা প্রা-জি-প্র (FAQ) যান, বা খোলা দরজা সমিতির সাথে যোগাযোগ করুন

ভক্তরা যদি আমাদের ফ্যানলোর এ দি ক্রফ্ট কোডেক্স -এর গল্পটা বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব | আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন দর্শকের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।

দি ক্রফ্ট কোডেক্স সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!

-খোলা দরজা দল এবং HeidiA


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Open Doors

Comments are closed.